মুগ্ধতার এক মূহুর্ত।

















-তুলি ,এই তুলি ।শুন না একটু ।
-কি?
-বমি আসতেছে ।
-মানে ?এত বড় ধামড়া ছেলের বাসে চড়লে বমি আসে ?
-আসলে আমি কি করব ?
-চুপচাপ বসে থাক ।
-বমি করে দিলে তখন ?
-চুপ । গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে এসে বমির কথা বলছ
তুমি ।
জানো যে বমি আসে বাসে চড়লে ,ট্যাবলেট খেয়ে আসতে পারনায় ?
-ভুল হয়ে গেছে এখন আর কি করা ।একটু এই পাশে আসনা ।আমি জানালার পাশে বসি ।
-ও ও ও এই ব্যাপার ?এতক্ষণে বুঝলাম।
তুমি আমাকে এতক্ষণ
ভুঙভাঙ দেখাইছ।এই পাশে বসার ফন্দি।চুপচাপ
যেখানে আছ বসে থাক।জানালার পাশে বসার কথা ভুলেও মনে করবা না।
এখানে আমি বসব ।
-না না । বিশ্বাস কর সত্যি বমি আসছে ।মিথ্যা না ।
আমি বাসে চড়তে পারি না ।
-পলিথিন নাই ?পলিথিনে কর । আমাকে ডিস্টার্ব
করবা না ।
-আমি পলিথিন নিয়ে ঘুরব কেন ?আমি কি দোকানদার
নাকি?
-ওহ । আমি জানিনা কি করবা । পক পক কইর না তো ।
বিচ্ছিরি ছেলে ।বমি করে বাসে উঠলে ।
-তুলি । প্লিজ ।
তুলি ব্যাগ থেকে একটা এক টাকার পয়সা বের
করে বর্ষ এর হাতে দিল ।
-এই নাও ।
-ছিঃ ছিঃ তুমি আমাকে ভিক্ষা দিচ্ছ ? আমাকে তুমি এই ভাব?
নাকি ঘুষ দিতেছ যাতে ঔপাশে বসতে না চাই ।
-ওহ । এত বুঝ কেন ?ঐটা মুখের ভিতর দিয়ে রাখ ।
বমি চলে যাবে ।
-এই নোংরা জিনিস ?মরে গেলেও না ।
-ইশ ,কি আমার সোংরা মানুষ রে।বমি করে আবার
কথা বলে ।
চুপচাপ দিয়ে বসে থাক । একটা কথা বলবা না ।
বাসের জানালা দিয়ে খুব বাতাস আসছে ।
তুলি চোখটা বুজল ।সিটের সাথে হেলান দিয়ে আধ
শোয়া হল।
বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পরছে ।আর কিছু উড়ছে ।
ওড়নাটা বুকের সাথে লেপ্টে আছে বাতাসে ।
ঠোঁটের হালকা লিপস্টিকের উপর একটু আধটু ধুলো এসে পরছে । তাও খারাপ লাগছে না দেখতে। চেহারার স্নিগ্ধতা যেন এই এলোমেলো বাতাসে হাজার গুণ বেড়ে গেছে ।
বর্ষ মুগ্ধ হয়ে তাকিয়ে তা দেখছে।কত অপরূপ লাগছে দেখতে তুলিকে।এখনও বমি বমি লাগছে।
তারাতারি নোংরা পয়সাটা মুখের ভিতর দিল।
না ,বমি করা যাবে না।তুলিই ওপাশে থাক।ভালবাসার মানুষের এই স্নিগ্ধ রূপ চোখের আড়াল করতে ইচ্ছা করছে না।
প্রাণপন চাচ্ছে বমিটা না আসুক বর্ষ ।
বাতাসটা না থামুক।
এই মুগ্ধতাটুকু না কাটুক।...................................

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সিঙ্গাপুরে ভবন থেকে ২৭ মিটার লম্বা স্থাপত্য কাঠামো পড়ে, অল্পের জন্য রক্ষা পেলেন কর্মী
সিঙ্গাপুরের আকাশে ধোঁয়াশার ছোঁয়া, বাতাসের গুণমান মধ্যম মাত্রায়
Changes to the Work Injury Compensation Act (WICA) in 2020: What You Need to Know
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
HONOR Magic7 Pro 5G – Full Specifications and Features
Samsung Galaxy S25 Ultra: The Ultimate Flagship Smartphone
A 65-year-old cyclist died, truck driver has been arrested
সিঙ্গাপুরে ব্যাপক প্রতারণা বিরোধী অভিযানে ২৫ জন গ্রেপ্তার, ৬৫ জন তদন্তের আওতায়
ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের আল্টিমেটাম
Daily inspection checklist for boom lifts and scissor lifts sample
সিঙ্গাপুরে লরিতে শ্রমিক পরিবহন নিষিদ্ধের দাবি
জাতিসংঘ মহাসচিবের সন্তুষ্টি: বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম
মোবাইল অতিরিক্ত স্ক্রলিং আমাদের মানসিক প্রশান্তি নষ্ট করতে পারে এবং কীভাবে এড়ানো যায়?
Singapore Standard Traffic management plan for Forklift operation
সিঙ্গাপুর রেড ক্রস মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্প দুর্গতদের জন্য $150,000 সহায়তা প্রদান করেছে
BCSS Hazard & Control Measure Question and answer
পরিচিতদের দ্বারাই শিশুরা বেশি নিপীড়নের শিকার
সিঙ্গাপুরে জেব্রা ক্রসিং লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
সিঙ্গাপুর মার্চের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত তৃতীয় মৌসুমি বায়ু প্রবাহ Monsoon Surge
How to add page post with photo and title in blogspot
Workplace Literacy and Numeracy (WPLN) কিভাবে করবেন
রমজান মাসে কর্মস্থলে কাজ করা এবং সুস্থভাবে রোজা পালন করার পরামর্শ
সিঙ্গাপুরে অভিবাসন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে চীনা নাগরিকের তিন সপ্তাহের কারাদণ্ড
Best Fragrances to Attract Women: Scents That Draw Her Closer
কখন বুঝবেন আপনাকে কৃমির ওষুধ খেতে হবে?
সালমান খান এর "সিকান্দার" ব্লকবাস্টার ঈদ ২০২৫ মুক্তির জন্য প্রস্তুত: এখন পর্যন্ত যা জানা গেছে
মুখ বদলালেও চাঁদাবাজি থামেনি পরিবহনে, ঢাকাতেই দিনে আদায় দুই কোটির বেশি
ট্রাম্পের নতুন অভিবাসন নীতি: এশিয়ার আরও দুই দেশের নাগরিকদের ওপর বিধিনিষেধ
কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ: দুইজন গ্রেফতার, আদালতে রিমান্ড মঞ্জুর
পুরুষ ও মেয়েদের জন্য পাকা তেঁতুলের উপকারিতা ও অপকারিতা নিয়ে বিশদ আলোচনা করা হলো
শিশুদের কী খাওয়ালে সহজে সর্দি-জ্বর হবে না?
চোখের চশমার পাওয়ার কখন পরিবর্তন করতে হবে? বা কখন নতুন চশমা নেবেন?
Complete Guide to Becoming a Licensed Electrical Worker (LEW) in Singapore
মাগুরায় শিশু ধর্ষণ মামলায় আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা
Complete Guide to Checking Training Records and Certificates in Singapore
বাংলাদেশ হাই কমিশনে ই-পাসপোর্ট আবেদন: সম্পূর্ণ ধাপে ধাপে নির্দেশিকা
সিঙ্গাপুর: মাদক অভিযানে প্রায় ৭ কেজি গাঁজা জব্দ, ২৬ বছর বয়সী যুবক গ্রেফতার
সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
some common interview questions and answers for a Safety Coordinator position in Singapore
২৯ মার্চ ২০২৫ তারিখে একটি আংশিক সূর্যগ্রহণ ঘটবে।