নেইমার-বিহীন ব্রাজিলের প্রতিপক্ষ আজ আরো 'অভিজ্ঞ ও শক্তিশালী' সুইজারল্যান্ড Qatar world cup 2022 Brazil VS Switzerland




কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও সুইজারল্যান্ড।
স্টেডিয়াম ৯৭৪-এ এই ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।
দুই দলের জন্যই এটা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ।


দুই দলই এই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করতে পারে। ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে, সুইজারল্যান্ড ক্যামেরনকে ১-০ গোলে হারিয়েছিল প্রথম ম্যাচে।

এই ম্যাচে নজর থাকবে রিচার্লিসনের ওপর

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে জোড়া গোল করে আলোচনায় আছেন স্ট্রাইকার রিচার্লিসন। গোটা ম্যাচে এই ফুটবলার তেমন পায়ে বল পাচ্ছিলেন না, প্রথমার্ধে একবার ধারাভাষ্যকাররা বলছিলেন রিচার্লিসনকে টেলিভিশন পর্দায় দেখাই যাচ্ছে না।
সেই রিচার্লিসনের করা গোল বারবার দেখালো টিভিতে, পত্রিকায় তার বাইসাইকেল কিকের বড় করে ছবি ছাপানো হলো পরের দিন, সোশাল মিডিয়ায় তার জীবনের গল্প বলে বেড়াচ্ছেন অনেকে।

রিচার্লিসন এখন ব্রাজিলের সেই তারকা যিনি বিশ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনছেন, সেবার ব্রাজিল তো বটেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাম্বার নাইন- রোনালদো জোড়া গোল করেছিলেন- সেটা অবশ্য বিশ্বকাপের ফাইনালে- জার্মানির বিপক্ষে। রিচার্লিসনের কাছে সমর্থকরা এখন এমন আশাই করেন।


ব্রাজিল দলের জন্য প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এসব আসলে উপলক্ষ্য মাত্র, বিশ্বকাপের ফাইনালে জয় ছাড়া ব্রাজিলের কোনও প্রাপ্তিই তৃপ্ত করবে না, পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলের সমর্থকদের।


নেইমারের জায়গায় কে খেলবেন


ব্রাজিলের অধিনায়ক নেইমার থাকছেন না গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে।
এই খবর পুরনো। কিন্তু প্রশ্ন হবে কে খেলবেন নেইমারের জায়গায়?
নেইমারের ইনজুরি ব্রাজিলের জন্য সবসময়ই খারাপ খবর, গত এক দেড় দশকে ব্রাজিলে নেইমারের চেয়ে বড় তারকা কেউ আসেননি।

ব্রাজিলের মাটিতে ২০১৪ সালে নেইমার পিঠে চোট পেয়েছিলেন কোয়ার্টার ফাইনালের ম্যাচে, সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর গোটা ব্রাজিল দল বিমর্ষ হয়ে পড়েন। সেই সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিলের অবস্থা ছিল অবিস্মরণীয়- ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল, তাও ব্রাজিলেরই মাঠে বেলো হরিজন্তে স্টেডিয়ামে।


রাশিয়াতে ২০১৮ সালের ফিফা বিশ্বকাপেও নেইমার পুরোপুরি ফিট ছিলেন না, গোটা বছরই পায়ের পাতার একটি হাড় মেটাটারসালে চোট নিয়ে খেলেছেন।
এই চোটের রেশ প্রায় ২০২০ পর্যন্ত ছিল।
নেইমার আরও একবার বাদ, এবার গোড়ালির চোটে।


কিন্তু এবারের ব্রাজিলের স্কোয়াড আট বছর আগের স্কোয়াড থেকে শক্তিশালী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে খেলা ব্রুনো গুইম্যারেজ দুর্দান্ত ফর্মে ছিলেন, তিনিই সম্ভবত সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারের জায়গায় খেলবেন।

গুইম্যারেজ পুরোদস্তুর মিডফিল্ডার। নেইমারও সার্বিয়ার বিপক্ষে তার ফরোয়ার্ড রোল ছেড়ে খানিকটা নিচে নেমে এসে খেলেছেন।

গুইম্যারেজের জন্য নেইমারের জায়গা নেয়াটা তুলনামূলক সহজ হবে।

তার জন্য এটা একটা চ্যালেঞ্জও, হঠাৎ করে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারলে ব্রাজিলের কোচ তিতে তার ওপর সামনেও ভরসা রাখতে পারেন।

তিতের আরেক পছন্দের মিডফিল্ডার হলেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফ্রেড।

ফ্রেড খানিকটা রক্ষণাত্মক তবে তার আরেকটা প্লাস পয়েন্ট হলো তিনি ক্লাবে ক্যাসেমিরোর সাথে জুটি বেঁধে খেলেন।

সার্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে ফ্রেড খানিকটা ঝলক দেখিয়েছেন।

দূরপাল্লার একটি শট পোস্টে লেগে ফেরত এসেছিল।

ফ্রেড খুব সৃজনশীল ফুটবলার নন, কিন্তু তার কর্মক্ষমতা অনেক।

মাঠের দুই দিকেই ফ্রেডের অংশগ্রহণ থাকে চোখে পড়ার মতো।
রদ্রিগোকেও খেলাতে পারেন তিতে, রদ্রিগো রেয়াল মাদ্রিদের হয় নিজেকে প্রমাণ করেছেন।
বড় ম্যাচে তিনি পারফর্ম করেছেন। তুরিনে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ব্রাজিল।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, ওই তিনটি প্রস্তুতি ম্যাচে নেইমারের জায়গায় রদ্রিগো খেলেছেন।

ব্রাজিলের উইঙ্গার অ্যান্টনি ও মিডফিল্ডার লুকাস পাকোয়েতাও অনিশ্চিত সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে।

সুইজারল্যান্ড ব্রাজিলের জন্য শক্ত প্রতিপক্ষ
ব্রাজিল ২০১৮ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ১৬-তে উঠেছিল ঠিক।
কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাদের হারাতে পারেনি ব্রাজিল, ১-১ গোলে ড্র হয়েছিল সেই ম্যাচটি।
সুইজারল্যান্ডের তারকা ফুটবলার জার্দান শাকিরি বলেছেন, এবার আরও অনেক বেশি অভিজ্ঞতা ও শক্তি নিয়ে হাজির হয়েছে সুইজারল্যান্ড।
শাকিরির জন্য এটা চতুর্থ বিশ্বকাপ।
চার বছর আগের সেই ড্রকে ইতিবাচক হিসেবে দেখছেন শাকিরি।

“আমরা জানি আমরা কী পারি আমরা সে অনুযায়ী উন্নতি করছি। আমাদের এখন দারুণ অভিজ্ঞতা রয়েছে এবং আমরা বড় বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

জাতিসংঘ মহাসচিবের সন্তুষ্টি: বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম
সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম
NFC Door Locks: How Mobile Phones Are Revolutionizing Home & Office Security
$৩০৬ মিলিয়ন বিটকয়েন চুরির অভিযোগে অভিযুক্ত সিঙ্গাপুরের নাগরিক, ক্লাবে এক রাতে খরচ করতেন $৬৬৫,০০০, কিনেছেন ৩০টির বেশি বিলাসবহুল গাড়ি
চোখের চশমার পাওয়ার কখন পরিবর্তন করতে হবে? বা কখন নতুন চশমা নেবেন?
Understanding the New Demerit Point System for Construction and Manufacturing Sectors
সিঙ্গাপুরের বুন লেয়ে ফ্ল্যাটে তরুণের মৃতদেহ উদ্ধার, ৫৮ বছর বয়সী ব্যক্তি আটক
কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ: দুইজন গ্রেফতার, আদালতে রিমান্ড মঞ্জুর
পেট কমানোর উপায়
সিঙ্গাপুরে MRT Train এর ভেতরে মূত্রত্যাগের ঘটনায় ব্যক্তি কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি
উপরের পেটের ব্যথা: কারণ, প্রতিকার ও কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত
ফিতরার হার ও প্রবাসীদের ফিতরা আদায়ের সঠিক নিয়ম
সিদ্ধ সিমের বিচি খেলে কি উপকার হবে?
How to show blogspot post randomly in your gadget or website
Eid Mubarak 31-3-2025 Singapore
সিঙ্গাপুরের রোড সেইফটি: একটি উন্নত ব্যবস্থার মডেল
সিঙ্গাপুর কাস্টমসের কঠোর নজরদারি: অপরাধীদের জন্য কঠোর শাস্তি
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
How to add page post with photo and title in blogspot
কিডনি ও হার্ট ভালো রাখতে কী খাওয়া উচিত?
সিঙ্গাপুরে ব্যাপক প্রতারণা বিরোধী অভিযানে ২৫ জন গ্রেপ্তার, ৬৫ জন তদন্তের আওতায়
Complete Guide to Submitting an iReport for an Accident in Singapore
মোবাইল অতিরিক্ত স্ক্রলিং আমাদের মানসিক প্রশান্তি নষ্ট করতে পারে এবং কীভাবে এড়ানো যায়?
কোমরে মৃদু ব্যথা এবং দুর্বলতা থাকলে কি করবেন
Effective Toolbox Talk: 6 Key Steps for Workplace Safety
সেলমন মাছের জীবন চক্র
বাংলাদেশ হাই কমিশনে ই-পাসপোর্ট আবেদন: সম্পূর্ণ ধাপে ধাপে নির্দেশিকা
How to prevent visitors display light off when they browse website
Singapore Zakat Fitrah Rates for Ramadan 1446H/2025 Announced by MUIS
টনসিল কেন হয়? চিকিৎসা ও প্রতিকার
সিঙ্গাপুর মার্চের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত তৃতীয় মৌসুমি বায়ু প্রবাহ Monsoon Surge
Guideline for Muslim Workers in Singapore on Observing Ramadan at the Workplace
HONOR Magic7 Pro 5G – Full Specifications and Features
Samsung Galaxy S25 Ultra: The Ultimate Flagship Smartphone
প্রবাসী প্যাক – প্রিপেইড সিম ব্যবহারকারীদের জন্য
মাগুরায় শিশু ধর্ষণ মামলায় আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা
ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দিবে অস্ট্রেলিয়া
Singapore Standard Traffic management plan for Forklift operation
শরীরে হঠাৎ মৃত্যু কেন ঘটে? Suddenly death
Workplace Safety and Health (WSH) Rules for Working with Machines in Singapore