Recent post

Search

বুধবার, ২৯ মার্চ, ২০১৭

চিন্তার শক্তি


বিল কোচেভার নামের এক মার্কিন নাগরিক আট বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত। 
তাঁর শুধু মাথা সচল আছে, ঘাড় থেকে নিচের অংশে কোনো সাড়া নেই। তবে সম্প্রতি তিনি নিজের চিন্তার মাধ্যমে হাত নাড়াতে পেরেছেন। 
এই কাজটি করা হয়েছে ব্রেইন-কম্পিউটার ইন্টারফেসের মাধ্যমে।
কাজটি করার আগে বিল কোচেভারকে দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে।
 তাঁর প্রশিক্ষণ প্রক্রিয়া অনেকটা এমন—

* মস্তিষ্কের সংকেত সংগ্রহের জন্য কোচেভারের মোটর কর্টেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে ইলেকট্রোড স্থাপন করা হয়

* তাঁর বাহুর নড়াচড়া কেমন হবে তা তিনি কল্পনা করেন

* কোচেভারের স্নায়বিক সংকেত ডিকোড করে একটি কম্পিউটার

* এরপর কোচেভার কম্পিউটারের পর্দায় চিন্তাশক্তির মাধ্যমে ভার্চ্যুয়াল বাহু নড়াচড়ার অনুশীলন করেন

মস্তিষ্ক ও হাতের মধ্যে সংযোগ স্থাপন
১ মস্তিষ্ক থেকে সংকেত গ্রহণ করে পাঠিয়ে দেয় ব্রেইন কম্পিউটার ইন্টারফেস

২ ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন অংশে মস্তিষ্কের সংকেত প্রক্রিয়াজাত করে পাঠানো হয় হাতে

৩ হাতে যুক্ত পেশি-সংবেদী ইলেকট্রোড নড়াচড়া করতে সাহায্য করে

সূত্র: এএফপি ও কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি

কোন মন্তব্য নেই:

Popular Posts