Recent post

Search

সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

অজানা পথের একলা পথিক

যে মানুষটা সর্বদা একলা থাকতে ভালবাসে,

 হয়তো সেই মানুষটার মাঝে কোন একটা কষ্ট লুকিয়ে আছে যা সে সবার কাছ থেকে আড়ালে রাখতে চায়। 
আকাশ দিকে তাকিয়ে রাত পার দেয়া মানুষটাকে উদাসী ভাবার কারন নেই।
হয়তো সে তারার ভিড়ে প্রিয় কোন মুখ খুজে ফেরে।
বিপরীত লিঙ্গের মানুষকে এড়িয়ে চলা মানুষটা ভাব ধরে এমন নয়, হয়তো কেউ বিশ্বাসটা এমন করে ভেঙ্গে দিয়েছে যে নতুন করে বিশ্বাস করতে ভয় লাগে।
সব সময় চুপ থাকা, আড্ডা এড়িয়ে চলা মানুষটা হয়তো কোন একসময় সবাইকে মাত করে রাখত। কেউ কিংবা কোন কারন হয়তো সারা জীবনের জন্য মানুষটাকে চুপ করিয়ে একলা করে দিয়েছে।
সব সময় হাসতে থাকা মানুষটা খুব ভাল আছে তা কিন্তু নয় হয়তো তার একটা রাতও কাটেনা যে রাতে তার চোখের জলে বালিশ ভেজে না।
 অনেক গুলো টাকা কোন অসহায়ের হাতে তুলে দেয়া মানুষটা হয়তো অনেক ধনী নয়। 
এটাই হয়তো তার শেষ টাকা ছিল, আগামীকালের আগে হয়তো আর খেতেই পারবেনা।
এমন অনেকেই আছে যারা উপরের সব বুকে নিয়ে স্বাভাবিক ভাবে বেঁচে থাকে আর হারিয়ে যাবার অপেক্ষায় থাকে, বিধাতা ছাড়া কার সাধ্য আছে ঐ মানুষ গুলোকে জানতে পারে। 
খুব ভাল অভিনেতা এই মানুষ গুলোকে মৃত্যুও কখনো হারাতে পারেনা।

কোন মন্তব্য নেই:

Popular Posts