Recent post

Search

বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

কি করে বুঝবেন আপনি ক্যানসারে আক্রান্ত কি না?



 ক্যানসারের লক্ষণগুলি নির্ভর করে এটি শরীরের কোন অংশে হয়েছে এবং কতটা অগ্রসর হয়েছে। তবে কিছু সাধারণ লক্ষণ ও উপসর্গ হলো:

1. অসাধারণ ক্লান্তি

দীর্ঘ সময় ধরে দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা।

2. অপ্রত্যাশিত ওজন হ্রাস

কোন কারণ ছাড়াই দ্রুত ওজন কমে যাওয়া।

3. ঘা যা সারে না

বিশেষ করে মুখে, ত্বকে বা শরীরের অন্য কোথাও দীর্ঘ সময় ধরে ঘা না শুকানো।

4. রক্তপাত বা স্রাব

অনিয়মিত রক্তপাত, যেমন মলদ্বার, প্রস্রাব, কফ, বা চর্ম থেকে।

5. গলার মধ্যে গুটি বা ফোলাভাব

শরীরের যেকোনো অংশে গুটি বা ফোলাভাব দেখা দিলে তা ক্যানসারের লক্ষণ হতে পারে।

6. কফ বা গলা ব্যথা যা ভালো হয় না

দীর্ঘদিন ধরে কাশি, কফ, বা গলা ব্যথা।

7. খাদ্য গিলতে সমস্যা

গিলতে অসুবিধা হওয়া বা অস্বস্তি।

8. ত্বকের পরিবর্তন

তিল বা ত্বকের গঠনে পরিবর্তন, যেমন রঙ বা আকারে অস্বাভাবিকতা।

9. পেট ব্যথা বা হজমের সমস্যা

দীর্ঘমেয়াদী পেটের অস্বস্তি, বদহজম বা পেট ফোলাভাব।

10. নিঃশ্বাস নিতে কষ্ট

শ্বাসকষ্ট বা বুকের ভেতর অস্বাভাবিক চাপ।

কোনো একটি বা একাধিক লক্ষণ দীর্ঘদিন ধরে থাকলে, তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রাথমিক পর্যায়ে সনাক্ত করা গেলে ক্যানসারের চিকিৎসা অনেক সহজ হয়ে যায়।


কোন মন্তব্য নেই:

Popular Posts