Recent post

নতুন আপডেট

বুধবার, ২০ মার্চ, ২০১৯

পারে কে যাবি তোরা আয় না জুটে

পারে কে যাবি তোরা আয় না জুটে।
নিতাইচাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে।।
হরি নামের তরী আর
রাধা নামের বাদাম তাঁর।
পারে যেতে ভয় কিরে আর নায়ে উঠে।।
নিতাই বড় দয়াময়
পারের কড়ি নাহি লয়।
এমন দয়াল মিলবে কি আর এই ললাটে।।
ভাগ্যবান যেই ছিল
সেই তরীতে পার হলো।
লালন ঘোর তুফানে প’লো ভক্তি চটে।।

কোন মন্তব্য নেই:

Popular Posts