Recent post

Search

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

আর দেখা হবে না


আর দেখা হবে না
💔💔💔💔💔💔💔💔

" আর দেখা হবে না "
এমন কথা আগে কখনো বলনি
হিরনবালা।

হসপিটাল রোড ধরে হাঁটতে গিয়ে
যে হাত ছাড়নি তুমি
পুবের জানালা সারাক্ষণ রেখেছ খোলা,
হিরনবালা-

আমার আসার প্রতিক্ষায় থেকে থেকে
দু'চোখ ঝুলিয়ে রেখেছিলে
বারান্দার ডেপটিজমের বাগানে।
আমাকে না পেয়ে তোমার
জন্মদিন ছিল অর্থহীন উৎসব।
হে হিরনবালা-

তোমার নির্মাণ শহরের মূল প্রাচীরে
লিখে রেখ ‌''এই ছেলেটির দুঃখ ছিল।"

(collected )

কোন মন্তব্য নেই:

Popular Posts