৮ম শ্রেণীর বিজ্ঞান এ্যাসাইনমেন্ট



(ক ) 
কোষ বিভাজন: 
যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে।

(খ ) 
জননকোষে উৎপন্নের সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে। এ ধরনের কোষ বিভাজনে মাতৃ কোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় ।এ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়.।

(গ ) 
উদ্দীপকের উদ্ভিদটি দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ।অর্থাৎ উদ্ভিদটি তে যে বিভাজন হয়েছে তা হলো মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজন প্রক্রিয়ার পাঁচটি ধাপ এর মধ্যে দীর্ঘস্থায়ী হলো প্রোফেজ। প্রোফেজ ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। উদ্ভিদের ক্ষেত্রে শিশু উদ্ভিদ বা চারাগাছ ক্রমশ বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয। প্রোফেজ ধাপ উদ্ভিদের বৃদ্ধিতে নিম্নলিখিত ভূমিকা রাখে:
১. উদ্ভিদের দৈহিক বৃদ্ধি গঠন: উদ্ভিদের জীবন শুরু হয় জাইগোট নামের একটি কোষ থেকে। এ কোষটি বিভাজনের মাধ্যমে বহুকোষী উদ্ভিদ দেহ গঠন করে।

২. উদ্ভিদের নির্দিষ্ট আকার আয়তন রক্ষা রক্ষা: মাইটোসিস বিভাজনের প্রোফেজ প্রক্রিয়ার ফলে উদ্ভিদ কোষের স্বাভাবিক আকার, আয়তন, আকৃতি ইত্যাদি গুনাগুন বজায় থাকে।

৩. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এর ভারসাম্য রক্ষা: উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম এ অবস্থিত বিভিন্ন ক্ষুদ্রান্ত ও রাসায়নিক উপাদানের পরিমাণগত ও নিয়ন্ত্রণগত ভারসাম্য মাইটোসিস বিভাজনের মাধ্যমে রক্ষিত হয়।

৪. উদ্ভিদের ক্ষতস্থান পূরণে: উদ্ভিদের কোন স্থান ক্ষতিগ্রস্ত হলে মাইটোসিস বিভাজনের মাধ্যমে সে কত স্থান পূরণ হয়। জীবের দৈহিক বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ার ফল।

(ঘ) 
নিধিতার মায়ের উত্তরে বলা অভিস্রবণ। অভিস্রবণ প্রক্রিয়া টি উদ্ভিদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ। নিচে বিশ্লেষণ করা হলো:

১. বিভিন্ন প্রয়োজনীয় লবণ উদ্ভিদ দেহে দ্রবীভূত অবস্থায় জীবকোষে প্রবেশ করে। জীবকোষের আবরণ অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। এ পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ কোষের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে।

২. উদ্ভিদের মূলরোম দিয়ে পানি পরিশোষণ অভিস্রবণ প্রক্রিয়ায় হয়ে থাকে।

৩. পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া অভিস্রবণ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয় ।তাই অভিস্রবণ প্রক্রিয়া প্রস্বেদনের হার নিয়ন্ত্রণ করে।

৪. কোষের স্বাভাবিক স্ফীতি অবস্থা বজায় রাখা এবং বৃদ্ধির জন্য কোষস্ফীতি আবশ্যক। অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ করে কোষস্ফীত অবস্থা প্রাপ্ত হয়।

৫. মূল থেকে পাতা পর্যন্ত বিভিন্ন জীবিত কোষে প্রয়োজনীয় পানি পৌঁছানোর পেছনে অভিস্রবণ প্রক্রিয়া সক্রিয়।

৬. ফুলের পাপড়ি খোলা বন্ধ হওয়া, বীজের অঙ্কুরোদগম ইত্যাদি সাফল্য অভিস্রবণ এর উপর নির্ভর করে। তাই বলা যায়, উদ্ভিদের জীবনে অভিস্রবণ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

নারী নির্যাতন প্রতিরোধে ২৪ ঘণ্টার হটলাইন চালু করলো পুলিশ
কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ: দুইজন গ্রেফতার, আদালতে রিমান্ড মঞ্জুর
সিঙ্গাপুরের বুন লেয়ে ফ্ল্যাটে তরুণের মৃতদেহ উদ্ধার, ৫৮ বছর বয়সী ব্যক্তি আটক
কনাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ট্রাম্পের কঠোর সমালোচনা
জাতিসংঘ মহাসচিবের সন্তুষ্টি: বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম
Toolbox talk topic relevant to the Singapore construction sector:
Fall Prevention Plan Complete Guide
সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
প্রবাসীদের হার্ট অ্যাটাকের ঝুঁকিঃ কারণ ও প্রতিকার
what is SWP, MOS
Singapore Standard Traffic management plan for Forklift operation
সিঙ্গাপুরের আকাশে ধোঁয়াশার ছোঁয়া, বাতাসের গুণমান মধ্যম মাত্রায়
Changes to the Work Injury Compensation Act (WICA) in 2020: What You Need to Know
কখন বুঝবেন আপনাকে কৃমির ওষুধ খেতে হবে?
A 65-year-old cyclist died, truck driver has been arrested
সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটধারীদের জন্য নতুন নিয়ম: চাকরির মেয়াদ সীমা বাতিল, সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর
প্রবাসী প্যাক – প্রিপেইড সিম ব্যবহারকারীদের জন্য
পরিচিতদের দ্বারাই শিশুরা বেশি নিপীড়নের শিকার
সিঙ্গাপুর রেড ক্রস মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্প দুর্গতদের জন্য $150,000 সহায়তা প্রদান করেছে
মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্ক
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
Best Fragrances to Attract Women: Scents That Draw Her Closer
ধর্ষণের তদন্ত ১৫ দিনে ও বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে
সিঙ্গাপুর কাস্টমসের কঠোর নজরদারি: অপরাধীদের জন্য কঠোর শাস্তি
পুরুষ ও মেয়েদের জন্য পাকা তেঁতুলের উপকারিতা ও অপকারিতা নিয়ে বিশদ আলোচনা করা হলো
Workplace Literacy and Numeracy (WPLN) কিভাবে করবেন
সিঙ্গাপুরে জেব্রা ক্রসিং লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
Samsung Galaxy S25 Ultra: The Ultimate Flagship Smartphone
সিঙ্গাপুরে সিম লিম স্কয়ারে অবৈধ স্ট্রিমিং ডিভাইস বিক্রির দায়ে দোকান মালিক দোষী সাব্যস্ত
How to show blogspot post randomly in your gadget or website
Thedaily71 Whatsapp Group
Daily inspection checklist for boom lifts and scissor lifts sample
Workplace Safety & Health Coordinator (Construction) job
মাগুরায় শিশু ধর্ষণ মামলায় আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা
সালমান খান এর "সিকান্দার" ব্লকবাস্টার ঈদ ২০২৫ মুক্তির জন্য প্রস্তুত: এখন পর্যন্ত যা জানা গেছে
বসে থাকলেই কোমরে ব্যথা হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে
সিঙ্গাপুরে ব্যাপক প্রতারণা বিরোধী অভিযানে ২৫ জন গ্রেপ্তার, ৬৫ জন তদন্তের আওতায়
HONOR Magic7 Pro 5G – Full Specifications and Features
রমজান মাসে কর্মস্থলে কাজ করা এবং সুস্থভাবে রোজা পালন করার পরামর্শ
সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম