Recent post

Search

বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

প্রুফ রিডিং কাজ করে আয় করা সম্ভব


পণ্য : প্রুফ রিডিং

সম্ভাব্য লাভ:

মাসে ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। অনেক সময় প্রজেক্ট অনুযায়ী চুক্তিভিত্তিক পারিশ্রমিক নির্ধারিত হয়।


সুবিধা:

একজন প্রুফ রিডার একটি নির্ভুল বই বের করতে সহায়তা করেন। হাতে লেখা বই হোক আর কম্পোজ করাই হোক, প্রায়শই লেখাতে ভুল থাকে। 
এই ভুলগুলো শুধরানোর কাজ করেন যিনি, তিনিই হলেন প্রুফ রিডার। 
এ জন্য বিশেষ কোনো খরচ নেই। নিজের বাড়িতে বসেই এ কাজ করা যায়।
 তবে অনেকেই অফিস খুলে বসেন। অফিস ভাড়া এবং ডেকোরেশন ছাড়া তেমন কোনো খরচ নেই।

বাজারজাতকরণ:

গবেষণাধর্মী প্রতিষ্ঠান, ছোট-বড় প্রকাশনী সংস্থা, শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষামূলক কাজে প্রুফ রিডিং দরকার হয়। তাই এরাই এর ভোক্তা।।


যোগ্যতা:

অবশ্যই যে ভাষায় লেখা প্রুফ করতে হবে সে সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। 
সবচেয়ে বেশি বানান-সম্পর্কিত জ্ঞানের ওপর জোর দিতে হবে।
 ব্যাকরণ বিষয়ে ধারণা থাকলে আনুষঙ্গিক ভুলও সংশোধনে সাহায্য করতে পারা যায়।

কোন মন্তব্য নেই:

Popular Posts