Toa Payoh HDB ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, সাতজন হাসপাতালে ভর্তি


সিঙ্গাপুর, ২৯ জুলাই ২০২৫ (মঙ্গলবার):
আজ দুপুরে সিঙ্গাপুরের টোৱা পায়ো এলাকায় একটি HDB ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন দমকলকর্মী ও এক শিশুসহ সাতজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে টোৱা পায়ো লোরং ৮-এর ব্লক ২২৯-এর ১০তলা ইউনিটে। বিকট ধোঁয়া ও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের ১১তলা ইউনিটেও পৌঁছে যায়।

Singapore Civil Defence Force (SCDF) জানিয়েছে, তারা বেলা ১টা ১০ মিনিটে এই ঘটনার খবর পায় এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে ১০তলার ইউনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এরপর ১১তলার আগুনও সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।

SCDF জানায়, প্রথমে তিনজনকে ধোঁয়ায় দম বন্ধ হওয়া ও পুড়ে যাওয়ার উপসর্গ নিয়ে Singapore General Hospital (SGH)-এ পাঠানো হয়। পরে এই সংখ্যা বেড়ে সাতজন হয়। আহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন যিনি অবচেতন নন তবে ধোঁয়ায় শ্বাসকষ্ট ও ক্লান্তি অনুভব করায় তাকে SGH-এ পাঠানো হয়।

একটি শিশুকে KK Women’s and Children’s Hospital-এ ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইউনিটে একটি পরিবার বাস করতেন, যাদের মধ্যে বাবা-মা, তিন সন্তান, একজন গৃহকর্মী এবং একটি পোষা কুকুরও ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা “রাবারের মত পোড়া গন্ধ” পান এবং একজন মহিলা ১০তলা থেকে নেমে এসে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। সন্দেহ করা হচ্ছে আগুনের সূত্রপাত সম্ভবত রান্নাঘরের কাপড় শুকানোর মেশিন থেকে হয়েছে, তবে SCDF এখনো আনুষ্ঠানিকভাবে কারণ নিশ্চিত করেনি।

বিষয়টি তদন্তাধীন, এবং দমকল বিভাগ বলেছে তারা পুরো ঘটনাটি পরীক্ষা করে দেখছে।

বেশ কিছু ইউনিটের বাসিন্দারা এখনও বাড়িতে ফিরতে পারেননি, বিশেষ করে যারা ৯ থেকে ১৩ তলায় থাকেন। HDB এবং স্থানীয় গ্রাসরুট নেতারা ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করছেন।

স্থানীয় এমপি সাকতিয়ান্দি সাপাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, "আমি আশাবাদী আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দমকলকর্মীদের নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন।"


📌 সতর্কতা বার্তা:
বাসায় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের সময় সতর্ক থাকুন, এবং যেকোন অস্বাভাবিক গন্ধ বা ধোঁয়া দেখলে দ্রুত ৯৯৫ নম্বরে কল করে দমকল বিভাগকে জানান।


এই প্রতিবেদনটি সম্পূর্ণভাবে যাচাইযোগ্য উৎসের উপর ভিত্তি করে লেখা হয়েছে এবং সংবাদমাধ্যমের তথ্য অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটধারীদের জন্য নতুন নিয়ম: চাকরির মেয়াদ সীমা বাতিল, সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস
সিঙ্গাপুরে ট্রেইনিং রেকর্ড এবং সার্টিফিকেট চেক করার বিস্তারিত গাইড
some common interview questions and answers for a Safety Coordinator position in Singapore
Bangla date add in your website HTML tips.
সিঙ্গাপুরে নতুন আইন: ১ জুলাই ২০২৫ থেকে ফুটপাথে বাইসাইকেল ও PMD চালানো নিষিদ্ধ, লঙ্ঘনে জরিমানা ও জেল
Safe work procedure for ferrying workers by lorry in singapore
ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের আল্টিমেটাম
প্রবাসী শ্রমিকদের জন্য জরুরি তথ্য: SATA PCP-র আওতায় চিকিৎসা সেবা গ্রহণে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন
Understanding the New Demerit Point System for Construction and Manufacturing Sectors
Loading posts...