Recent post

Search

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

একটি সুখের রাত

ছেলেটা জেগে থাকে। 
ঘুমজড়ানোচোখ খুলে মেয়েটা বলে
-এই তুমিঘুমুবে না? আসো ঘুমাই ".
ছেলেটা হাসে, বলে 
- তুমিঘুমোও,আমি আরেকটুপর ঘুমুবো।
মেয়েটা চুপচাপ ঘুমিয়ে পড়ে।কনকনে শীত, ভারী কম্বল গায়েদিয়ে শুয়ে থাকায় চট করে ঘুমিয়ে যায় মেয়েটা ।
ছেলেটা পাশ ফিরে তাকায়। ডানহাত বের করে নেয় কম্বলের ভেতর থেকে । 
অবাক চোখে ঘুমন্ত নিষ্পাপ চেহারাটার দিকে অপলক তাকিয়ে থাকে।
কী অদ্ভুত এক মায়াচেহারাটার মাঝে। 
বন্ধ করাচোখের পাতা মাঝেমাঝে কেঁপেউঠে। ছেলেটা দেখতেই থাকে।
কপাল ছুঁয়ে আছে একমুঠো চুল।
ছেলেটার ছুঁয়ে দিতে ইচ্ছে হয়।মেয়েটা জেগে যাবে বলে ছোঁয়না।
কনকনে শীতে ছেলেটার হাতঠান্ডা হয়ে আছে। ছেলেটা ঠান্ডাহাত মেয়েটার গালে ছোঁয়ে মজাপায়। তার ছোঁতে ইচ্ছে হয়। ছোঁয়না,মেয়েটা জেগে যাবে বলে।
ছেলেটা অপলক দৃষ্টিতে শুধুতাকিয়েই থাকে।
 হঠাৎ বন্ধ চোখেরপাতা নেচে উঠে। চোখের পাতাসরে ছোট্ট দুটো চোখ উঁকি দেয়।
ঘুমজড়ানো কন্ঠে ভ্রু নাচিয়েজিজ্ঞেস করে "
- কী দেখো? "
ছেলেটা বলে
 - কিছু না। আমার হাতঅনেক ঠান্ডা।
মেয়েটা চোখ বুঁজে মুচকি হেসেছেলেটার হাত বালিশের উপর নেয়।
সেই হাতের উপর তার গাল রেখে চুপচাপ শুয়ে থাকে। ঠান্ডা হাত লাগায় এক ধরনের শিউরে উঠা ভাবথাকে,মেয়েটার তারপরও ভালো লাগছে।
এ যে এমন একজনের হাত,যেই একজন তার।
এবার ছেলেটা আবার তাকিয়ে থাকে।
 মেয়েটা আবার চোখ খুলে।পিটপিট করে তাকিয়ে বলে-
- এই শোনছ?-
-হুমম বলো।-
-তোমার হাত অনেক ঠান্ডা।সরিয়ে নাও?
- আচ্ছা।
ছেলেটা হাত সরিয়ে নেয়।
অল্প অল্প মন খারাপের রেখা ভাসে গালে-কপালে। মেয়েটা চোখ বুঁজে আছে,তাই দেখেনা তবে বুঝতে পারে।
মেয়েটা আবার চোখ খুলে, পিটপিটকরে তাকায়। বলে-- এই শোনছ?
- হ্যাঁ বলো ।
- বালিশটাও না খুব ঠান্ডা।
- এখন কী করা? বালিশ সরিয়ে নেব?
- উহুঁ
- তাহলে?
- তোমার বুকে মাথা রাখি?
মেয়েটা উত্তরের অপেক্ষা করেনা।
চুপচাপ মাথা রাখে ছেলেটার বুকে।বুকের গহীন থেকে গর্জন আসে। গর্জন আসে ভালোবাসার,গর্জন আসে অনেক পাওয়ার,গর্জন আসে সুখের।
চোখ বুঁজে মেয়েটা সে সুখ মেখেনেয়। এ বুক তার,শুধুই তার।
 এই ছেলেটাতার স্বামী, 
শুধুই তার।
ছেলেটা হাসে।
অনেক পাওয়ার হাসি।
আলতো করে মেয়েটার চুলেহাত রাখে। ঠান্ডা হাত...................

বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

How to Make Money Blogging



Making money through blogging requires a carefully thought out topic. If you have an existing blog with a small audience, be honest when considering whether the topic has broad appeal that isn't already covered by other established bloggers. If it does, great! Otherwise, there's nothing wrong with starting a second blog that will be more successful in attracting an audience, marketing itself, and making money through a variety of methods described below.

Finding Your Inspiration:

Write down every topic that you are knowledgeable or passionate about.
You'll have a much easier time making money from a blog you are interested in, rather than trying to write content you don't like because you think it will make money.
Some examples are hobbies that you enjoy, your career, or some specific and miscellaneous knowledge that you have.
Some of the most financially successful blogs provide news on a specific topic or targeted to a particular demographic. Washable, a blog focused primarily on social media news, was founded by a teenager in 2005 and now attracts millions of dollars in investment funding.
Many blogs post funny videos and images around a certain topic.
Fail Blog is a famous example, posting examples of mishaps, misspellings, and other "stupid" actions. It makes its money primarily through advertising, and now sells a highly successful book as well.

Narrow down the topics by reflecting on profitability and other goals.

 In order to make money, you'll need to find a niche that other people haven't filled already, but is still popular enough to attract a significant number of visitors.
Also consider other factors, such as money you'd have to spend if your blog focused on reviewing products that you in turn would have to buy.
Choose a specific niche, not a broad topic.
Write about training for marathons, not general fitness.
Write about making glass jewelry, not arts and crafts.
If you want to be famous or reach a wide audience, you will have to choose something slightly broader and work hard to make the best content for that topic. A subtopic relating to fitness, finance, or relationship advice is likely to reach the most people.
Consider specific but broadly applicable topics such as managing money in college, or a marriage counseling blog.

Search for blogs that cover similar topics.

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

প্রেমিকের কথা

কেমন আছো তুমি?? ভালো তো?
আমি
ভালো নেই।
তোমার জন্য হাজারটা স্বপ্নের
জাল
বুনতে বুনতে আজ আমি ভীষণ
ক্লান্ত।
অনেক ক্লান্ত হয়ে বুঝতে পেরেছি....

Blogspot How to: Host Images on Blogger

Why Should I Upload Images on Blogger???


Image hosting sites like Photobucket & TinyPic have a bandwidth limit. Which means if your uploaded image is viewed too many times then a ridiculous notification will appear instead of your images. So, avoid using such services. Blogger provides 1Gb of free space to every user for images and that's more than enough.

This is why I hate Photobucket!


Photobucket bandwidth exceeded image

Steps to upload your images on Blogger!


To use Blogger as your image host, follow these steps:

1- Log in to your Blogger account click New Post button to create a new post.

Blogspot Tip: It doesn't matter if you have one or multiple blogs, you can create a new post in any of your blogs.

2- In the new post make sure you're working in Edit HTML mode.

3- Now click on the Add Image icon to upload your image.

4- A new small window will open to upload your image or images (maximum 5 at a time).



5- You can either upload images from your computer or give URL of some other picture to add to your post. I'm uploading an image from my computer by clicking the browse button and giving image location on the hard drive. Make sure to chose Large as image size!

6- Once your image is uploaded, you'll see some code like this in the post editor:

<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmnSgA3CDXjufAAXDB9YIdKqSiGthfipH5Snhco3jTs_Iztd2Mv6Tt6eiSdL6jKfzifv3Xa8J3tF6Mthf1pxTaZuOqmLXlsx3nFaw3wgdOtF2o1QaJY8lDjfD27L_caEgOQbi330HGqz4/s1600/add+new+picture+window.PNG"><img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 262px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmnSgA3CDXjufAAXDB9YIdKqSiGthfipH5Snhco3jTs_Iztd2Mv6Tt6eiSdL6jKfzifv3Xa8J3tF6Mthf1pxTaZuOqmLXlsx3nFaw3wgdOtF2o1QaJY8lDjfD27L_caEgOQbi330HGqz4/s400/add+new+picture+window.PNG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5351602214730857826" /></a>

7- There are two image URLs in the above picture code, one is the source of the image (Green) and the other (Blue) is the URL to which the image is linked.

Note: As you can see that the source image URL is linked to itself which means that when you'll click on this image, the same image will be opened on the same page.

8- We've nothing to do with the URL of the source image (Green), all we need to do is to copy the other (Blue) URL and use it wherever we want to use.

9- So, this is the URL or address of our uploaded image:

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmnSgA3CDXjufAAXDB9YIdKqSiGthfipH5Snhco3jTs_Iztd2Mv6Tt6eiSdL6jKfzifv3Xa8J3tF6Mthf1pxTaZuOqmLXlsx3nFaw3wgdOtF2o1QaJY8lDjfD27L_caEgOQbi330HGqz4/s1600/add+new+picture+window.PNG

10- Use it wherever you want. You can also delete the post after uploading your images but I'll recommend you to save it as a Draft because you might need the URLs of the uploaded images again in the future.

Update!


If you guys are unable to upload on Blogger then there is a great alternative out there, imgur. Uploading an image there is incredibly easy and quick.

সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

অজানা পথের একলা পথিক

যে মানুষটা সর্বদা একলা থাকতে ভালবাসে,

 হয়তো সেই মানুষটার মাঝে কোন একটা কষ্ট লুকিয়ে আছে যা সে সবার কাছ থেকে আড়ালে রাখতে চায়। 
আকাশ দিকে তাকিয়ে রাত পার দেয়া মানুষটাকে উদাসী ভাবার কারন নেই।
হয়তো সে তারার ভিড়ে প্রিয় কোন মুখ খুজে ফেরে।
বিপরীত লিঙ্গের মানুষকে এড়িয়ে চলা মানুষটা ভাব ধরে এমন নয়, হয়তো কেউ বিশ্বাসটা এমন করে ভেঙ্গে দিয়েছে যে নতুন করে বিশ্বাস করতে ভয় লাগে।
সব সময় চুপ থাকা, আড্ডা এড়িয়ে চলা মানুষটা হয়তো কোন একসময় সবাইকে মাত করে রাখত। কেউ কিংবা কোন কারন হয়তো সারা জীবনের জন্য মানুষটাকে চুপ করিয়ে একলা করে দিয়েছে।
সব সময় হাসতে থাকা মানুষটা খুব ভাল আছে তা কিন্তু নয় হয়তো তার একটা রাতও কাটেনা যে রাতে তার চোখের জলে বালিশ ভেজে না।
 অনেক গুলো টাকা কোন অসহায়ের হাতে তুলে দেয়া মানুষটা হয়তো অনেক ধনী নয়। 
এটাই হয়তো তার শেষ টাকা ছিল, আগামীকালের আগে হয়তো আর খেতেই পারবেনা।
এমন অনেকেই আছে যারা উপরের সব বুকে নিয়ে স্বাভাবিক ভাবে বেঁচে থাকে আর হারিয়ে যাবার অপেক্ষায় থাকে, বিধাতা ছাড়া কার সাধ্য আছে ঐ মানুষ গুলোকে জানতে পারে। 
খুব ভাল অভিনেতা এই মানুষ গুলোকে মৃত্যুও কখনো হারাতে পারেনা।

Digital Time and Date HTML code for website and blog.

Digital time and date you can add in your website.

It's improve your website design category.
To set this option Follow my below Tips.
Add a Gadget HTML/Java Script.
then paste this html code.

<script type="text/javascript">
tday=new Array("Sunday","Monday","Tuesday","Wednesday","Thursday","Friday","Saturday");
tmonth=new Array("January","February","March","April","May","June","July","August","September","October","November","December");

function GetClock(){
var d=new Date();
var nday=d.getDay(),nmonth=d.getMonth(),ndate=d.getDate(),nyear=d.getYear();
if(nyear<1000) nyear+=1900;
var nhour=d.getHours(),nmin=d.getMinutes(),nsec=d.getSeconds(),ap;

if(nhour==0){ap=" AM";nhour=12;}
else if(nhour<12){ap=" AM";}
else if(nhour==12){ap=" PM";}
else if(nhour>12){ap=" PM";nhour-=12;}

if(nmin<=9) nmin="0"+nmin;
if(nsec<=9) nsec="0"+nsec;

document.getElementById('clockbox').innerHTML=""+tday[nday]+", "+tmonth[nmonth]+" "+ndate+", "+nyear+" "+nhour+":"+nmin+":"+nsec+ap+"";
}

window.onload=function(){
GetClock();
setInterval(GetClock,1000);
}
</script>
<div id="clockbox"></div>

<div id="clockbox" style="font:16pt cambria; color:#FF0000;"></div>

Now save and browse your website!

Bangla date add in your website HTML tips.

To add bangla date in your website choose below listed any HTML code and past it in your website or blog.

Example1: ৪ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরীর

<script type="text/javascript" src="http://writebangla.sourceforge.net/HijriDate/index1.php"></script>

Example2: আজ ৪ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরী

<script type="text/javascript" src="http://writebangla.sourceforge.net/HijriDate/index2.php"></script>

Example3 ইয়াওমুল খামীসি, ৪ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরী

<script type="text/javascript" src="http://writebangla.sourceforge.net/HijriDate/index3.php"></script>

Example4: আজ ৪ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরী, ইয়াওমুল খামীসি

<script type="text/javascript" src="http://writebangla.sourceforge.net/HijriDate/index4.php"></script>

This is for Showing English Date in Bangla:

রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

মুগ্ধতার এক মূহুর্ত।

















-তুলি ,এই তুলি ।শুন না একটু ।
-কি?
-বমি আসতেছে ।
-মানে ?এত বড় ধামড়া ছেলের বাসে চড়লে বমি আসে ?
-আসলে আমি কি করব ?
-চুপচাপ বসে থাক ।
-বমি করে দিলে তখন ?
-চুপ । গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে এসে বমির কথা বলছ
তুমি ।
জানো যে বমি আসে বাসে চড়লে ,ট্যাবলেট খেয়ে আসতে পারনায় ?
-ভুল হয়ে গেছে এখন আর কি করা ।একটু এই পাশে আসনা ।আমি জানালার পাশে বসি ।
-ও ও ও এই ব্যাপার ?এতক্ষণে বুঝলাম।
তুমি আমাকে এতক্ষণ
ভুঙভাঙ দেখাইছ।এই পাশে বসার ফন্দি।চুপচাপ
যেখানে আছ বসে থাক।জানালার পাশে বসার কথা ভুলেও মনে করবা না।
এখানে আমি বসব ।
-না না । বিশ্বাস কর সত্যি বমি আসছে ।মিথ্যা না ।
আমি বাসে চড়তে পারি না ।
-পলিথিন নাই ?পলিথিনে কর । আমাকে ডিস্টার্ব
করবা না ।
-আমি পলিথিন নিয়ে ঘুরব কেন ?আমি কি দোকানদার
নাকি?
-ওহ । আমি জানিনা কি করবা । পক পক কইর না তো ।
বিচ্ছিরি ছেলে ।বমি করে বাসে উঠলে ।
-তুলি । প্লিজ ।
তুলি ব্যাগ থেকে একটা এক টাকার পয়সা বের
করে বর্ষ এর হাতে দিল ।
-এই নাও ।
-ছিঃ ছিঃ তুমি আমাকে ভিক্ষা দিচ্ছ ? আমাকে তুমি এই ভাব?
নাকি ঘুষ দিতেছ যাতে ঔপাশে বসতে না চাই ।
-ওহ । এত বুঝ কেন ?ঐটা মুখের ভিতর দিয়ে রাখ ।
বমি চলে যাবে ।
-এই নোংরা জিনিস ?মরে গেলেও না ।
-ইশ ,কি আমার সোংরা মানুষ রে।বমি করে আবার
কথা বলে ।
চুপচাপ দিয়ে বসে থাক । একটা কথা বলবা না ।
বাসের জানালা দিয়ে খুব বাতাস আসছে ।
তুলি চোখটা বুজল ।সিটের সাথে হেলান দিয়ে আধ
শোয়া হল।
বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পরছে ।আর কিছু উড়ছে ।
ওড়নাটা বুকের সাথে লেপ্টে আছে বাতাসে ।
ঠোঁটের হালকা লিপস্টিকের উপর একটু আধটু ধুলো এসে পরছে । তাও খারাপ লাগছে না দেখতে। চেহারার স্নিগ্ধতা যেন এই এলোমেলো বাতাসে হাজার গুণ বেড়ে গেছে ।
বর্ষ মুগ্ধ হয়ে তাকিয়ে তা দেখছে।কত অপরূপ লাগছে দেখতে তুলিকে।এখনও বমি বমি লাগছে।
তারাতারি নোংরা পয়সাটা মুখের ভিতর দিল।
না ,বমি করা যাবে না।তুলিই ওপাশে থাক।ভালবাসার মানুষের এই স্নিগ্ধ রূপ চোখের আড়াল করতে ইচ্ছা করছে না।
প্রাণপন চাচ্ছে বমিটা না আসুক বর্ষ ।
বাতাসটা না থামুক।
এই মুগ্ধতাটুকু না কাটুক।...................................

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

How to get job in Singapore by pay low agent fee.

কম খরচে সিঙ্গাপুর ভিসা পাওয়ার উপায় নিয়ে আজকের আলোচনা।

প্রথমেই বলতে চাই নিজের দেশের মত স্বাধীনতা অন্য কোথাও পাবেন না।

তাই মেধা কাজে লাগিয়ে শুরু করুন শূন্য থেকে এবং ধৈর্য ধরে কাজ করে যান সফলতা আসবে।

তারপরও যারা প্রবাসে আসার আগ্রহী তাদের কে কিছু বিষয়ে নজর রাখতে হবে।

☆ আপনি যে কোম্পানীতে আসছেন সেটা কি ধরনের কোম্পানী?

সিঙ্গাপুরে কিছু কোম্পানি আছে যারা ম্যান পাওয়ার সাপ্লাই করে বিভিন্ন ডাইরেক্ট কোম্পানিতে।
এক্ষেত্রে তারা উক্ত কোম্পানি থেকে আপনার কাজের বিনিময়ে যে অর্থ উপার্জন করে সে পরিমাণ আপনাকে দিবে না।
এটাই হচ্ছে এসব কনট্রাকটর কোম্পানির আয়ের উৎস।
আরেকটি হচ্ছে ডাইরেক্ট কোম্পানি।
এমন কোম্পানিতে বোনাস সহ অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে যা কনট্রাকটর কোম্পানিতে থাকেনা।

☆ আপনার বেতন স্কেল কত ?

এটি একটি খুবই গুরুত্ব পূর্ণ বিষয়।
সাধারণ বেতন স্কেলে এসে কষ্ট ছাড়া আর কিছুই মিলবে না।
বিদেশের মাটিতে টাকাই আপনার বন্ধুর মতো পাশে থেকে আপনার বিপদে কাজে আসবে।
মিনিমাম বেতন স্কেল 450-500 সিং ডলার  এর বেশী হলে মোটামুটি চলে।

☆ ওভার টাইম :

বেসিক আট ঘণ্টা ডিউটির পর যে সময় কাজ করা হয় সেটা ওভার টাইম ধরা হয়।
কোম্পানি ভেদে ওভার টাইম লিমিট করা থাকে।
এটি অবশ্যই আপনার উপার্জন বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তাই জেনে নিন লিমিট।
উল্লেখ্য : এখানে আপনি আপনার কোম্পানির বাহিরে কোথাও কাজের সুযোগ পাবেন না।
এবং বাহির কাজ করা বেআইনি।

☆  থাকা খাওয়া এবং কাজের জায়গায় আসতে ট্রানপোর্ট ফি:

সিঙ্গাপুরে কোনো কিছু ফ্রি দেয়া হয় না।
সবকিছুর খরচ আপনার বহন করতে হবে প্রতি মাসে আপনার মূল বেতন থেকে কোম্পানি তা কেটে নেবে।

¤ আইন সৃঙ্খলা :

সিঙ্গাপুরে জনসাধারণের এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বহু আই প্রণয়ন করা হয়েছে।
এসব আইন ভঙ্গ করলে জরিমানাসহ জেল এবং দেশ থেকে বহিষ্কার করা হয়। 
এছাড়াও অনেক ধরণের ত্যাগ স্বীকার করে এখানে চলতে হয়। 

এবার আসুন কম খরচে কিভাবে সিঙ্গাপুর আসবেন।(coming soon)...........................

ওয়েবপেজ প্রিন্ট সহজে

ওয়েবপেজ প্রিন্ট সহজেওয়েবসাইট থেকে কোনো লেখা বা ছবি প্রিন্ট করতে গেলে এর সঙ্গে প্রায়ই বিভিন্ন অপ্রয়োজনীয় লেখা, ছবি, বিজ্ঞাপন, লোগো কিংবা মেনু অপশন চলে আসে। এতে একদিকে যেমন প্রিন্টারের কালি খরচ বেড়ে যায়, তেমনি প্রিন্ট করা পৃষ্ঠাটিও কেমন অগোছালো দেখায়। 

গুগল সম্প্রতি তাদের তৈরি ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ক্রোমের জন্য ‘সিম্পলিফাই পেজ’ নামে নতুন একটি সুবিধাজনক প্রিন্ট অপশন তৈরির কাজে হাত দিয়েছে, যা এখন শুধু এর পরীক্ষামূলক বা বেটা সংস্করণেই পাওয়া যাবে।
 এ ছাড়া ফায়ারফক্সে রিডার ভিউ নামে একটি অপশন আগে থেকেই চালু আছে, যা মাইক্রোসফটের নতুন আসা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে থাকা এজ ব্রাউজারে রিডিং ভিউ নামে চালু হয়েছে।
ব্যবহারকারীদের জন্য সহজে নির্দিষ্ট ওয়েবপেজ পড়ার সুবিধাটি কাজে লাগিয়ে যেভাবে এই তিন ব্রাউজারে প্রিন্টারের কালি বাঁচিয়ে বিভিন্ন ওয়েবপেজ প্রিন্ট করবেন।
গুগল ক্রোম: যেহেতু সহজে ওয়েবপেজ পড়ার সুবিধাটি গুগলে এখনো পুরোপুরি চালু হয়নি, তাই এর বদলে ব্রাউজারের ছোট একটি অ্যাপলিকেশন বা এক্সটেনশন ব্যবহার করে সুবিধাটি পাওয়া যাবে। এভারনোট ক্লিয়ারলি নামে এক্সটেনশনটি দিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েব বিষয়বস্তু সুবিধাজনকভাবে পড়ার পাশাপাশি সুন্দরভাবে প্রিন্টও করা যাবে।
এটি পাওয়া যাবে https://goo.gl/Sx6wKF ঠিকানায়।
এ জন্য এভারনোটে একটি অ্যাকাউন্ট তৈরির প্রয়োজন পড়বে। এটি না চাইলে প্রিন্ট ফ্রেন্ডলি অ্যান্ড পিডিএফ নামে আরেকটি এক্সটেনশন ব্যবহার করেও সেটি করা যাবে, পাওয়া যাবে https://goo.gl/Bg3Df4 ঠিকানায়।
 ব্রাউজারের ওপরে ডানদিকে প্রিন্টারের একটি আইকন আসবে, সেখানে ক্লিক করে প্রিন্ট করার পাশাপাশি পেজটিকে পিডিএফ আকারেও সংরক্ষণ করা যাবে।
ফায়ারফক্স এবং এজ: এই দুটি ব্রাউজারে আগে থেকেই সুবিধাটি চালু আছে। শুধু নির্দিষ্ট ওয়েবপেজটিতে গিয়ে ওয়েবসাইটের ঠিকানা লেখার ডান পাশে বইয়ের চিহ্ন দেওয়া রিডার/রিডিং ভিউ আইকনটিতে ক্লিক করতে হবে।
এভাবে সুবিধাজনকভাবে পড়ার সুবিধাটি পুরোপুরি চালু হয়ে নির্দিষ্ট ওয়েবপেজটি চলে এলে কিবোর্ডের Ctrl এবং P বোতাম দুটি একযোগে চেপে বা রিডিং ভিউ মোডের পেজটিতে ডান ক্লিক করে প্রিন্ট করা যাবে।
এভাবে ওয়েবপেজের কোনো বিষয়বস্তু প্রিন্ট করে সংরক্ষণ করার প্রয়োজন পড়লে প্রিন্টারের কালি খরচ কমানো যাবে অনেকখানি।

শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

Online Outsourcing income Tips

বন্ধুরা 

খুব শীঘ্রই নিয়ে আসছি অনলাইনে আয়ের উৎসের
শতভাগ নিশ্চিত দারুণ কিছু টিপস নিয়ে।
নিয়মিত তথ্য ও সহযোগিতার জন্য চোখ রাখুন। ডিজিটাল মডার্ন সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত ।

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

জীবন গড়তে ভালো অভ্যাস


জীবন গড়তে ভালো অভ্যাস





আমাদের জীবনের বড় একটা অংশ পার হয় কাজের ব্যস্ততার মধ্য দিয়ে। এই ব্যস্ততায় নিজের জন্য আলাদা করে কিছুটা সময় বরাদ্দ করা গেলে মানসিকচাপ আর হতাশা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়।
ব্যস্ততার কারণে ভালোলাগার অনেক কাজই করার সময় হয়ে ওঠে না।

শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেলে কি করবেন !


কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেলে







অনেক সময় কি-বোর্ডের এক বা একাধিক বোতাম নষ্ট হয়ে যেতে পারে। তখন অনেক সমস্যায় পড়তে হয়। যেমন: কারও ই-মেইল ঠিকানা বা পাসওয়ার্ডে যদি a থাকে এবং কিবোর্ডের a বাটনটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি-বোর্ড থেকে a লেখা যায় না। তখন অনেক সমস্যা হয়। এর একটা সমাধান হলো কোথাও a লেখা থাকলে সেখান থেকে a কপি করে এনে এখানে পেস্ট করা বা কম্পিউটারের অন-িস্ক্রন কি-বোর্ডটি ব্যবহার করে কাজ করা। কিন্তু এতে অনেক সময় ব্যয় হয় এবং বিরক্ত তৈরি হয়। ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে সহজেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব....

Popular Posts