Recent post

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

বিদ্যুতের নতুন সংযোগ

বিদ্যুতের নতুন সংযোগ 



বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের জন্য আবেদনকারীকে উপজেলা/জেলা পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করতে হয় এবং ক্যাশ শাখায় সমীক্ষা ফি জমা দিতে হয়।
অতঃপর সংশ্লিষ্ট অফিস প্রধান ওয়্যারিং পরিদর্শককে প্রাথমিক সমীক্ষার জন্য দায়িত্ব প্রদান করেন। ওয়্যারিং পরিদর্শক প্রাথমিক সমীক্ষা সম্পাদনপূর্বক সদস্য সেবা কর্মকর্তার নিকট উপস্থাপন মতামতসহ প্রতিবেদন উপস্থাপন করেন। 
বিদ্যুৎ সংযোগ প্রদানের যথার্থতা পাওয়া গেলে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা হয় এবং গ্রাহককে অবহিত করা হয়। 
গ্রাহক তার প্রতিষ্ঠানে ওয়্যারিং সম্পাদন করবেন এবং ওয়্যারিং যথাযথ আছে কিনা তা ওয়্যারিং পরিদর্শক পরিদর্শন করে রিপোর্ট প্রদান করেন। 
রিপোর্ট যথাযথ থাকলে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য গ্রাহককে ক্যাশ শাখায় নিরাপত্তা জামানত জমা প্রদান করতে হয়। 
অতঃপর গ্রাহকের প্রতিষ্ঠানে মিটার প্রদান করে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয় এবং প্রযোজ্য ক্ষেত্রে লাইন নির্মাণের জন্য সমীক্ষা করা হয় এবং সংশ্লিষ্ট আবেদনকারী প্রতিষ্ঠান লাইন নির্মাণ খরচ বহন করেন।

সেবা প্রাপ্তির সময়:

১. সার্ভিস ড্রপের আওতায় ১৫-৩০ দিন 
২. লাইন নির্মাণের ক্ষেত্রে ৩-৬ মাস -

নতুন সংযোগের জন্য আবেদন ফি 

ক. বাড়ি/বাণিজ্যিক/দাতব্য প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগের জন্য একক-দলগত আবেদনের ক্ষেত্রে: 
একক আবেদনের ক্ষেত্রে ১০০.০০ টাকা 
২ হইতে ৯ জন পর্যন্ত আবেদনের (জনপ্রতি) ক্ষেত্রে: ১০০.০০ টাকা 
১০ হইতে ২০ জন পর্যন্ত গ্র“প সংবলিত আবেদনের ক্ষেত্রে (নির্ধারিত) ১৫০০.০০ টাকা 
২১ জন ও তদূর্ধ্বের গ্র“প সংবলিত আবেদনের ক্ষেত্রে (নির্ধারিত): ২০০০.০০ টাকা 
খ. সেচ সংযোগের জন্য
আবেদনের সাথে ২৫০.০০ (দুইশত পঞ্চাশ) টাকা সমীক্ষা ফি জমা প্রদান করতে হবে। 
সংযোগের চুক্তি সম্পাদনের প্রাক্কালে আবেদনকারীর ০২ (দুই) কপি ছবি সত্যায়িত (রঙিন) জমা দিতে হবে .
গ. যেকোনো ধরনের অস্থায়ী সংযোগের জন্য 
১৫০০.০০ (পনেরো শত) টাকা 
ঘ. উপরে বর্ণিত সংযোগ ও শিল্পপ্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো সাময়িক/স্থায়ী সংযোগের জন্য 
১৫০০.০০ (পনেরো শত) টাকা
 ঙ. শিল্পপ্রতিষ্ঠানে সংযোগের জন্য: জিপি: ২৫০০.০০ টাকা 
এলপি: ৫০০০.০০ টাকা 
চ. পোল স্থানান্তর/লাইন রুট পরিবর্তন/সমিতি কর্তৃক স্থাপিত অন্য গ্রাহকের সার্ভিস ড্রপ স্থানান্তরের জন্য
৫০০.০০ টাকা নতুন সংযোগের জন্য জামানতের পরিমাণ আবাসিক, বাণিজ্যিক ও দাতব্য প্রতিষ্ঠানের ফেরতযোগ্য জামানত ০.৫ কি. ও. লোড পর্যন্ত ৫০০.০০ টাকা,
 ০.৬ কি. ও. থেকে ১ কি. ও. পর্যন্ত ৬০০.০০ টাকা 
এবং ১ কি. ও. এর উপরে ৫ কি. ও. পর্যন্ত প্রতি কি. ও./ভগ্নাংশের জন্য ২০০.০০ টাকা হারে জামানত জমা নিতে হবে। 
৫ কি. ও. এর ঊর্ধ্বে সংযুক্ত লোড (কি.ও. অথবা কেভিএ × ০.৯০) × ৮ ঘণ্টা × ২৫ দিন × ২ মাস × বিদ্যুৎ মূল্য হার (টাকা/প্রতি কি.ও.
ঘ. সেচ (অগভীর নলকূপ সংযোগের ক্ষেত্রে 
জামানতের পরিবর্তে অগ্রিম বিদ্যুৎ বিল (১২৫.০০ টাকা × ৫ মাস × অশ্বশক্তি) যেমন ৫ অশ্বশক্তি =১২৫ × ৫ × ৫ = ৩১২৫.০০ টাকা সর্বনিম্ন অগ্রিম বিদ্যুৎ বিল = ৩০০০.০০ টাকা)। 
গভীর (নলকূপ) এর ক্ষেত্রে প্রতি অশ্বশক্তি ১০০০.০০ টাকা হিসাবে অগ্রিম বিদ্যুৎ বিল নিতে হবে। যেমন- ২৫ অশ্বশক্তি ২৫ × ১০০০ = ২৫০০০.০০ টাকা। 
স্ট্রীট লাইট এর ক্ষেত্রে ৬ মাসের মিনিমাম বিদ্যুৎ বিল অর্থাৎ ২৫০ × ৬ = ১৫০০.০০ টাকা। জি.পি/এলপি এর ক্ষেত্রে চুক্তিবদ্ধ লোড × ৮ ঘণ্টা × ২৫ দিন × ২ মাস রেট। অথবা, প্রতি কি. ও. ১৭২০ টাকা হিসেবে। যেমন- ৩০ কি.ও. এর জামানত ৩০ × ৮ × ২৫ × ২ × ৪.৩০ = ৫১,৬০০ টাকা। * পবিস নির্দেশিকা ১০০ সিরিজ, ও ৩০০ সিরিজ অনুযায়ী লাইন নির্মাণের খরচ (প্রযোজ্য ক্ষেত্রে) * পবিস নির্দেশিকা ৩০০ সিরিজ অনুযায়ী নিরাপত্তা জামানত প্রদান 
Kishoreganj District people can apply online for new connection.
To know more click on this link কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

কোন মন্তব্য নেই:

Popular Posts