Recent post

নতুন আপডেট

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

মৌমাছি , ছোট পাখি, পিপীলিকা কাজের লোক

কাজের লোক

নবকৃষ্ণ ভট্টাচার্য




“মৌমাছি, মৌমাছি, 
কোথা যাও নাচি' নাচি' 
দাঁড়াও না একবার ভাই।'' 
“ওই ফুল ফোটে বনে, 
যাই মধু আহরণে 
দাঁড়াবার সময় তো নাই।'' 

“ছোট পাখি, ছোট পাখি, 
কিচি-মিচি ডাকি ডাকি' 
কোথা যাও বলে যাও শুনি?'' 
“এখন না ক'ব কথা, 
আনিয়াছি তৃণলতা, 
আপনার বাসা আগে বুনি।'' 

“পিপীলিকা, পিপীলিকা, 
দল-বল ছাড়ি একা 
কোথা যাও, যাও ভাই বলি।'' 
“শীতের সঞ্চয় চাই, 
খাদ্য খুঁজিতেছি তাই 
ছয় পায়ে পিল পিল চলি।'' 

কোন মন্তব্য নেই:

Popular Posts