DMCH Job Circular 2025 – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 



🏢 প্রতিষ্ঠান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
ওয়েবসাইট: www.dmch.gov.bd


📌 আবেদন পদ্ধতি

শুধুমাত্র অনলাইনে করতে হবে:
👉 http://dmch.teletalk.com.bd
(অনলাইনের বাইরে কোন আবেদন গ্রহণযোগ্য নয়)


📅 আবেদনের সময়সীমা

👉 বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সময় উল্লেখ না থাকলেও সাধারণত ১৫-২০ দিন সময় দেওয়া হয়।
নির্দিষ্ট সময় জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।


📋 নিয়োগকৃত পদের তালিকা যোগ্যতা (সংক্ষেপে):

ক্রমিকপদবীগ্রেডবেতন স্কেলবয়সসীমাশিক্ষাগত যোগ্যতা
ফিজিওথেরাপিস্ট১২১১,৩০০-২৭,৩০০১৮-৩২ডিপ্লোমা/এইচএসসি + বছর অভিজ্ঞতা
কম্পিউটার অপারেটর১৩১১,০০০-২৬,৫৯০১৮-৩২বিজ্ঞান বিভাগে স্নাতক + টাইপিং গতি
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক১৬৯,৩০০-২২,৪৯০১৮-৩২ (বিভাগীয়দের ক্ষেত্রে ৪০)এইচএসসি + টাইপিং কম্পিউটার দক্ষতা
ওয়ার্ড মাস্টার১৬৯,৩০০-২২,৪৯০১৮-৩২এইচএসসি
ক্যাশিয়ার১৬৯,৩০০-২২,৪৯০১৮-৩২এইচএসসি + কম্পিউটার জ্ঞান
টেলিফোন অপারেটর১৬৯,৩০০-২২,৪৯০১৮-৩২এইচএসসি
পরিসংখ্যানবিদ১৪১০,২০০-২৪,৬৮০১৮-৩২স্নাতক (পরিসংখ্যান/গণিত/অর্থনীতি)
গাড়িচালক১৫৯,৭০০-২৩,৪৯০১৮-৩২JSC + ভারী লাইসেন্স
স্টোর কিপার১৬৯,৩০০-২২,৪৯০১৮-৩২এইচএসসি
১০লিনেন কিপার১৬৯,৩০০-২২,৪৯০১৮-৩২এইচএসসি
১১ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার১৬৯,৩০০-২২,৪৯০১৮-৩২এসএসসি
১২ইলেকট্রিশিয়ান১৬৯,৩০০-২২,৪৯০১৮-৩২এইচএসসি (ভোকেশনাল)
১৩কার্পেন্টার১৮৮,৮০০-২১,৩১০১৮-৩২এসএসসি + বাস্তব অভিজ্ঞতা
১৪টেইলর১৮৮,৮০০-২১,৩১০১৮-৩২এসএসসি + বাস্তব অভিজ্ঞতা
১৫অফিস সহায়ক২০৮,২০০-২০,০১০১৮-৩২এসএসসি

📎 মৌখিক পরীক্ষায় আনতে হবে যেসব কাগজপত্র:

  • শিক্ষাগত যোগ্যতার সনদ

  • জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ

  • অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

  • নাগরিকত্ব, চারিত্রিক সনদ

  • প্রযোজ্য ক্ষেত্রে কোটা সংক্রান্ত সনদ

  • টেলিটক থেকে ডাউনলোড করা Admit Card

  • সকল কাগজের সেট সত্যায়িত কপি


⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।

  • বয়স গণনার তারিখ: ০১ মে ২০২৫

  • বিভাগীয় প্রার্থীদের জন্য নির্ধারিত ছাড় রয়েছে।

  • কোনো আবেদনপত্র অসম্পূর্ণ হলে বাতিল বলে গণ্য হবে।

  • পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

  • লিখিত/ব্যবহারিক/মৌখিক – তিন ধাপে পরীক্ষা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটধারীদের জন্য নতুন নিয়ম: চাকরির মেয়াদ সীমা বাতিল, সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস
সিঙ্গাপুরে ট্রেইনিং রেকর্ড এবং সার্টিফিকেট চেক করার বিস্তারিত গাইড
some common interview questions and answers for a Safety Coordinator position in Singapore
Bangla date add in your website HTML tips.
সিঙ্গাপুরে নতুন আইন: ১ জুলাই ২০২৫ থেকে ফুটপাথে বাইসাইকেল ও PMD চালানো নিষিদ্ধ, লঙ্ঘনে জরিমানা ও জেল
Safe work procedure for ferrying workers by lorry in singapore
ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের আল্টিমেটাম
প্রবাসী শ্রমিকদের জন্য জরুরি তথ্য: SATA PCP-র আওতায় চিকিৎসা সেবা গ্রহণে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন
Understanding the New Demerit Point System for Construction and Manufacturing Sectors
Loading posts...