সিঙ্গাপুরে ভবন থেকে ২৭ মিটার লম্বা স্থাপত্য কাঠামো পড়ে, অল্পের জন্য রক্ষা পেলেন কর্মী
সংবাদ প্রতিবেদন
সিঙ্গাপুরের বার্টলি এলাকায় একটি আটতলা ভবনের ছাদ থেকে ২৭ মিটার লম্বা স্থাপত্য কাঠামো ভেঙে রাস্তায় পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ১১ মার্চ দুপুরে নিউ ইন্ডাস্ট্রিয়াল রোডে অবস্থিত ইনস্পেস ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য নিচতলার এক কর্মী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবনের নিচতলায় কর্মরত ওই ব্যক্তি অফিসের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে তিনি দ্রুত পেছনে সরে যান। ঠিক সেই মুহূর্তে ধাতব বিমসহ ধ্বংসাবশেষ তার ঠিক সামনে পড়ে।
ভবনের নিরাপত্তা নিয়ে তদন্তের নির্দেশ
বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি (BCA) জানায়, ভবনের ছাদ থেকে পড়া স্থাপত্য কাঠামোটি পঞ্চম তলার আরেকটি বাহ্যিক কাঠামোর সঙ্গে ধাক্কা খায়, ফলে সেটিও ক্ষতিগ্রস্ত হয় এবং ঝুলে পড়ে। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে। ভবন মালিকের নিয়োগকৃত ঠিকাদার ঝুঁকিপূর্ণ অংশগুলো অপসারণের কাজ শুরু করেছে।
BCA আরও জানায়, ভবন মালিককে একজন পেশাদার প্রকৌশলী নিয়োগ করে দুর্ঘটনার কারণ তদন্ত করতে হবে এবং পুরো ভবনের বাহ্যিক কাঠামোর নিরাপত্তা মূল্যায়ন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সংস্কারকাজও সম্পন্ন করতে হবে।
ভাড়াটিয়াদের অভিযোগ
ভবনের এক ভাড়াটিয়া, যিনি নিজেকে ‘মিসেস এল’ নামে পরিচয় দেন, জানান যে ভবন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক নোটিশ না দিয়ে শুধু নিচতলার প্রবেশপথ ব্যবহার না করার নির্দেশ দেয়। তিনি আরও বলেন, নিরাপত্তা কর্মীরাই নিজেরা ধ্বংসাবশেষ সরানোর উদ্যোগ নিয়েছেন।
অন্যদিকে, ভবনের আরেক ভাড়াটিয়া প্রতিষ্ঠান এভরিডে কার্টেনস জানায়, এ ঘটনায় তাদের ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। নিরাপত্তা ও অস্বস্তিকর পরিস্থিতির কারণে দিনের সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে বাধ্য হয়েছেন তারা।
দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি
সংবাদমাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে, দুপুর ৩টার মধ্যে রাস্তা থেকে ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়। কিছু অংশ পার্কিং এলাকায় স্তূপ করে রাখা হয়েছে, আর কিছু অংশ কাছের ঘাসের ওপর ফেলে রাখা হয়েছে।
২০২২ সালে নির্মিত ইনস্পেস ভবনটি SLB-Oxley (NIR) দ্বারা নির্মিত এবং Chambers Property Management Services কর্তৃক পরিচালিত। ভবনটিতে মোট ৮৪টি ইউনিট রয়েছে। ঘটনায় ভবন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির বক্তব্য জানতে সংবাদমাধ্যম যোগাযোগ করেছে।
সংবাদসূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, সিঙ্গাপুর।
প্রকাশনা নোট: প্রতিবেদনটি সংবাদপত্রের নীতিমালা অনুসারে ভাষাগত ও কাঠামোগতভাবে উপস্থাপন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ