Recent post

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

প্রতিক্ষা

মাহবুব রেজভী,


খুঁজেছি তোমায় দিনের শুরুতে
খুঁজে ফিরি একাকী দুপুরে,
ক্লান্ত বিকেলের পরন্ত রোদে ঐ দূর পথে ।
খুঁজি তোমায় দিনের শেষে
সন্ধার আঁধারে আশার আলো জ্বেলে।
পূর্ণীমার চাঁদ হয়ে এসে ছিলে তুমি মোর ঘরে
শীতল স্নীগ্ধ শান্তির পরশ নিয়ে ।
ভোরের আলোয় মিলিয়ে গেলে
 পাইনি কোথাও খুঁজে।
শুরু হলো খুঁজা ,
সারা দিন সারা বেলা ।
এসো তুমি ফিরে
দোয়ার রেখেছি খোলে,
তোমার পথ চেয়ে !!!

কোন মন্তব্য নেই:

Popular Posts