Recent post

শুক্রবার, ৫ মে, ২০১৭

কতটা সুস্থ নিজেই দেখে নিন



কাজের চাপ বেড়েছে।
খাবার বা ঘুমে কি অনিয়ম চলছে? 
তাহলে আপনার চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।
 তার আগে একটা কুইজে অংশ নিয়ে নিজেই দেখে নিন আপনি কতটা সুস্থ।

১. আপনি ধূমপান করেন?
ক. প্রতিদিন (-১০)
খ. মাঝেমধ্যে (-৭)
গ. খুব কম (-২)
ঘ. কখনো না (৩)

২. কখন কি অ্যালকোহলে আসক্ত?
ক. প্রতিদিন (-১০)
খ. মাঝেমধ্যে (-৭)
গ. খুব কম (-২)
ঘ. কখনো না (৩)

৩. আপনি কতটা চিনি খান?

ক. অনেক (-১০)
খ. অল্প অল্প (-৩)
গ. খাই না (৩)

৪. আপনি কতবার প্রক্রিয়াজাত করা মাংস খান?
ক. প্রতিদিন (-৭)
খ. সপ্তাহে দুই-তিনবার (-৫)
গ. সপ্তাহে একবার (০)
ঘ. খাই না (৩)

৫. আপনি কতটা সবজি খান? (কাঁচা, রান্না বা আধসেদ্ধ)
ক. প্রতিদিন তিনবার (৩)
খ. দিনে দুবার (২)
গ. দিনে একবার (১)
ঘ. খুবই কম (০)

৬. আপনি দিনে আট ঘণ্টা ঘুমান?
ক. প্রতিদিন (৩)
খ. মাঝেমধ্যে (২)
গ. খুবই কম (১)
ঘ. একদমই না (০)

৭. আপনি শরীরে শক্তি পান?
ক. প্রতিদিন (৩)
খ. কখনো কখনো (২)
গ. কম পাই (১)
ঘ. পাই না (০)

৮. আপনি কতটা সময় না খেয়ে থাকেন?
ক. সপ্তাহে একবার (৩)
খ. মাসে একবার (২)
গ. কখনো না (০)

৯. দিনে কতটা তাজা ফলমূল খান?
ক. ৩-৪টা (৩)
খ. ২-৩টা (২)
গ. ১-২টা (১)
ঘ. একটাও না (০)

১০. প্যাকেটজাত করা খাবার দিয়ে নাশতা করেন?

ক. প্রতিদিন (-৫)
খ. সাপ্তাহিক ছুটির দিন (-২)
গ. যখন আপনার কাজে দেরি হয় (-১)
ঘ. কখনো না (৩)

১১. আপনার শারীরিক ব্যায়ামের ধরন কেমন?
ক. প্রতিদিন (৩)
খ. মাঝেমধ্যে (২)
গ. ছুটির দিনে (১)
ঘ. করি না (০)

১২. মেডিটেশন করেন?
ক. প্রতিদিন (৩)
খ. এক দিন পর এক দিন (২)
গ. সপ্তাহে একবার (১)
ঘ. কখনো না (০)

১৩. সূর্যের আলো থাকতে বাইরে যান কতটা?
ক. প্রায়ই (৩)
খ. মাঝেমধ্যে (২)
গ. যাই না (০)

১৪. আপনি সালাদ খান?
ক. প্রতিবেলা (৩)
খ. দিনে একবেলা (২)
গ. শুধু ভারী খাবার খেলে তখন (১)
ঘ. না (০)

১৫. আপনি ঠিকভাবে দৈনিক রুটিন মেনে চলেন?
ক. প্রতিদিন (৩)
খ. জোরালোভাবে হয় না, তবে চেষ্টা করি (১)
গ. না (০)

১৬. আপনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন?

ক. হ্যাঁ (৩)
খ. না (-৩)

এবার আপনার দেওয়া উত্তরগুলোর পাশে থাকা নম্বর যোগ করুন। 
তারপর বুঝে নিন আপনার শরীরের বর্তমান অবস্থা।

আপনার নম্বর যদি ০ থেকে ১০ পর্যন্ত হয়: 
আপনি অসুস্থ ও দুর্বল। 
আপনার বেশি করে সবুজ শাকসবজি খাওয়া দরকার। 
শারীরিক পরিশ্রম বা শরীরচর্চায় মন দিন। 
ঠিকমতো ঘুমাতে চেষ্টা করুন। 
আপনি যত দ্রুত সম্ভব ধূমপান ও অ্যালকোহল গ্রহণ কমিয়ে দিন।

নম্বর যদি কমপক্ষে ১১ থেকে ১৯ হয়:
 আপনি সুস্থ, তবে আপনাকে ভালো থাকতে জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনতে হবে।

আপনার নম্বর যদি ২০ থেকে ৪৮ হয়: 
অভিনন্দন।
 আপনি শারীরিকভাবে সুস্থ। চালিয়ে যান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কোন মন্তব্য নেই:

Popular Posts