ঢাকার আশকোনা-গাওয়াইর এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
ঢাকা: রাজধানীর আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ (বুধবার) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে উত্তরখান, দক্ষিণখান, ফায়েদাবাদ, আশকোনা ও আশপাশের সব এলাকায় (শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপও বিরাজ করতে পারে।
এ অবস্থায় গৃহস্থালি, বাণিজ্যিক, শিল্প এবং সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।
গ্রাহকদের করণীয়
গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে গৃহস্থালি গ্রাহকদের আগেভাগেই রান্নার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
গ্যাস সংযোগ পুনরায় চালু হওয়ার পর সতর্কতার সঙ্গে চুলা ও অন্যান্য গ্যাসচালিত যন্ত্রপাতি ব্যবহার করার অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস।
আরও বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকদের তিতাস গ্যাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ