সিঙ্গাপুর কাস্টমসের কঠোর নজরদারি: অপরাধীদের জন্য কঠোর শাস্তি

 

(file photo media crop)

সংবাদ প্রতিনিধি | সিঙ্গাপুর | ৯ মার্চ ২০২৫

সিঙ্গাপুর কাস্টমস চেকপয়েন্টে শুল্ক সংক্রান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছে। ঘোষণা করা হয়েছে যে, অপরাধীদের সর্বোচ্চ ৫,০০০ সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা অথবা আদালতে বিচারের সম্মুখীন হতে হতে পারে

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, ঘোষণা না করা বা ভুল তথ্য প্রদানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিলে উচ্চ পরিমাণের জরিমানা গুণতে হবে। বিশেষ করে, সিগারেট, শুল্কযোগ্য পণ্য, শুল্ক-মুক্ত পণ্য এবং জ্বালানির ক্ষেত্রে আইন ভঙ্গ করলে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে

শুল্ক ফাঁকি: কঠোর জরিমানা

চেকপয়েন্টে সিগারেট ঘোষণা না করলে বা ভুল ঘোষণা দিলে জরিমানার পরিমাণ হবে—

প্রথমবার অপরাধ: প্রতি প্যাকেট বা ২০টি স্টিকের জন্য ২০০ সিঙ্গাপুর ডলার
দ্বিতীয়বার অপরাধ: প্রতি প্যাকেট বা ২০টি স্টিকের জন্য ৫০০ সিঙ্গাপুর ডলার
তৃতীয়বার অপরাধ: প্রতি প্যাকেট বা ২০টি স্টিকের জন্য ৮০০ সিঙ্গাপুর ডলার

অন্য শুল্কযোগ্য পণ্য ঘোষণা না করলে—

প্রথমবার অপরাধ: শুল্কের ১০ গুণ জরিমানা
দ্বিতীয়বার অপরাধ: শুল্কের ১৫ গুণ জরিমানা
তৃতীয়বার অপরাধ: শুল্কের ২০ গুণ জরিমানা
(সর্বনিম্ন জরিমানা ৫০ সিঙ্গাপুর ডলার)

শুল্ক-মুক্ত পণ্য ঘোষণা না করলে ২০ গুণ জিএসটি (GST) মূল্য পর্যন্ত জরিমানা হতে পারে, যা কমপক্ষে ৫০ সিঙ্গাপুর ডলার হবে।

জ্বালানির কড়াকড়ি: ট্যাংক পূর্ণ না থাকলে শাস্তি

যদি কেউ সিঙ্গাপুর-নিবন্ধিত গাড়িতে তিন-চতুর্থাংশ (¾) ট্যাংকের চেয়ে কম জ্বালানি নিয়ে দেশ ছাড়তে চায়, তবে তাকে জরিমানা দিতে হবে—

সাধারণ গাড়ির ক্ষেত্রে (সেডান, SUV, MPV, হ্যাচব্যাক, কনভার্টিবল ইত্যাদি)
🔹 প্রথমবার অপরাধ: ১০০ সিঙ্গাপুর ডলার
🔹 দ্বিতীয়বার অপরাধ: ৩০০ সিঙ্গাপুর ডলার
🔹 তৃতীয়বার অপরাধ: ৫০০ সিঙ্গাপুর ডলার

বড় গাড়ির ক্ষেত্রে (ট্রাক, বাস, ভ্যান ইত্যাদি)
🔹 প্রথমবার অপরাধ: ৩০০ সিঙ্গাপুর ডলার
🔹 দ্বিতীয়বার অপরাধ: ৪০০ সিঙ্গাপুর ডলার
🔹 তৃতীয়বার অপরাধ: ৫০০ সিঙ্গাপুর ডলার

কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধীকে সিঙ্গাপুরে ফিরে গিয়ে জ্বালানি পূরণ করতে হতে পারে। যদি জ্বালানি গেজে কারসাজি করা হয়, তবে চালককে আদালতে বিচারের সম্মুখীন করা হবে

আপিলের সুযোগ, কিন্তু জরিমানা দেরি করলে আদালতে বিচার

যারা জরিমানা নিয়ে আপত্তি জানাতে চান, তারা কাস্টমস আপিল ফর্ম এর মাধ্যমে আপিল করতে পারবেন। তবে, আপিল করলেও জরিমানা কমানো বা মওকুফের নিশ্চয়তা নেই

কাস্টমস অফিসাররা সতর্ক করে বলেছেন, যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে তাকে আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। গুরুতর অপরাধের ক্ষেত্রে সরাসরি আদালতে অভিযোগ গঠন করা হবে

সিঙ্গাপুরের কাস্টমস আইন আরও কঠোর হচ্ছে

বিশ্বের অন্যতম কঠোর কাস্টমস নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখতে, সিঙ্গাপুর তার চেকপয়েন্টগুলোতে আরও কঠোর নজরদারি করছে

কাস্টমস কর্মকর্তারা সবাইকে সতর্ক করে বলেছেন—
"আইন ভঙ্গ করলে কঠোর শাস্তি অনিবার্য। কাস্টমস নিয়ম মেনে চলুন, নতুবা বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে।"

আরও তথ্যের জন্য, সিঙ্গাপুর কাস্টমসের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।


👉 Thedaily71 Whatsapp Group - যুক্ত হতে এখানে ক্লিক করুন 

👉 Thedaily71 Facebook Page এখানে ক্লিক করুন

👉 Thedaily71 Telegram Channel Subscribe এখানে ক্লিক করুন

👉 Thedaily71 Messenger Community এখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটধারীদের জন্য নতুন নিয়ম: চাকরির মেয়াদ সীমা বাতিল, সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস
সিঙ্গাপুরে ট্রেইনিং রেকর্ড এবং সার্টিফিকেট চেক করার বিস্তারিত গাইড
some common interview questions and answers for a Safety Coordinator position in Singapore
Bangla date add in your website HTML tips.
Safe work procedure for ferrying workers by lorry in singapore
ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের আল্টিমেটাম
Understanding the New Demerit Point System for Construction and Manufacturing Sectors
সিঙ্গাপুরে নতুন আইন: ১ জুলাই ২০২৫ থেকে ফুটপাথে বাইসাইকেল ও PMD চালানো নিষিদ্ধ, লঙ্ঘনে জরিমানা ও জেল
বসে থাকলেই কোমরে ব্যথা হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে
Loading posts...