Recent post

মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

গুগল প্লেস্টোরে ক্ষতিকর অ্যাপ


স্মার্টফোনে অ্যাপ চালানোর সময় বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে গেলেও তা বন্ধ হচ্ছে না?
 সম্ভবত আপনার স্মার্টফোনে ক্ষতিকর অ্যাডওয়্যার প্রোগ্রাম ইনস্টল হয়ে গেছে। 
গুগল প্লেস্টোরে এ ধরনের বেশ কিছু ক্ষতিকর অ্যাপ রয়েছে। ইসরায়েলের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের বিশেষজ্ঞরা ২২টি ফ্ল্যাশলাইট ও বিভিন্ন কাজের অ্যাপকে অ্যাডওয়্যার হিসেবে তালিকায় রেখেছেন।
গুগল প্লেস্টোরে থাকা অ্যাপগুলোকে লাইটসআউট বলছেন তাঁরা। এগুলো ১৫ থেকে ৭৫ লাখ বার পর্যন্ত ডাউনলোড হয়েছে। তালিকায় থাকা অ্যাপগুলো দ্রুত আনইনস্টল করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

চেক পয়েন্টের গবেষকেরা বলেছেন, অ্যাপগুলোতে সন্দেহজনক স্ক্রিপ্ট রয়েছে, যা ব্যবহারকারীর সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধ বিজ্ঞাপন দেখায়। 
এ ছাড়া অ্যাপ যাতে সহজে সরিয়ে ফেলা না যায়, এ জন্য আইকন লুকানো থাকে।

ক্ষতিকর অ্যাপগুলোর তালিকা :
 স্মার্ট সোয়াইপ, রিয়েল টাইম বুস্টার, ফাইল ট্রান্সফার প্রো, নেটওয়ার্ক গার্ড, ইনফোকাস টার্বো ৫, এলইডি ফ্ল্যাশলাইট, ভয়েস রেকর্ডার প্রো, ফ্রি ওয়াইফাই প্রো, কল রেকর্ডার প্রো, কল রেকর্ডার, রিয়েলটাইম ক্লিনার, সুপার ফ্লাশলাইট লাইট, ওয়ালপেপার এইচডি, কুল ফ্ল্যাশলাইট, মাস্টার ওয়াইফাই কি, ওয়াইফাই সিকিউরিটি মাস্টার, ফ্রি ওয়াইফাই কানেক্ট, ব্রাইটেস্ট এলইডি ফ্ল্যাশলাইট-অলমাইটি, ব্রাইটেস্ট ফ্ল্যাশলাইট, কল রেকর্ডিং ম্যানেজার, স্মার্ট ফ্রি ওয়াইফাই, ব্রাইটেস্ট এলইডি ফ্ল্যাশলাইট-প্রো, ড. ক্লিন লাইট।

কোন মন্তব্য নেই:

Popular Posts