Recent post

সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

বিদেশ থেকে বিকাশ একাউন্টে টাকা পাঠালে প্রিয়জন পাবেন পাঠানো টাকার উপর ২.৫% সরকারি প্রণোদনা।

বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা খুব সহজে এবং সুবিধাজনক পদ্ধতিতে অনুমোদিত এবং তালিকাভুক্ত ফরেইন ব্যাংক, মানি ট্রান্সফার অর্গানাইজেশন(এমটিও) এবং মানি এক্সচেইঞ্জ হাউজগুলোর মাধ্যমে বাংলাদেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন।


বিদেশ থেকে বাংলাদেশে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে


অনুমোদিত এবং পার্টনার ব্যাংক ব্রাঞ্চ/মানি এক্সচেইঞ্জ/এমটিও এজেন্ট-এর কাছে যান

বিকাশ একাউন্ট নাম্বার এবং পুরো নাম প্রদান করুন (বিকাশ একাউন্ট খোলার সময় )

প্রয়োজনীয় টাকা প্রদান করুন এবং ব্যাংক/মানি এক্সচেইঞ্জ/এমটিও এজেন্ট-কে কাজটি শুরু এবং সম্পন্ন করতে অনুরোধ করুন

ব্যাংক/এক্সচেইঞ্জ হাউজ/এমটিও এজেন্ট বিদেশ থেকে টাকা পাঠানোর সময় নিম্নলখিত বিষয়গুলো নিশ্চিত করে থাকেনঃ



প্রাপকের একটি রেজিস্টার্ড এবং বৈধ বিকাশ একাউন্ট রয়েছে

প্রাপকের বিকাশ একাউন্ট নাম্বার এবং পুরো নাম সঠিকভাবে প্রদান করা হয়েছে

পাঠানো রেমিটেন্স (বাংলাদেশী টাকায়) সীমা অতিক্রম করছে না*

বৈধ উপায়ে বাংলাদেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠালে প্রিয়জন পাবেন পাঠানো টাকার উপর ২.৫% সরকারি প্রণোদনা।

তালিকাভুক্ত মানি এক্সচেইঞ্জ/ব্যাংকসমূহ এবং যেসব দেশ থেকে রেমিটেন্স বা টাকা পাঠানো যাবেঃ


কোন মন্তব্য নেই:

Popular Posts