Recent post
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
কটিয়াদী বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন
কিশোরগঞ্জ জেলার মধ্যে সকল উপজেলা ও গ্রামে নতুন বিদ্যুতের সংযোগ পেতে নিচের লিংকে ক্লিক করুন
Application form
এবংসংযোগ নিয়মাবলী
এই লিংক এ ক্লিক করে ফী এবং প্রয়োজনীয় কাগজ পত্রের সকল তথ্য পেতে পারেন।শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
বিদ্যুতের নতুন সংযোগ
বিদ্যুতের নতুন সংযোগ
বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের জন্য আবেদনকারীকে উপজেলা/জেলা পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করতে হয় এবং ক্যাশ শাখায় সমীক্ষা ফি জমা দিতে হয়।
অতঃপর সংশ্লিষ্ট অফিস প্রধান ওয়্যারিং পরিদর্শককে প্রাথমিক সমীক্ষার জন্য দায়িত্ব প্রদান করেন। ওয়্যারিং পরিদর্শক প্রাথমিক সমীক্ষা সম্পাদনপূর্বক সদস্য সেবা কর্মকর্তার নিকট উপস্থাপন মতামতসহ প্রতিবেদন উপস্থাপন করেন।
বিদ্যুৎ সংযোগ প্রদানের যথার্থতা পাওয়া গেলে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা হয় এবং গ্রাহককে অবহিত করা হয়।
গ্রাহক তার প্রতিষ্ঠানে ওয়্যারিং সম্পাদন করবেন এবং ওয়্যারিং যথাযথ আছে কিনা তা ওয়্যারিং পরিদর্শক পরিদর্শন করে রিপোর্ট প্রদান করেন।
রিপোর্ট যথাযথ থাকলে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য গ্রাহককে ক্যাশ শাখায় নিরাপত্তা জামানত জমা প্রদান করতে হয়।
অতঃপর গ্রাহকের প্রতিষ্ঠানে মিটার প্রদান করে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয় এবং প্রযোজ্য ক্ষেত্রে লাইন নির্মাণের জন্য সমীক্ষা করা হয় এবং সংশ্লিষ্ট আবেদনকারী প্রতিষ্ঠান লাইন নির্মাণ খরচ বহন করেন।
সেবা প্রাপ্তির সময়:
১. সার্ভিস ড্রপের আওতায় ১৫-৩০ দিন
২. লাইন নির্মাণের ক্ষেত্রে ৩-৬ মাস -
নতুন সংযোগের জন্য আবেদন ফি
ক. বাড়ি/বাণিজ্যিক/দাতব্য প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগের জন্য একক-দলগত আবেদনের ক্ষেত্রে:
একক আবেদনের ক্ষেত্রে ১০০.০০ টাকা
২ হইতে ৯ জন পর্যন্ত আবেদনের (জনপ্রতি) ক্ষেত্রে: ১০০.০০ টাকা
১০ হইতে ২০ জন পর্যন্ত গ্র“প সংবলিত আবেদনের ক্ষেত্রে (নির্ধারিত) ১৫০০.০০ টাকা
২১ জন ও তদূর্ধ্বের গ্র“প সংবলিত আবেদনের ক্ষেত্রে (নির্ধারিত): ২০০০.০০ টাকা
খ. সেচ সংযোগের জন্য
আবেদনের সাথে ২৫০.০০ (দুইশত পঞ্চাশ) টাকা সমীক্ষা ফি জমা প্রদান করতে হবে।
সংযোগের চুক্তি সম্পাদনের প্রাক্কালে আবেদনকারীর ০২ (দুই) কপি ছবি সত্যায়িত (রঙিন) জমা দিতে হবে .
গ. যেকোনো ধরনের অস্থায়ী সংযোগের জন্য
১৫০০.০০ (পনেরো শত) টাকা
ঘ. উপরে বর্ণিত সংযোগ ও শিল্পপ্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো সাময়িক/স্থায়ী সংযোগের জন্য
১৫০০.০০ (পনেরো শত) টাকা
ঙ. শিল্পপ্রতিষ্ঠানে সংযোগের জন্য: জিপি: ২৫০০.০০ টাকা
এলপি: ৫০০০.০০ টাকা
চ. পোল স্থানান্তর/লাইন রুট পরিবর্তন/সমিতি কর্তৃক স্থাপিত অন্য গ্রাহকের সার্ভিস ড্রপ স্থানান্তরের জন্য:
৫০০.০০ টাকা নতুন সংযোগের জন্য জামানতের পরিমাণ আবাসিক, বাণিজ্যিক ও দাতব্য প্রতিষ্ঠানের ফেরতযোগ্য জামানত ০.৫ কি. ও. লোড পর্যন্ত ৫০০.০০ টাকা,
০.৬ কি. ও. থেকে ১ কি. ও. পর্যন্ত ৬০০.০০ টাকা
এবং ১ কি. ও. এর উপরে ৫ কি. ও. পর্যন্ত প্রতি কি. ও./ভগ্নাংশের জন্য ২০০.০০ টাকা হারে জামানত জমা নিতে হবে।
৫ কি. ও. এর ঊর্ধ্বে সংযুক্ত লোড (কি.ও. অথবা কেভিএ × ০.৯০) × ৮ ঘণ্টা × ২৫ দিন × ২ মাস × বিদ্যুৎ মূল্য হার (টাকা/প্রতি কি.ও.
ঘ. সেচ (অগভীর নলকূপ সংযোগের ক্ষেত্রে
জামানতের পরিবর্তে অগ্রিম বিদ্যুৎ বিল (১২৫.০০ টাকা × ৫ মাস × অশ্বশক্তি) যেমন ৫ অশ্বশক্তি =১২৫ × ৫ × ৫ = ৩১২৫.০০ টাকা সর্বনিম্ন অগ্রিম বিদ্যুৎ বিল = ৩০০০.০০ টাকা)।
গভীর (নলকূপ) এর ক্ষেত্রে প্রতি অশ্বশক্তি ১০০০.০০ টাকা হিসাবে অগ্রিম বিদ্যুৎ বিল নিতে হবে। যেমন- ২৫ অশ্বশক্তি ২৫ × ১০০০ = ২৫০০০.০০ টাকা।
স্ট্রীট লাইট এর ক্ষেত্রে ৬ মাসের মিনিমাম বিদ্যুৎ বিল অর্থাৎ ২৫০ × ৬ = ১৫০০.০০ টাকা। জি.পি/এলপি এর ক্ষেত্রে চুক্তিবদ্ধ লোড × ৮ ঘণ্টা × ২৫ দিন × ২ মাস রেট। অথবা, প্রতি কি. ও. ১৭২০ টাকা হিসেবে। যেমন- ৩০ কি.ও. এর জামানত ৩০ × ৮ × ২৫ × ২ × ৪.৩০ = ৫১,৬০০ টাকা। * পবিস নির্দেশিকা ১০০ সিরিজ, ও ৩০০ সিরিজ অনুযায়ী লাইন নির্মাণের খরচ (প্রযোজ্য ক্ষেত্রে) * পবিস নির্দেশিকা ৩০০ সিরিজ অনুযায়ী নিরাপত্তা জামানত প্রদান
Kishoreganj District people can apply online for new connection.
To know more click on this link কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
To know more click on this link কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
Popular Posts
-
অধ্যাপক ডা. তাহমীনা বেগম শিশুরোগ বিশেষজ্ঞ প্রচণ্ড গরম আর তার সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। স্যাঁতসেঁতে আবহাওয়া। এই সময়ে নবজাতকসহ শুরু কর...
-
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পড়তে পারেন বই গুলো (বই গুলো লিংক সংগ্রহীত) Thedaily71 এর স্বাধীকার রাখে না। 1. যা দেখেছি যা শুনেছি যা ক...
-
প্রসবপূর্ব সেবা একজন নারী যখন গর্ভধারন করেন তখন তার দেহে বেশ কিছু পরিবর্তন ঘটে৷ এ সময় অনাগত শিশু ও মায়ের বিশেষ যত্ন প্রয়োজন হয়৷ একজন গর্...
-
To add bangla date in your website choose below listed any HTML code and past it in your website or blog. Example1: ৪ রবিউল আউয়াল, ১...
-
গ্যাসের সমস্যা হলে কি করবেন, কিভাবে মুক্তিপাবেন এ সমস্যা থেকে। না আমি রান্নারগ্যাসের কথা বলছিনা। পেটের গ্যাসের যন্ত্রণায়ভোগেননি বা প্রচ...
-
শিশুর স্বাস্থ্য সম্পূর্ণরূপে নির্ভর করে মা-বাবার উপর। কিন্তু শিশুকে ভালভাবে খাওয়ানো বেশিরভাগ মায়ের কাছে একটা সমস্যা। কারন খিদে পেলে শ...
-
সুষম খাদ্য (Balance diet) যে খাদ্যের মধ্যে মানবদেহের জন্য প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান পরিমাণমত বর্তমান থাকে, তাকেই এক কথায় সুষম খাদ্য বলা হ...
-
আমাদের বেঁচে থাকার অন্যতম উপাদান হচ্ছে রক্ত। শরীরের মোট ওজনের শতকরা ৭ ভাগ রক্ত থাকে। আর সেই রক্তের শতকরা ৯২ ভাগই থাকে জলীয় পদার্থ দ্বারা...
-
সম্পর্কে সমস্যা হতেই পারে। হতে পারে তা প্রেমিক কিংবা প্রেমিকার সাথে, হতে পারে বন্ধু কিংবা কলিগের সাথে, হতে পারে স্বামী-স্ত্রী-মা-বাবা কিংবা ...
-
How to Use Safety Harnesses Effectively Your safety harnesses will only prove effective if your workers actually wear them and wear them c...