সিঙ্গাপুরে জেব্রা ক্রসিং লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

 

সিঙ্গাপুরে জেব্রা ক্রসিং লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সিঙ্গাপুরের ট্রাফিক পুলিশ (TP) ২৪ জন পথচারীকে লাল বাতি উপেক্ষা করে রাস্তা পার হওয়ার দায়ে সমন ইস্যু করেছে। এই ব্যক্তিদের বয়স ২০ থেকে ৭০ বছরের মধ্যে এবং ১৭ থেকে ২১ মার্চ পর্যন্ত সারা দ্বীপ জুড়ে এই অভিযান পরিচালিত হয়।

২৮ মার্চ এক প্রশ্নের জবাবে TP জানিয়েছে যে, জেব্রা ক্রসিং উপেক্ষার ফলে পথচারীদের সাথে দুর্ঘটনার সংখ্যা ২০২৩ সালের ২৮৮টি থেকে ২০২৪ সালে ৩৫৩টিতে বৃদ্ধি পেয়েছে, যা ২৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

২৪ মার্চ ‘Use Your RoadSense’ ফেসবুক পেজে TP-এর অভিযানের কিছু ছবি শেয়ার করা হয়। TP জানিয়েছে যে, পথচারীদের অসতর্ক আচরণের ফলে চালকদের হঠাৎ ব্রেক করতে বা তৎক্ষণাৎ দিক পরিবর্তন করতে হতে পারে, যা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে।

পথচারীরা যদি লাল বাতির সংকেত উপেক্ষা করে রাস্তা পার হয়, তবে তাদের ৫০ ডলার জরিমানা করা হবে।

২০২৪ সালে সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। TP-এর ফেব্রুয়ারি প্রতিবেদনে প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৪ সালে মোট ১৪২ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, যা ২০২৩ সালের ১৩৬ জনের তুলনায় বেশি। এছাড়া, ২০২৪ সালে আহতের সংখ্যা বেড়ে ৯,৩০২ হয়েছে, যা ২০২৩ সালের ৮,৯৪১ জনের তুলনায় বেশি।

কর্তৃপক্ষ সকল পথচারী এবং চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Loading posts...