খবর বার্তা সংস্থার সিনহুয়ার।
রবিবার চীনের পরিবহন মন্ত্রণালয় একথা জানিয়েছে।
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএন জানিয়েছে, চীনের পূর্ব উপকূল থেকে ২৯৬ কিলোমিটার দূরে হংকংয়ের কার্গো জাহাজটির সঙ্গে সংঘর্ষের পর পানামার পতাকাবাহী ওই ট্যাংকারে আগুন ধরে যায়।নিখোঁজ সবাই সানচি নামের ওই ট্যাংকারের নাবিক।
রবিবার চীনের পরিবহন মন্ত্রণালয় একথা জানিয়েছে।
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএন জানিয়েছে, চীনের পূর্ব উপকূল থেকে ২৯৬ কিলোমিটার দূরে হংকংয়ের কার্গো জাহাজটির সঙ্গে সংঘর্ষের পর পানামার পতাকাবাহী ওই ট্যাংকারে আগুন ধরে যায়।নিখোঁজ সবাই সানচি নামের ওই ট্যাংকারের নাবিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন