Recent post

Search

পবিত্র কোরান শরীফ বাংলা অর্থসহ


কুরআন মাজীদ অথবা কুরআ-ন মাজী-দ (আরবি: القرآن‎‎ আল্-কুর্'আন্
 ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যা আল্লাহর দৈববাণী বলে মুসলমানরা বিশ্বাস করে থাকেন।
এটি আরবী সাহিত্যের সর্বোৎকৃষ্ট কর্ম হিসেবে বিবেচিত হয়ে থাকে।
কুরআনকে প্রথমে অধ্যায়ে (আরবীতে সূরা) ভাগ করা হয় এবং অধ্যায়গুলো (সূরা) আয়াতে বিভক্ত করা হয়েছে।

মুসলমানদের বিশ্বাসমতে আল্লাহ ফেরেশতা জিব্রাইল এর মাধ্যমে ইসলামিক নবী হযরত মোহাম্মদ ﷺ কাছে মৌখিকভাবে কুরআনের আয়াতগুলো অবতীর্ণ করেন,
দীর্ঘ তেইশ বছর ধরে সম্পূর্ণ কুরআন অবতীর্ণ হয়।
কুরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় ৬০৯ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর যখন হযরত মোহাম্মদ ﷺ বয়স ৪০ বছর এবং অবতরণ শেষ হয়  ৬৩২ খ্রিস্টাব্দে।
মুসলমানরা বিশ্বাস করে থাকেন কুরআন হচ্ছে হযরত মোহাম্মদ ﷺ সবচেয়ে গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা যা তার নবুয়তের প্রমাণস্বরূপ এবং ঐশ্বরিক বার্তা প্রেরণের ধারাবাহিক প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায় যা হযরত  আদম আলাইহি ওয়াসাল্লাম  থেকে শুরু হয়ে হযরত মোহাম্মদ ﷺ মধ্য দিয়ে শেষ হয়।
তবে সুফিবাদের অনুসারীরা বিশ্বাস করে থাকেন হযরত মোহাম্মদ ﷺ সকল কর্মকান্ডে উম্মতের কাছে বোধগম্য করে তোলার জন্যই কুরআন অবতীর্ণ করা হয়।
কুরআনের আয়াতসমূহে কুরআন শব্দটি ৭০ বার এসেছে।

ইসলামী ইতিহাস অনুসারে দীর্ঘ তেইশ বছর ধরে খণ্ড খণ্ড অংশে এটি ইসলামের নবী হযরত মোহাম্মদ ﷺ  নিকট অবতীর্ণ হয়।
ইসলামের অনুসারীরা কুরআনকে একটি পুর্ণাঙ্গ জীবন বিধান বলে বিশ্বাস করে।
কুরআনে সর্বমোট ১১৪টি সূরা আছে। আয়াত বা পঙক্তি সংখ্যা হযরত আয়েশা (রা.) এঁর মতে ৬৬৬৬।
এটি মূল আরবি ভাষায় অবর্তীর্ণ হয়।
মুসলিম চিন্তাধারা অনুসারে কুরআন ধারাবাহিকভাবে অবর্তীর্ণ ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে সর্বশেষ এবং গ্রন্থ অবতরণের এই ধারা ইসলামের প্রথম বাণীবাহক আদম থেকে শুরু হয়।
কুরআনে অনেক ঐতিহাসিক ঘটনার উল্লেখ রয়েছে ।
তবে কুরআনে কোনও ঘটনার বিস্তারিত বর্ণনা নেই।
ইসলামী ভাষ্যমতে কুরআন অপরিবর্তনীয় এবং এ সম্পর্কে মুসলিমরা কুরআনের সূরা আল-হিজরের (১৫ নং সূরা), ৯ নং আয়াতের কথা উল্লেখ করে থাকে, এবং তা হল:

                 “আমি স্বয়ং এ উপদেশগ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক।”

কোন মন্তব্য নেই:

Popular Posts