আঁচল ফাউন্ডেশন পরিচালিত ওই সমীক্ষায় দেখা যায়, প্রেমঘটিত কারণে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। ছেলেদের চেয়ে মেয়েরা বেশি আত্মহত্যা করছে।
এতে আরও দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যার ঘটনা ঢাকা বিভাগে আর সবচেয়ে কম সিলেট বিভাগে।
‘বেড়েই চলেছে শিক্ষার্থীদের আত্মহত্যার হার: আমাদের উদ্বিগ্ন হওয়া কতটা জরুরি?’ শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শুক্রবার আঁচল ফাউন্ডেশন ওই সমীক্ষার ফল প্রকাশ করে।
সমীক্ষার তথ্য অনুসারে, ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত আট মাসে ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেন। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদরাসা, নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন।
তালিকায় শীর্ষে রয়েছেন স্কুল শিক্ষার্থীরা। ওই সময় ১৯৪ জন স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন কলেজ শিক্ষার্থীরা, যাদের মধ্যে আত্মহত্যা করেন ৭৬ জন। এছাড়া ওই সময়ে ৫০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ৪৪ জন মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেন।
রহমান/ সাজিদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন