Recent post

Search

রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

শিশুর স্মৃতিশক্তি প্রখর হবে যেভাবে

সন্তানের মনে রাখার ক্ষমতা যদি ভালো হয়, তাহলে যেকোনো কিছু দ্রুত শিখতে ও মনে রাখতে পারবে।
 সন্তানের স্মৃতিশক্তি প্রখর করতে কী করতে পারেন, সে বিষয়ে কিছু পরামর্শ জেনে নিন।

কোনো কিছু ভিজ্যুয়ালাইজ করানো
আপনার সন্তান যখনই কোনো কিছু ভাবছে বা শিখছে, তখন সে চোখের সামনের বিষয়টিকে কীভাবে দেখছে তা আঁকতে বলুন। তাহলে দেখবেন, সে যা পড়ছে, জানছে, সেটি সহজে ভুলবে না। 
এ ধরনের কিছু গেম পাওয়া যায়। 
অবসর সময়ে খেলতে দিতে পারেন সন্তানকে।

অন্যকে শেখানোর দক্ষতা তৈরি করা
সন্তানকে শিক্ষকের ভূমিকায় আর আপনি শিক্ষার্থী—এই খেলা তার সঙ্গে খেলুন। 
বলুন, আজ যা কিছু শিখেছে তা যেন আপনাকে শেখায়। 
এটি করলে খেলার ছলে সন্তান পড়া তো শিখবেই। ভুলেও যাবে না। 
স্মৃতিশক্তির প্রখরতা বাড়বে।

গল্প বলানো
সাধারণ বিষয়গুলো তাকে গল্পের মতো করে বলতে বলেন। 
যেমন ধরা যাক, আজ স্কুলে কী করেছে, বন্ধুরা কী করল, টিফিনে কী খেল, শিক্ষকেরা কী কী বললেন। এভাবে মনে করে বললে স্মৃতিশক্তি ভালো কাজ করবে।

শুনে লেখার অভ্যাস
শিশুকে একটি কবিতা শোনান আর বলুন, সেটা সঙ্গে সঙ্গে লিখে ফেলতে। 
এভাবে মনে করে লিখতে বা বলতে পারার মধ্য দিয়ে দক্ষতা তৈরি হবে।

সূত্র: ফেমিনা, উইকি হাউ

কোন মন্তব্য নেই:

Popular Posts