সিঙ্গাপুরের বুন লেয়ে ফ্ল্যাটে তরুণের মৃতদেহ উদ্ধার, ৫৮ বছর বয়সী ব্যক্তি আটক
সিঙ্গাপুর, ১২ মার্চ: সিঙ্গাপুরের বুন লে অ্যাভিনিউয়ে একটি সরকারি আবাসনে (HDB ফ্ল্যাট) এক তরুণের মরদেহ উদ্ধারের ঘটনায় ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১১ মার্চ সকালে ব্লক ১৮৭-এর ১১ তলার একটি ইউনিট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা সকাল ১১টা ৩৫ মিনিটে একটি জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি ও আটক ব্যক্তির মধ্যে পরিচিত সম্পর্ক ছিল। স্থানীয় সূত্রের দাবি, তারা দুই ভাই ছিলেন।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি
সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস বিকেল ৫টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, পুলিশের সদস্যরা সংশ্লিষ্ট ইউনিটটি কর্ডন করে রেখেছেন। আধঘণ্টার মধ্যে মরদেহ সরিয়ে নেওয়া হয়।
প্রতিবেশীদের প্রতিক্রিয়া
এক প্রতিবেশী, জাই (২১), জানান যে নিহত ব্যক্তি ও আটক ব্যক্তি একসঙ্গে ফ্ল্যাটে বসবাস করতেন। তিনি বলেন, "তাদের মাঝে মাঝে উচ্চস্বরে ঝগড়া হতে দেখেছি, তবে আসল ঘটনা কী ছিল তা জানি না।"
তিনি আরও বলেন, দুপুর ১টার দিকে বাসায় ফেরার পথে তিনি সিঁড়িতে পুলিশের নজরদারিতে হাতকড়া পরা এক ব্যক্তিকে বসে থাকতে দেখেন।
তদন্ত চলছে
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।
সংবাদসূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, সিঙ্গাপুর।
📰 নিত্যনতুন আপডেটস 📲
প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ,
তথ্য-প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন,
এবং বর্তমান বিশ্বের মুহূর্তপ্রধান ঘটনাপ্রবাহ
সরাসরি পেতে এখনই যোগ দিন!
✅ বিনামূল্যে আপডেট নোটিফিকেশন
🔔 সর্বপ্রথম তথ্য পেতে আজই যুক্ত হোন
⚠️ গ্রুপ রুলস মেনে চলুন
0 মন্তব্যসমূহ