শিরোনামঃ দিলওয়ালা
শিল্পীঃ আশিক
সুরকারঃ জাবেদ আহমেদ কিসলু
গীতিকারঃ রাজিব আহমেদ
দিলের মালিক দিলওয়ালা
দিল দিলি তুই দিলদার দিলি না,
আমায় ভালোবাসার মন দিলি তুই
মনের মানুষ আজো দিলি না ।।
দিলের কথা দিলি শুনে
দিলের বেতা দিলি জানে,
দিল দিওয়ানা হইলাম আমি
দিলদারের দেখা পাইলাম না,
দিল দিলি তুই দিলদার দিলি না
আমায় ভালোবাসার মন দিলি তুই
মনের মানুষ আজো দিলি না ।।
দিলের জখম হতেই থাকে
দিলের মলম দিলেই কি তাতে,
দিল আশিকানা হইলাম আমি
দিলদারের খোজ পাইলাম না,
দিল দিলি তুই দিলদার দিলি না
আমায় ভালোবাসার মন দিলি তুই
মনের মানুষ আজো দিলি না ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন