Recent post

রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

ডায়রিয়া জ্বর বমি পেটে ব্যথা।

ডায়রিয়া বা পাতলা পায়খানা
"ডায়রিয়া বা পাতলা পায়খানা কনটেন্টটিতে ডায়রিয়া কাকে বলে, ডায়রিয়ার কারণ, ডায়রিয়া হলে করণীয়, ডায়রিয়া হলে যা করা যাবে না, স্যালাইন বানানো ও খাওয়ার নিয়ম, কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, চিকিৎসার জন্য যোগাযোগ, ডায়রিয়া প্রতিরোধে করণীয় এসব বিষয়ে বর্ণনা করা হয়েছে।"

বাংলাদেশে শিশু-মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো ডায়রিয়া। পায়খানায় শুধু মল ও পানি থাকলে তাকে ডায়রিয়া বা পাতলা পায়খানা এবং পাতলা পায়খানার সাথে রক্ত গেলে তাকে আমাশয় বলে। অধিকাংশ ডায়রিয়ায় ওষুধ প্রয়োজন পড়ে না। শুধু খাবার স্যালাইনেই সারে। ডায়রিয়া হলে শরীর থেকে পানি ও লবণ জাতীয় পদার্থ বেরিয়ে গিয়ে পানি স্বল্পতা দেখা দেয়। ডায়রিয়ার সঙ্গে কখনো কখনো জ্বর, বমি কিংবা পেটের ব্যথাও হতে পারে।

মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা।

ইন্টারনেট ব্যবসা।

উন্নত বিশ্বে ইন্টারনেটের গতি রকেটের মত।
আর আমাদের দেশে ইন্টারনেটের গতি কিলোবাইটের মাধ্যেই সীমাবদ্ধ। 
ধীর গতির ইন্টারনেটের কারনে অনেকের কার্যক্রম থমকে আছে। 
অনেক তরুণ প্রতিভাবান ফ্রিল্যান্সার তো একটু বেশি ইন্টারনেট স্পিডের জন্য প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ করে শহর মুখী হচ্ছে।

শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

অনলাইন ব্যবসার আইডিয়া


১। মেকআপ বা সাজসজ্জাঃ


বিয়ে,উৎসব কিংবা বিভিন্ন অনুষ্ঠানে নারী-পুরুষ উভয়ের জন্যেই সাজসজ্জা বা মেকআপ একটি অত্যাবশ্যকীয় বিষয় হয়ে উঠছে বিগত কয়েক বছর ধরে অনলাইনের মাধ্যমে আপনিও এই সেবা নিয়ে কাজ করতে পারেন অফলাইনের জন্যে এবং অর্ডার অনুযায়ী এই বিষয়ক বিভিন্ন প্রোডাক্ট বিক্রি থেকে শুরু করে কাস্টমারদের অনুষ্ঠানে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে সার্ভিস দিতে পারেন । 
বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজের প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা যত বৃদ্ধি পাবে ততই নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে আপনার ও প্রতিষ্ঠানের ।

বলার সময় আপনার গলার স্বর, শারীরিক ও মানসিক অভিব্যক্তি হওয়া উচিত মার্জিত।



চারপাশের মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে নিশ্চয়ই আমাদের বিভিন্ন রকম অনুভূতি হয়।
কারও কারও সঙ্গে কথা বলতে গিয়ে আমাদের মনে হয়, তিনি যেন একটু বেশিই ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছেন, পরিষ্কার করে বলছেন না কিছু।

১৫ দিনের মধ্যে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে


১৫ দিনের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর সশস্ত্র হামলা , অসন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গডফাদারদের বিরুদ্ধে মানবঢাল তৈরির পথ দেখাল নারায়ণগঞ্জ


নারায়ণগঞ্জে মেয়রের ওপর সশস্ত্র হামলা এবং এরপর দুই জনপ্রতিনিধির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ওপরই অসন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এই অসন্তোষের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে ওবায়দুল কাদের কথা বলেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সাংসদ শামীম ওসমানের সঙ্গে।

আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। 
সূত্র বলেছে, প্রধানমন্ত্রী বলেছেন হকার উচ্ছেদের মতো তুচ্ছ বিষয় নিয়ে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। 
এর ফলে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

গত মঙ্গলবার শহরের ফুটপাত হকারমুক্ত করা নিয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর সশস্ত্র হামলা চালান সাংসদ শামীম ওসমানের সমর্থকেরা। 
হামলায় আইভী এবং ১০ সাংবাদিকসহ অর্ধশত ব্যক্তি আহত হন।
 ঘটনাস্থলে শামীম ওসমানের ক্যাডার বলে পরিচিত নিয়াজুল ইসলামকে অস্ত্র হাতে দেখা যায়। 
পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আইভী মেয়র হওয়ার পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি করার ক্ষেত্রে তাঁর মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। শামীম ওসমান নারায়ণগঞ্জে এবং দলীয় নেতৃত্বের কাছে এমনিতেই কোণঠাসা হয়ে পড়েছেন। 
সর্বশেষ আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী শামীম ওসমানকে তিরস্কার করেন।

এ অবস্থায় শামীম ওসমান বেশ ক্ষুব্ধ। 
আইভী তাঁর ফাঁদে পা দিয়েছেন বলে মত দেন স্থানীয় ও জাতীয় নেতাদের কেউ কেউ। 
তা ছাড়া শামীমের নিজ সংসদীয় আসনের বাইরে গিয়ে সংঘর্ষে জড়ানোর বিষয়টি দলের শীর্ষ নেতাদের অনেকেই ভালোভাবে নেননি।

সূত্র আরও জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশ পেয়ে ঘটনাস্থলে যাওয়া প্রসঙ্গে শামীম ওসমানের প্রকাশ্য বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক। 
তিনি গতকাল কেন্দ্রীয় একাধিক নেতার সামনে বলেন, ‘শামীম এভাবে আমার নাম বিক্রি করে ঠিক করেননি। আমি তো দুজনকেই যাঁর যাঁর অবস্থান থেকে পিছিয়ে আসার নির্দেশনা দিয়েছি।’

এদিকে গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সংঘর্ষের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ও দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমি শামীম ওসমানকে ফোন করব কি মারামারি করতে? 
আমি মারামারি বন্ধ করতেই ফোন করেছি। আজ সকালেও দুজনের সঙ্গে আমার কথা হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে যদি অস্ত্রের ব্যবহার হয়ে থাকে এবং গোলাগুলি হয়ে থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে। 
তিনি বলেন, যে ঘটনা ঘটেছে, তা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে।

তদন্ত কমিটি

হকার উচ্ছেদ নিয়ে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনা তদন্তে জেলা প্রশাসন তিন সদস্যের কমিটি করেছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক রাব্বী মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দিন হায়দারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আইভী-শামীমের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ তাঁর সমর্থকদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় গতকাল পৃথক সংবাদ সম্মেলন করেছেন সিটি করপোরেশনের মেয়র আইভী ও সাংসদ শামীম ওসমান। 
বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে আইভী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 
আর বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়ার রাইফেলস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।

হামলার ঘটনায় মেয়র আইভী আবারও শামীম ওসমানকে দায়ী করে বলেছেন, ‘আমার দুই গজ সামনেই পিস্তল বের করেছে। 
বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে, গুলি ছোড়া হয়েছে। 
আমি তো নিরস্ত্র ছিলাম। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেব। আমি নিজেও পায়ে ব্যথা পেয়েছি।’

সিটি মেয়র বলেন, ‘আমার উদ্দেশ্য ছিল মানুষ ফুটপাতে হাঁটবে আর হকাররা মার্কেটে থাকবে। 
এমন না যে হকারদের জন্য কোনো ব্যবস্থা না রেখে উচ্ছেদ করেছি। 
আমরা হকারদের বিভিন্ন গলির মধ্যে জায়গা করে দিচ্ছি।’

আইভী বলেন, নারায়ণগঞ্জ এক রাস্তার সড়ক। হকার দেড় হাজারের মতো। 
এখানে এত হকার বসলে শহরের মানুষ কীভাবে চলাচল করবে। 
সরকারের কাছে হকারদের জন্য টাকাও চাওয়া হয়েছে।

এটা দুই পরিবার বা শামীম ওসমান-আইভী পক্ষের দ্বন্দ্বের ফল কি না, এমন প্রশ্নের জবাবে মেয়র আইভী বলেন, ‘এটা পারিবারিক কোনো দ্বন্দ্ব না। 
আমি কোনো দিন আগ বাড়িয়ে কারও সঙ্গে লাগতে যাই না। 
এখানে তো এক পক্ষ মারল, আরেক পক্ষ মার খেল। 
উনি (শামীম ওসমান) তো আগের দিন ঘোষণাই দিয়েছেন।’

হকারদের বিষয়ে এখন ভাবনা কী হবে—জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী বলেন, হকাররা আর আগের মতো ফুটপাতে বসবে না।

অপরদিকে সাংসদ শামীম ওসমান সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে অথবা প্রকৃত সত্য না জেনেই অনেক গণমাধ্যম সংঘর্ষটিকে শামীম ওসমান বনাম আইভীর সংঘর্ষ বানানোর চেষ্টা করেছে। কিন্তু প্রকৃত ঘটনা হলো এটা হকার বনাম আইভীর দ্বন্দ্ব। গরিব বনাম গরিবদের বিপক্ষের দ্বন্দ্ব।

শামীম ওসমান বলেন, ‘গতকাল (গত মঙ্গলবার) আমি শুনলাম উনি (আইভী) লোকজন নিয়ে চাষাঢ়া আসবেন। 
তাহলে ২৫ দিন তিনি কী করলেন? তিনি যদি ভোটের সময় সবাইকে বাবা-ভাই বলতে পারেন, তাহলে এখন তাদের পেটে লাথি মারবেন কেন?’

শামীম ওসমান বলেন, ‘আমার দলের সাধারণ সম্পাদক আমাকে ফোন করে জানালেন সেখানে এখনই যাও, এগুলো থামাও। 
পরে আমি নির্দেশ পেয়ে দৌড়ে সেখানে যাই ও পরিস্থিতি শান্ত করি।’

শামীম বলেন, ‘আমি একটাই অপরাধ করেছি। আর সেটা হলো গরিব মানুষের পক্ষে কথা বলেছি। আমি আগেই বিষয়টি পরিষ্কার করেছি যে ফুটপাতে হকার থাকুক, বস্তি থাকুক এটা আমিও চাই না। কিন্তু আমি চাই সবার মাথা গোঁজার ঠাঁই থাকুক।’

এটা তাঁদের ব্যক্তিগত সমস্যা: স্থানীয় সরকারমন্ত্রী

মেয়র আইভী ও সাংসদ শামীম ওসমানের কর্মী-সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সেটা তাঁদের ব্যক্তিগত সমস্যা থেকে ঘটেছে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

গতকাল বুধবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপের দরকার হলে তা করা হবে বলেও জানান তিনি। বলেন, এটা (হস্তক্ষেপ) করবেন প্রধানমন্ত্রী।

হকার দেখা যায়নি

গতকাল নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে দু-একজন বুট-বাদাম বিক্রেতা ছাড়া হকার দেখা যায়নি। শহরে যান চলাচল, দোকানপাট চলেছে স্বাভাবিকভাবেই। 
আগের দিনে কী হয়েছে, তা বোঝার উপায় নেই। 
শহরের পুলিশের নিরাপত্তা স্বাভাবিকের চেয়ে বাড়ানো হয়েছে। 
আগের দিনের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা ছিল গতকাল। 
বেশির ভাগ মানুষই মনে করেন, শহর হকারমুক্ত থাকুক। 
তবে তাঁরা মনে করেন, গরিব মানুষের জন্য বিকল্প ব্যবস্থা থাকা উচিত।

কয়েকটি ফুটপাতে হকার বসবে


নারায়ণগঞ্জ নগরীর প্রধান বঙ্গবন্ধু সড়ক ছাড়া কয়েকটি সড়কের ফুটপাতে সাময়িকভাবে হকার বসতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
প্রতিদিন বিকেল ৫টার পর থেকে রাত ১০টা পর্যন্ত ওই সড়কগুলোর ফুটপাতে হকার বসতে পারবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মঈনুল হক।

হকার্স আন্দোলনের অন্যতম নেতা জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম জানান, দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে হকার্স সংগ্রাম পরিষদ নেতাদের ডেকে নেওয়া হয়। 
তাঁদের জানানো হয়, নগরীর বঙ্গবন্ধু সড়ক ছাড়া কয়েকটি সড়কে প্রতিদিন বিকেল ৫টার পর ফুটপাতে হকার বসতে পারবে। 
জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১১-এর অধিনায়ক কামরুল হাসান ছাড়াও হকার নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মঈনুল হক জানান, মেয়রের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
বিষয়টি হকারদের জানিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

আর দেখা হবে না


আর দেখা হবে না
💔💔💔💔💔💔💔💔

" আর দেখা হবে না "
এমন কথা আগে কখনো বলনি
হিরনবালা।

হসপিটাল রোড ধরে হাঁটতে গিয়ে
যে হাত ছাড়নি তুমি
পুবের জানালা সারাক্ষণ রেখেছ খোলা,
হিরনবালা-

আমার আসার প্রতিক্ষায় থেকে থেকে
দু'চোখ ঝুলিয়ে রেখেছিলে
বারান্দার ডেপটিজমের বাগানে।
আমাকে না পেয়ে তোমার
জন্মদিন ছিল অর্থহীন উৎসব।
হে হিরনবালা-

তোমার নির্মাণ শহরের মূল প্রাচীরে
লিখে রেখ ‌''এই ছেলেটির দুঃখ ছিল।"

(collected )

রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শ্রাবন্তী অভিনীত ছবি জিও পাগলা।

আমদানি-রপ্তানি নীতিমালায় এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে শ্রাবন্তী অভিনীত কলকাতার ছবি জিও পাগলা।
 ১৯ জানুয়ারি বাংলাদেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। 
পরীমনি অভিনীত পুড়ে যায় মন ছবিটি কলকাতায় নিয়ে গেছে জে কে এন্টারটেইনমেন্ট। 
অপূর্ব রানা পরিচালিত এই ছবি ২০১৬ সালের শেষের দিকে এখানে মুক্তি পায়।
 তবে ছবিটি কলকাতায় কবে মুক্তি পাচ্ছে তা এখনো জানা যায়নি।
কলকাতার ছবিটি এ দেশে আমদানি করছে খান ব্রাদার্স। 
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘রবি কিনাগি পরিচালিত জিও পাগলা একাধিক শিল্পীর ছবি। 
এটি কলকাতায় কিছুদিন আগে মুক্তি পেয়েছিল।
 দর্শকেরা পছন্দ করেছেন ছবিটি। 
আশা করছি এখানে ভালো যাবে।’

শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

কৃত্রিম কিডনির আবিষ্কারক

শুভ রায় 

 শুভ রায় the daily71
একজন বাংলাদেশী-মার্কিন বিজ্ঞানী এবং কৃত্রিম কিডনির আবিষ্কারক ।

শুভ রায় ১৯৬৯ সালের ১০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। 
তার পৈতৃক নিবাস চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রোসাংগিরিতে।

শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮

ফেসবুকে বড় একটি পরিবর্তন ২০১৮ এ বছরই



মার্ক জাকারবার্গফেসবুকে যে এ বছরই বড় পরিবর্তন আসবে—এমন আভাস আগেই দিয়েছিলেন এর সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। 
এ বছর তাঁর চ্যালেঞ্জ ফেসবুককে ‘ঠিক’ করার। 
শুরুতেই ব্র্যান্ড, ব্যবসা ও মিডিয়ার পেজগুলোর জন্য বড় ধাক্কা দিলেন। .
এ ধরনের পেজগুলো এখন গুরুত্বহীন হয়ে যাবে। 
গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বন্ধুদের দেওয়া স্ট্যাটাস, মন্তব্য, ভিডিও। 

How to get play store uploaded apps more reviews and user


Play store uploaded apps you can get more installed user and get valid review.
if you want to get this click on this Link .
Follow given instructions and make a account and start to get more user for your Android apps.

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন

১৯৯৪ সালের জুলাইয়ে অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন জেফ বেজস।
তখন কর্মী ছিল ১০ জন, বিক্রয় ছিল সামান্য।

বিস্ময়ের বিষয় হচ্ছে, মাত্র দুই মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ও বিশ্বের ৪৫টি দেশে ক্রেতা তৈরি করে ফেলে অ্যামাজন। 
১৯৯৭ সালের মে মাসে ৫০০ মিলিয়ন ডলার মূলধন নিয়ে শেয়ারবাজারে আসে কম্পানিটি।

বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

শীতকালে ব্যথার তীব্রতা বেড়ে যায়।


শীতকালে অনেকেই ব্যথার উপসর্গ নিয়ে আতঙ্কে থাকেন। 
শুধু আর্থ্রাইটিসজনিত জয়েন্টের ব্যথা ছাড়াও ঘাড়, কোমর ও মাংসপেশির ব্যথায় অনেকে আক্রান্ত হতে পারেন বা আগের ব্যথার তীব্রতা বেড়ে যায়।

মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

গুগল প্লেস্টোরে ক্ষতিকর অ্যাপ


স্মার্টফোনে অ্যাপ চালানোর সময় বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে গেলেও তা বন্ধ হচ্ছে না?
 সম্ভবত আপনার স্মার্টফোনে ক্ষতিকর অ্যাডওয়্যার প্রোগ্রাম ইনস্টল হয়ে গেছে। 
গুগল প্লেস্টোরে এ ধরনের বেশ কিছু ক্ষতিকর অ্যাপ রয়েছে। ইসরায়েলের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের বিশেষজ্ঞরা ২২টি ফ্ল্যাশলাইট ও বিভিন্ন কাজের অ্যাপকে অ্যাডওয়্যার হিসেবে তালিকায় রেখেছেন।

জয়ী নই, পরাজিত নই – সুনীল গঙ্গোপাধ্যায়

জয়ী নই, পরাজিত নই
-সুনীল গঙ্গোপাধ্যায়

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল
আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি
এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
শিহরিত নির্জনতার মধ্যে বুক টন্‌‌টন করে ওঠে
হাল্‌কা মেঘের উপচ্ছায়ায় একটি ম্লান দিন

রফতানি চাহিদা বিলিয়ন ডলার




শফিউল আলম : 
বাংলাদেশের ঐতিহ্যবাহী রফতানি পণ্য পাট, চা, চামড়ার বাজার প্রায় হারিয়ে গেছে। বিশ্বখ্যাত মসলিন কাপড় এদেশের হারানো সমৃদ্ধ অতীতের এক দীর্ঘশ্বাস। ১৯৭৮ সালে চট্টগ্রাম শহরের কালুরঘাট শিল্প এলাকায় স্থাপিত ‘দেশ গার্মেন্টস’ দিয়েই বাংলাদেশের তৈরি পোশাক রফতানির পথচলা। 

সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮

ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায় ?


 ভিসা ছাড়াই শুধু বাংলাদেশের পাসপোর্টের জোরে আপনি ৫০টি দেশ ভ্রমণ করতে পারবেন।
 আর্থিক খাতের পরামর্শক প্রতিষ্ঠান আরটন ক্যাপিটাল প্রভাবশালী পাসপোর্টের তালিকা তৈরি করেছে, যেখানে বাংলাদেশের অবস্থান ৬৭তম।

গেমিং ল্যাপটপ | Gaming Laptop



গেমিং ল্যাপটপ কেনার সময় একটি কথা মাথায় রাখতে হবে। তা হলো, এটি সাধারণের ব্যবহারের জন্য তৈরি নয়। যাঁরা গেমভক্ত এবং গেমের উন্নত অভিজ্ঞতা পেতে চান, তাঁদের জন্য গেমিং ল্যাপটপ। বাংলাদেশের বাজারেও এখন গেমিং ল্যাপটপ পাওয়া যাচ্ছে।

Blogger setting Robots.txt how to setup?

What is Robots.txt?

Robots.txt is a text file which contains few lines of simple code.
It is saved on the website or blog's server which instruct the web crawlers on how to index and crawl your blog in the search results.

সাধারণ শিশুদের চেয়ে মিথ্যা বলা শিশুদের বুদ্ধি বেশি হয়।


 শিশু কোনো ভুল কাজ করলে মা-বাবা রেগে যান, বকুনি দেন। 
আর এই বকুনি খাওয়ার ভয়ে শিশুরা অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলে। 

রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

How to show all blog post in blogger sidebar

How to show all blogpost in blogger sidebar?

To show all the blog post in sidebar follow below instructions. 
copy blue color html code and use it in your blogger.

চীনের উপকূলে ২ জাহাজের সংঘর্ষ, বাংলাদেশিসহ নিখোঁজ ৩২


চীনের পূর্ব উপকূলে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষে ৩২ ক্রু নিখোঁজ হয়েছেন। 
নিখোঁজদের মধ্যে দুই বাংলাদেশি ও ৩০ ইরানী রয়েছেন।

শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

ট্রেন চড়ে বেঙ্গালুরু যেতে লাগবে ৬৪ ঘণ্টা।


ত্রিপুরার রেলমন্ত্রী রাজেন গোঁহাই, আগরতলা, ৫ জানুয়ারি।
দ্রুত এগোচ্ছে আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণকাজ। শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনই দাবি করেন রাজ্য রেলমন্ত্রী রাজেন গোঁহাই।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত



সৌদি আরবের জিজানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

এক ছবির জন্যই পাঁচ বছর সময় লাগে,অভিনেতা প্রভাস

thedaily71

বয়স বেড়ে যাচ্ছে! সুতরাং এক ছবির পেছনে এত সময় দেওয়ার সুযোগ কই? 
সারা জীবন ধরে তো আর অভিনয় করা যাবে না। কম সময়ের মধ্যে করা যায় এমন ছবিগুলোই বেছে নিতে হবে। আপাতত বাহুবলী অভিনেতা প্রভাস এমনটাই ভাবছেন।

সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

ব্যবসা নতুন আইডিয়া

নতুন আইডিয়া ছাড়া কোন ব্যবসাকে প্রতিষ্ঠিত করা অসম্ভব।
কিন্তু অনেক উদ্যোক্তারাই নতুন কি নিয়ে ব্যবসা ব্যবসা শুরু করবে তার আইডিয়া সংকটে থাকে।

নতুন কোন আইডিয়া পেতে বাহিরে সবার সাথে কথা বলুন-

নতুন কোন আইডিয়া খুঁজে বের করতে নিজে ঘরে বসে না থেকে বেড়িয়ে পরুন।
কথা বলে দেখুন আপনার আশে পাশের মানুষের সাথে।

Popular Posts