চোয়া চু কাং-এ হেরোইনসহ গ্রেপ্তার | সিঙ্গাপুর মাদকবিরোধী অভিযান ২০২৫




সিঙ্গাপুর, ১৪ এপ্রিল – সিঙ্গাপুরের চোয়া চু কাং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কেন্দ্রীয় মাদকদ্রব্য ব্যুরো (CNB) ৫০ বছর বয়সী এক পুরুষ এবং ৫৪ বছর বয়সী এক নারীকে আটক করেছে। ৮ এপ্রিল সকালে চালানো এই অভিযানে প্রায় ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। CNB জানায়, তাদের কর্মকর্তারা জোরপূর্বক ইউনিটে প্রবেশ করতে বাধ্য হন।


সিঙ্গাপুরের মাদক আইনে ১৫ গ্রাম বা তার বেশি পরিমাণ বিশুদ্ধ হেরোইন (ডায়ামরফিন) বহনের জন্য দোষী সাব্যস্ত হলে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।


এই অভিযান ছিল ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত পরিচালিত এক দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ, যেখানে মোট ১০৭ জন সন্দেহভাজন মাদক অপরাধীকে গ্রেপ্তার করা হয়। অভিযানের আওতায় আং মো কিও, বালেস্টিয়ার, বেদোক, পুঙ্গগলসহ বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল।


সিএনবি জানায়, অভিযানে মোট ১৩৩ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ), ৭৮ গ্রাম গাঁজা, ৬৯ গ্রাম হেরোইন, ০.৪ গ্রাম কেটামিন এবং ১৬টি এক্সট্যাসি ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য অনুমান করা হয়েছে প্রায় ২৫,৪০০ সিঙ্গাপুর ডলার।


এছাড়াও, ৯ এপ্রিল মার্সিলিং রোড এলাকার একটি ইউনিট থেকে চারজন সিঙ্গাপুরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ছিলেন একজন ১৫ বছর বয়সী কিশোর, তার মা এবং সৎপিতা। তদন্তে জানা গেছে, ওই কিশোর তার সৎপিতার কাছ থেকেই মাদক সংগ্রহ করতেন। বাসায় মাদক সেবনের সরঞ্জাম এবং সামান্য পরিমাণ আইস উদ্ধার করা হয়। প্রাথমিক ইউরিন টেস্টে মা, কিশোর এবং সৎপিতা—তিনজনই মাদক সেবনের প্রমাণ মিলেছে।


সিএনবি জানিয়েছে, তারা সিঙ্গাপুরকে মাদকমুক্ত রাখতে সব সময় তৎপর এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটধারীদের জন্য নতুন নিয়ম: চাকরির মেয়াদ সীমা বাতিল, সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস
সিঙ্গাপুরে ট্রেইনিং রেকর্ড এবং সার্টিফিকেট চেক করার বিস্তারিত গাইড
some common interview questions and answers for a Safety Coordinator position in Singapore
Bangla date add in your website HTML tips.
সিঙ্গাপুরে নতুন আইন: ১ জুলাই ২০২৫ থেকে ফুটপাথে বাইসাইকেল ও PMD চালানো নিষিদ্ধ, লঙ্ঘনে জরিমানা ও জেল
Safe work procedure for ferrying workers by lorry in singapore
ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের আল্টিমেটাম
Understanding the New Demerit Point System for Construction and Manufacturing Sectors
প্রবাসী শ্রমিকদের জন্য জরুরি তথ্য: SATA PCP-র আওতায় চিকিৎসা সেবা গ্রহণে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন
Loading posts...