Recent post

Search

রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

'মেসি মোমেন্ট' আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখলো

আর্জেন্টিনার সমর্থকদের মনে বিশ্বকাপ নিয়ে যত আশা - তার সিংহভাগই ছিল লিওনেল মেসিকে ঘিরে।
বিশগজ দূর থেকে গোল করলেন সেই মেসিই - এমন এক মুহূর্তে, যখন আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা নির্ভর করছিল নানা সমীকরণ আর নানা 'যদি'ও ওপর।



কিন্তু শেষ পর্যন্ত মেসি আর ফার্নন্দেজের দুই গোলের সুবাদে কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে মেক্সিকোকে ২- ০ গোলে হারিয়ে আর্জেন্টিনা পয়েন্ট তালিকার দুই নম্বরে জায়গা করে নিয়েছে।

সৌদি আরবের কাছে স্মরণকালের সবচেয়ে আলোচিত এক ম্যাচে ২-১ গোলে হারা আর্জেন্টিনা এখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও দ্বিতীয় রাউন্ডে যেতে পারে, যদি তারা পোল্যান্ডকে হারায়।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা ছিল চাপে।

মেক্সিকান ফুটবলাররা গতি আর প্রেসিং ফুটবলের পসরা সাজিয়ে প্রথমার্ধে আর্জেন্টিনার রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে বেশ কয়েকবার।

আর্জেন্টিনার পায়ে বল বেশি ছিল, কিন্তু মেক্সিকান রক্ষণভাগে ঢুকতে বেশ বেগ পেতে হয়েছে লিওনেল মেসি আর আনহেল ডি মারিয়াদের।


বিবিসি রেডিও ফাইভ লাইভের ধারাভাষ্যকার ক্রিস সাটন বলেন, "আর্জেন্টিনাকে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠতেই হবে। এতে কোনও দ্বিধা নেই যে আক্রমণভাগ নিয়ে আর্জেন্টিনা এসেছে বিশ্বকাপে তা দুর্দান্ত - কিন্তু তারা যথাযথ ফল পাচ্ছে না।"

আর্জেন্টিনার চেয়ে মেক্সিকোর আশাই বেশি দেখছিলেন তখনও পর্যন্ত বিশ্লেষকেরা।
অন্তত ম্যাচের ৬৪ মিনিট পর্যন্ত এমনই মনে হচ্ছিল।
ঠিক তখন আসে এমন এক মুহূর্ত, যাকে ধারাভাষ্যকাররা বলছেন 'মেসি মোমেন্ট' - মেসির 'জাদুকরী' বাঁ পা থেকে ২০ গজী এক শট গোলবারের বাঁ দিক দিয়ে জালে জড়ালো, যেন এক গোলে আর্জেন্টিনার গোটা বিশ্বকাপ চাঙ্গা হয়ে উঠলো।

ক্রিস সাটন বলেছেন, গোলকিপার সুযোগই পায়নি এখানে, মেসি যেন অপেক্ষা করেছিলেন কখন তার জায়গা মতো বল পাবেনএবং এমন একটা মুহূর্ত তৈরি করবেন।

বিবিসির চিফ ফুটবল রাইটার ফিল ম্যাকনাল্টি লিখেছেন, "আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে শাসন করছিল - কিন্তু মেসির ওমন একটা মুহূর্ত দরকার হতোই। কী দারুণ গর্জন করে উঠলো গোটা স্টেডিয়াম। মেসির আবেগটাও দেখার মতোন ছিল।"



লিওনেল মেসি এখন ডিয়েগো ম্যারাডোনার সমান বিশ্বকাপে আট গোলের মালিক।
দুজনই সমান ২১ ম্যাচ খেলে ৮ গোল দিয়েছেন।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ দশ গোল দিয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্ততা।



লিওনেল মেসির এই গোলের পরে মেক্সিকোকে আর ম্যাচে পাওয়া যায়নি।
মনে হয়েছে, মেক্সিকো নিজেদের পরিকল্পনার বাইরে খেলছে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দ্রুত কয়েকটি পরিবর্তন করে মেক্সিকোর দলটিকে আরও অস্থিরতায় ফেলে দেন।

ম্যাচ শেষ হওয়ার আগে এঞ্জো ফার্নান্দেজ দারুণ এক বাঁকানো শট থেকে আর্জেন্টিনার দ্বিতীয় গোল এনে দেনএঞ্জো ফার্নান্দেজের ফিনিশিং 'অবিশ্বাস্য' বলছেন ক্রিস সাটন ।

ডান পায়ের শট, একদম জায়গামতো যেখানে তিনি চেয়েছেন সেখানেই জালে জড়িয়েছে।


প্রথমার্ধে পরিসংখানে আর্জেন্টিনার বলার মতো গোলে শটই ছিল না, দ্বিতীয়ার্ধে দুই শটে দুটিই গোল করেছে আর্জেন্টিনা।

লিওনেল মেসি নিজের ঘোষিত শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার আশা টিকিয়ে রাখলেন সমর্থকদের জন্য জাদুকরী এক মুহুর্ত উপহার দিয়ে।




কোন মন্তব্য নেই:

Popular Posts