Recent post

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ প্রাইজ বন্ড



বাংলাদেশ প্রাইজ বন্ড
মূল্যমানঃ ১০০ টাকা।


প্রতি ড্র তে প্রতি সিরিজে পুরস্কার

(ক) ৬,০০,০০০ টাকার প্রথম পুরস্কার একটি
(খ) ৩,২৫,০০০ টাকার দ্বিতীয় পুরস্কার একটি
(গ) ১,০০,০০০ টাকার তৃতীয় পুরস্কার দু’টি
(ঘ) ৫০,০০০ টাকার চতুর্থ পুরস্কার দু’টি
(ঙ) ১০,০০০ টাকার পঞ্চম পুরস্কার চল্লিশটি

অন্যান্য তথ্যাবলীঃ
(ক) প্রতি তিন মাস অন্তর (৩১ জানুয়ারী, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) ‘ড্র’ অনুষ্ঠিত হয়।
(খ) বন্ডে নির্দেশিত বিক্রয় তারিখ হতে নূন্যতম ২ (দুই) মাস অতিক্রমের পর উক্ত বন্ড ‘ড্র’ এর আওতায় আসবে।
(গ) ‘ড্র’ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ হতে দুই বছরের মধ্যে পুরস্কারের টাকা দাবী করতে হয়।

কোন মন্তব্য নেই:

Popular Posts