সিন্দুকের চাবি যেমন আপনি কাউকে দেন না, তেমনি বিকাশ একাউন্টের পিন নাম্বার কিংবা অ্যাপ ভেরিফিকেশন কোড কখনোই কাউকে দিবেন না।
অন্যথায় আপনার টাকা ঝুঁকিতে পড়ে যাবে।
মনে রাখবেন, বিকাশ কখনোই আপনার একাউন্টের পিন নাম্বার কিংবা ভেরিফিকেশন কোড জানতে চাইবে না।
এছাড়াও আপনি লোভ, ভয় অথবা ভুল বিশ্বাসের উপর ভিত্তি করে মোবাইলে অপরিচিত কাউকে নিজের টাকা বিকাশ করবেন না।
তথ্য যাচাই করতে নিজের বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করুন এবং যেকোন অনিশ্চয়তা এড়াতে কল করুন বিকাশ হেল্পলাইন 16247 নাম্বারে।
এছাড়াও নিম্নলিখিত উপায়ে বিকাশ সম্পর্কিত যেকোনো প্রতারণার অভিযোগ করতে পারেনঃ
- নিকটস্থ বিকাশ সেন্টার বা বিকাশ প্লাসে যোগাযোগ করুন
- বিকাশ এর অফিশিয়াল ফেইসবুক পেইজ www.facebook.com/bkashlimited-এ ইনবক্স করুন
- support@bkash.com-এ ইমেইল করুন অথবা
- https://webchat.bkash.com/ ভিজিট করুন
- আরো জানতে ভিজিটঃ https://www.bkash.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন