Recent post

Search

বুধবার, ২০ মার্চ, ২০১৯

মুর্শিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায়

Lalongeeti | লালনগীতি Logo
মুর্শিদ জানায় যারে
মর্ম সেই জানিতে পায়।
জেনে শুনে রাখে মনে
সে কি কারো কয়।।
নিরাকার হয় অচিন দেশে
আকার ছাড়া চলেনা সে।
নিরন্তর সাঁই অন্ত যার নাই
যে যা ভাবে হয়।।
মুনশি লোকের মুনশিগিরি
রস নাহি তার ফষ্টি ভারি।
আকার নাই যার বরজখ আকার
বলে সর্বদাই।।
নূরেতে কূল আলম পয়দা
আবার বলে পানির কথা।
নূর কি পানি বস্তু জানি
লালন ভাবে তাই।।

কোন মন্তব্য নেই:

Popular Posts