সিঙ্গাপুর বুন-লে বাস ইন্টারচেঞ্জে যাত্রীর হামলায় বাসচালক হাসপাতালে



বুন লে বাস ইন্টারচেঞ্জে যাত্রীর হামলায় বাসচালক হাসপাতালে

সিঙ্গাপুর, ২৮ মার্চ: বুন লে বাস ইন্টারচেঞ্জে এক যাত্রীর হামলায় এক বাসচালককে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ৩০ বছর বয়সী এক ব্যক্তি স্বেচ্ছায় আঘাত করার অপরাধে তদন্তের আওতায় রয়েছেন।

বাস পরিচালনাকারী সংস্থা এসএমআরটি দ্য স্ট্রেইটস টাইমসকে জানিয়েছে, বাসযাত্রার সময় এক যাত্রীর সঙ্গে চালকের ভুল বোঝাবুঝি থেকে বিতর্কের সূত্রপাত হয়। বাস থেকে নামার পর ওই যাত্রী বাসচালকের প্রতি অশোভন ভাষা প্রয়োগ করেন, যার ফলে চালক বাস অপারেশন কন্ট্রোল সেন্টার (BOCC) -কে অবহিত করেন।

পরবর্তীতে, BOCC পুলিশকে সহায়তার জন্য ডাকে। তবে পুলিশের পৌঁছানোর আগেই বাসচালক যাত্রীটিকে স্থানে আটকে রাখার চেষ্টা করেন, তখনই যাত্রী চালককে শারীরিকভাবে আঘাত করেন।

সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (SCDF) জানিয়েছে, সকাল ৭.৪৫ মিনিটের দিকে তারা সহায়তার জন্য একটি কল পায়। আহত ৩১ বছর বয়সী বাসচালককে সচেতন অবস্থায় নগ টেং ফং জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এই ঘটনার একটি ভিডিও ক্লিপ চীনা ভাষার সংবাদপত্র শিন মিন ডেইলি নিউজের কাছে শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যায়, এসএমআরটি কর্মীরা এক ব্যক্তিকে থামানোর চেষ্টা করছেন এবং তিনি ঘটনাটির ব্যাখ্যা দিচ্ছেন।

পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Loading posts...