শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩,০০০-এর বেশি, ভূমিকম্প থেকে সিঙ্গাপুর কতটা নিরাপদ

 

মিয়ানমারে শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩,০০০-এর বেশি

সিঙ্গাপুর: ২৮ মার্চ মিয়ানমারে শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সাগাইং অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কম্পন ভিয়েতনামের হ্যানয় পর্যন্ত অনুভূত হয়েছে, যা উপকেন্দ্র থেকে ২,০০০ কিলোমিটারেরও বেশি দূরে। এছাড়া, ব্যাংককেও তীব্র কম্পন অনুভূত হয়, যেখানে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে এবং কয়েকজন নিহত হন।

এটি কীভাবে ঘটল এবং ভূমিকম্প থেকে সিঙ্গাপুর কতটা নিরাপদ – এসব বিষয়ে বিশ্লেষণ করেছে সিম্পলি সায়েন্স

মিয়ানমারে ১,৪০০ কিলোমিটার দীর্ঘ সাগাইং ফল্ট লাইনে এই ভূমিকম্প হয়। এটি একটি প্রধান ফল্ট বা ভূ-পৃষ্ঠের ফাটল, যা দেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত।

এশিয়ান স্কুল অব দ্য এনভায়রনমেন্ট, এনটিইউ-এর অ্যাসোসিয়েট প্রফেসর ওয়েই শেংজি বলেন, “ভূমিকম্পের মাত্রা এত বড় ছিল যে এটি শক্তিশালী সিসমিক তরঙ্গ তৈরি করে, যা দূরদূরান্তে ছড়িয়ে পড়ে।” ব্যাংককের চাও প্রায়া বেসিনের নরম মাটি এই কম্পনকে আরও তীব্র করে তোলে।

প্রত্যেক ভবনের একটি প্রাকৃতিক কম্পন ফ্রিকোয়েন্সি থাকে, যা ভবনের উচ্চতা, নির্মাণ উপাদান এবং নকশার উপর নির্ভর করে। এই ফ্রিকোয়েন্সি যদি ভূমিকম্পের তরঙ্গের সঙ্গে মিলে যায়, তাহলে ভবনে কম্পন আরও বেশি অনুভূত হয়।

এনটিইউ-এর সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর আইভান আউ বলেন, “রুফটপ পুল থেকে পানি ছিটকে পড়ার ঘটনা ভবনের অতিরিক্ত কম্পন ও চাপ সৃষ্টি করতে পারে। যদি এগুলো ভবনের নকশায় বিবেচনা না করা হয়, তবে তা ভবনের ক্ষতির কারণ হতে পারে।”

অনেকে মন্তব্য করেছেন যে, ভবনের রুফটপ পুল ভূমিকম্পের সময় কম্পন শোষণে সাহায্য করতে পারে, তবে প্রফেসর আউ জানান, unless এটি বিশেষভাবে স্লোশিং ড্যাম্পার হিসেবে ডিজাইন করা হয়, এই উপকারিতা সীমিত হতে পারে।

স্লোশিং ড্যাম্পার বা টিউনড লিকুইড ড্যাম্পার হলো বিশেষ ধরনের যন্ত্র, যা ভবনের কম্পন শক্তি শোষণ করে এবং নষ্ট করে দেয়। এগুলো সাধারণত ভবনের কম্পনের ফ্রিকোয়েন্সির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়।

ভবনকে ভূমিকম্প প্রতিরোধে উপযোগী করে তুলতে হলে, শুধুমাত্র উল্লম্ব লোড নয়, অনুভূমিক কম্পনের চাপও বিবেচনা করে নির্মাণ করতে হয়। এর জন্য কলাম, বিম, ও জয়েন্টগুলোকে আরও শক্তিশালী করতে হয় এবং যথেষ্ট নমনীয়তা (ductility) থাকতে হয় যেন অতিরিক্ত কম্পনের পরও ভবন অক্ষত থাকে।

উদাহরণ হিসেবে, তাইওয়ানের ১০১ তলা ‘তাইপেই ১০১’ ভবনে ৬৬০ টন ওজনের একটি স্টিলের পেন্ডুলাম ব্যবহার করা হয়েছে, যা ভূমিকম্প ও প্রবল বাতাসের সময় ভবনের দোলন নিয়ন্ত্রণ করে।

ভবনের নিচে থাকা মাটিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি মাটি নরম হয়, তাহলে সেটি ভূমিকম্পের তরঙ্গকে আরও বাড়িয়ে তোলে। এমনকি কখনো কখনো মাটি শক্তি হারিয়ে তরল হয়ে যেতে পারে – যাকে বলা হয় ‘soil liquefaction’, যা ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।

প্রফেসর ওয়েই জানান, সিঙ্গাপুরে বড় ভূমিকম্পের আশঙ্কা কম হলেও পর্যাপ্ত ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্যের অভাবে স্থানীয় ভূমিকম্প ঝুঁকি সঠিকভাবে নিরূপণ করা কঠিন। কারণ, কম সক্রিয় অঞ্চলে বড় ভূমিকম্প কয়েক হাজার বা দশ হাজার বছর পরপর ঘটতে পারে।

তিনি আরও বলেন, “ব্যাংককে যেহেতু এমন ঘটনা ঘটেছে, সিঙ্গাপুরের ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রও বিস্তৃত হওয়া উচিত।” তিনি উল্লেখ করেন, মাত্র ৪০০ কিলোমিটার দূরে থাকা সুমাত্রার ১,৯০০ কিলোমিটার দীর্ঘ ফল্ট লাইন সিঙ্গাপুরের জন্যও উদ্বেগের কারণ হতে পারে।

তবে প্রফেসর আউ জানান, সিঙ্গাপুরের ভবনগুলোতে কিছুটা হলেও ভূমিকম্প প্রতিরোধের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। সিঙ্গাপুরের নিজস্ব “ন্যাশনাল অ্যানেক্স” আছে, যা ইউরোপীয় বিল্ডিং ডিজাইন কোড ‘Eurocode’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং এতে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধের নীতিমালা উল্লেখ আছে।

Simply Science সিরিজটি দৈনন্দিন জীবনের বিজ্ঞানের দিকগুলো ব্যাখ্যা করে।

সংগৃহীত ও অনুবাদ: জাখি আবদুল্লাহ, দ্য স্ট্রেইটস টাইমস – তিনি স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক সংবাদ কভার করে থাকেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

শরীরে হঠাৎ মৃত্যু কেন ঘটে? Suddenly death
এপ্রিল ৯-১০: বিশ্ব মঞ্চে বাংলাদেশের নবযাত্রা। প্রফেসর ইউনুস | Bangladesh Economic Boom-April Event Unites 50 Countries Investors
Eight Mobile's Double Eight Plan: Unbeatable Value for Just $8!
সিঙ্গাপুরের আকাশে ধোঁয়াশার ছোঁয়া, বাতাসের গুণমান মধ্যম মাত্রায়
Eid Mubarak 31-3-2025 Singapore
ফিলিস্তিন রাষ্ট্র গুগল ম্যাপে কেন নেই? জানুন প্রকৃত কারণ
সিঙ্গাপুরে লরিতে শ্রমিক পরিবহন নিষিদ্ধের দাবি
সেলমন মাছের জীবন চক্র
গাজায় ইসরায়েলি হামলার ক্রুরতা অব্যাহত: আল-আকসা হাসপাতালের নিকটে আরেকটি হামলার আঘাত
পণ্য বয়কট অভিযানে কার লাভ আর কার ক্ষতি – সাম্প্রতিক ইসরায়েলি পণ্য বয়কট ঘিরে বিশ্লেষণ
পেট কমানোর উপায়
মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্ক
যৌনতা, ইসলাম ও বিজ্ঞান: স্ত্রীর যৌনি চোষা কি বৈধ ও নিরাপদ
NFC Door Locks: How Mobile Phones Are Revolutionizing Home & Office Security
সিঙ্গাপুরে ব্যাপক প্রতারণা বিরোধী অভিযানে ২৫ জন গ্রেপ্তার, ৬৫ জন তদন্তের আওতায়
রমজান মাসে কর্মস্থলে কাজ করা এবং সুস্থভাবে রোজা পালন করার পরামর্শ
Samsung Galaxy S25 Ultra: The Ultimate Flagship Smartphone
প্রবাসী প্যাক – প্রিপেইড সিম ব্যবহারকারীদের জন্য
সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
Singapore Zakat Fitrah Rates for Ramadan 1446H/2025 Announced by MUIS
মুখ বদলালেও চাঁদাবাজি থামেনি পরিবহনে, ঢাকাতেই দিনে আদায় দুই কোটির বেশি
সিঙ্গাপুরে সিম লিম স্কয়ারে অবৈধ স্ট্রিমিং ডিভাইস বিক্রির দায়ে দোকান মালিক দোষী সাব্যস্ত
ধর্ষণের তদন্ত ১৫ দিনে ও বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে
সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটধারীদের জন্য নতুন নিয়ম: চাকরির মেয়াদ সীমা বাতিল, সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর
শিশুদের কী খাওয়ালে সহজে সর্দি-জ্বর হবে না?
কাঁচা পেঁয়াজ ও রসুন খাওয়ার উপকারিতা - জানুন কিভাবে খেলে কী উপকার পাবেন
বসে থাকলেই কোমরে ব্যথা হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে
Effective Toolbox Talk: 6 Key Steps for Workplace Safety
আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত
Toolbox talk topic relevant to the Singapore construction sector:
টনসিল কেন হয়? চিকিৎসা ও প্রতিকার
বিদেশ থেকে বাংলাদেশে বিকাশ একাউন্টে টাকা পাঠানোর সহজ উপায় | ৭ টাকা/হাজারে এটিএম থেকে এবং সরকারি ও ব্যাংক প্রণোদনা।
Workplace Safety and Health (WSH) Rules for Working with Machines in Singapore
বাংলাদেশে নারী নিপীড়ন ও হয়রানির শাস্তি: কী বলছে আইন?
নারী নির্যাতন প্রতিরোধে ২৪ ঘণ্টার হটলাইন চালু করলো পুলিশ
উপরের পেটের ব্যথা: কারণ, প্রতিকার ও কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত
some common interview questions and answers for a Safety Coordinator position in Singapore
সিঙ্গাপুর কাস্টমসের কঠোর নজরদারি: অপরাধীদের জন্য কঠোর শাস্তি
চোখের চশমার পাওয়ার কখন পরিবর্তন করতে হবে? বা কখন নতুন চশমা নেবেন?
ট্রাম্পের নতুন অভিবাসন নীতি: এশিয়ার আরও দুই দেশের নাগরিকদের ওপর বিধিনিষেধ
ভায়াগ্রার ইতিহাস: একটি দুর্ঘটনা থেকে বিপ্লব , ভায়াগ্রা মূলত পুরুষের লিঙ্গে রক্তপ্রবাহ বাড়িয়ে তাকে দৃঢ় করে।
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার উপায়
Best Fragrances to Attract Women: Scents That Draw Her Closer
সিঙ্গাপুর বুন-লে বাস ইন্টারচেঞ্জে যাত্রীর হামলায় বাসচালক হাসপাতালে
How to add page post with photo and title in blogspot
সিঙ্গাপুরে জেব্রা ক্রসিং লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
Singapore Standard Traffic management plan for Forklift operation
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দিবে অস্ট্রেলিয়া
পরিচিতদের দ্বারাই শিশুরা বেশি নিপীড়নের শিকার
সিঙ্গাপুরের রোড সেইফটি: একটি উন্নত ব্যবস্থার মডেল
সিঙ্গাপুরে ভবন থেকে ২৭ মিটার লম্বা স্থাপত্য কাঠামো পড়ে, অল্পের জন্য রক্ষা পেলেন কর্মী
HONOR Magic7 Pro 5G – Full Specifications and Features
How to show blogspot post randomly in your gadget or website
সালমান খান এর "সিকান্দার" ব্লকবাস্টার ঈদ ২০২৫ মুক্তির জন্য প্রস্তুত: এখন পর্যন্ত যা জানা গেছে
মোবাইল অতিরিক্ত স্ক্রলিং আমাদের মানসিক প্রশান্তি নষ্ট করতে পারে এবং কীভাবে এড়ানো যায়?
Thedaily71 Whatsapp Group
Construction Sector: Common English Words and Their Bangla Translations
সিঙ্গাপুরে অভিবাসন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে চীনা নাগরিকের তিন সপ্তাহের কারাদণ্ড
জাতিসংঘ মহাসচিবের সন্তুষ্টি: বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম
মুখে দুর্গন্ধ এবং অতিরিক্ত লালা পড়া: কারণ, প্রতিকার ও চিকিৎসা
Complete Guide to Submitting an iReport for an Accident in Singapore
Workplace Literacy and Numeracy (WPLN) কিভাবে করবেন
Understanding the New Demerit Point System for Construction and Manufacturing Sectors
জিংক (Zinc) এর উপকারিতা, ঘাটতির লক্ষণ, উৎস ও পার্শ্বপ্রতিক্রিয়া
কখন বুঝবেন আপনাকে কৃমির ওষুধ খেতে হবে?
পুরুষ ও মেয়েদের জন্য পাকা তেঁতুলের উপকারিতা ও অপকারিতা নিয়ে বিশদ আলোচনা করা হলো
সিঙ্গাপুরের বুন লেয়ে ফ্ল্যাটে তরুণের মৃতদেহ উদ্ধার, ৫৮ বছর বয়সী ব্যক্তি আটক
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৬০০
মাগুরায় নির্যাতনের শিকার শিশুর মৃত্যু: দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ