সিঙ্গাপুরে অভিবাসন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে চীনা নাগরিকের তিন সপ্তাহের কারাদণ্ড
সিঙ্গাপুর: ২০২৪ সালে অভিবাসন ও চেকপয়েন্ট কর্তৃপক্ষের (ICA) এক কর্মকর্তাকে ৩০ ডলার ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে চীনা নাগরিক ওয়েই শিশান (৪২) কে তিন সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৭ মার্চ আদালত এই রায় ঘোষণা করে।
ওয়েই সিঙ্গাপুরের দুর্নীতি প্রতিরোধ আইনের (Prevention of Corruption Act) অধীনে দোষ স্বীকার করেছেন।
সরকারি কৌঁসুলি (DPP) ড্যারেন সিম জানান, ২০২৪ সালের আগস্টে ওয়েই একটি কোম্পানির কিছু সমস্যার সমাধান করতে সিঙ্গাপুরে আসেন। তবে আদালতের নথিতে তার কোম্পানি বা পেশার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
চাঙ্গি বিমানবন্দরে অভিবাসন চেকপয়েন্টে তিনি মুখামণ্ডল শনাক্তকরণ স্ক্যান পরীক্ষায় ব্যর্থ হন। এরপর আইসিএ কর্মকর্তারা ওয়েই-এর তথ্য যাচাই করেন এবং তার সিঙ্গাপুরে থাকার সময়কাল জানতে চান। তখন তিনি মিথ্যা বলে জানান যে তিনি শুধুমাত্র ভ্রমণের জন্য এসেছেন এবং প্রায় ১০ দিন থাকবেন।
কিন্তু কর্মকর্তারা জানান যে তার আগমনী কার্ড অনুযায়ী তিনি ২৯ দিনের জন্য সিঙ্গাপুরে থাকার পরিকল্পনা করেছেন। পরে তাকে একটি অপেক্ষাগারে নেওয়া হয়, যেখানে তিনি স্বীকার করেন যে তিনি আসলে কাজের উদ্দেশ্যে সিঙ্গাপুরে এসেছেন।
সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি না পাওয়ার আশঙ্কায় ওয়েই ওই কর্মকর্তাকে "কফি মানি" দিতে চান এবং নিজের মানিব্যাগ থেকে ৩০ ডলার বের করে দেন। তবে কর্মকর্তা ঘুষ গ্রহণ না করে সঙ্গে সঙ্গে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, যার পর ওয়েই গ্রেপ্তার হন।
সরকারি কৌঁসুলি সিম বলেন, “মূল বিচারিক নীতি হলো প্রতিরোধ। সিঙ্গাপুরের দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতার নীতি সুপরিচিত এবং তা যে কোনো মূল্যে বজায় রাখতে হবে।” তিনি আদালতের কাছে ওয়েই-এর জন্য তিন থেকে চার সপ্তাহের কারাদণ্ডের আবেদন জানান।
ওয়েই-এর পক্ষে সাফাই উকিল হান ওয়াহ তেং আদালতে বলেন, তার মক্কেলের গুরুতর বাক্প্রতিবন্ধকতা রয়েছে, যার ফলে তিনি স্পষ্টভাবে তার পরিস্থিতি ব্যাখ্যা করতে পারেননি।
তিনি আরও বলেন, "তিনি বিশ্বাস করতেন যে সামান্য অর্থ দেওয়া, যা অনেকে 'কফি মানি' বলে থাকেন, এটি একটি প্রচলিত রীতি। তিনি সত্যিই জানতেন না যে এমন একটি ছোট অঙ্কের ৩০ ডলার দেওয়াও সিঙ্গাপুরে অপরাধ বলে গণ্য হয়।"
হান আরও যুক্তি দেন যে ঘুষের পরিমাণ অত্যন্ত সামান্য ছিল, যা কোনো বড় দুর্নীতির পরিকল্পনার ইঙ্গিত দেয় না।
— প্রতিবেদক: নাদিন চুয়া, ক্রাইম ও কোর্ট রিপোর্টার, দ্য স্ট্রেইটস টাইমস
0 মন্তব্যসমূহ