Recent post

Search

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

প্রবাসীদের ব্যাংক একাউন্ট থাকা বাধ্যতামূলক





চাকরি নিয়ে বিদেশ যেতে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
 দেশের যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে। তবে নির্দিষ্ট কিছু ব্যাংকে অ্যাকাউন্ট না খুললে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাওয়া যাবে না, এমন তথ্যের ভিত্তি নেই।

রবিবার (২০ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম।



তিনি জানান, সোনালী ব্যাংকের সঙ্গে গেটওয়ে করা হয়েছে। ওখানে যেকোনো ব্যাংকের মাধ্যমে ফি দেওয়া যাবে। তবে বিদেশ গেলে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করেছে সরকার, যাতে কর্মীরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে পারেন। এখানে কোনো ব্যাংকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি।


সম্প্রতি সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক প্রচার পায়। একটি প্রচারণায় বলা হয়, ‌‘বিদেশ যেতে হলে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে (সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক) অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। যদি কারও ওইসব সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে, তাহলে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাওয়া যাবে না।’



এ বিষয়ে বিএমইটি মহাপরিচালক শহীদুল আলম জানান, সোনালী ব্যাংকের সঙ্গে গেটওয়ে করা হয়েছে। ওখানে যেকোনও ব্যাংকের মাধ্যমে ফি দেওয়া যাবে। এতে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই।

তবে বিদেশ গেলে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করেছে সরকার, যাতে কর্মীরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে পারেন। অ্যাকাউন্ট না থাকলে বিদেশে যাওয়া যাবে না।
 এখানে সরকারি কিংবা বেসরকারি ব্যাংকের কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।
বিদেশ যেতে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।


 তবে এই একাউন্ট দেশের যেকোনো ব্যাংকে খোলা যাবে।
 কিছুদিন হলো নির্দিষ্ট কিছু ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাওয়া যাবে না, এমন তথ্যে বিভ্রান্ত হচ্ছিলেন প্রবাসগামী চাকরি প্রার্থীরা।

রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

'মেসি মোমেন্ট' আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখলো

আর্জেন্টিনার সমর্থকদের মনে বিশ্বকাপ নিয়ে যত আশা - তার সিংহভাগই ছিল লিওনেল মেসিকে ঘিরে।
বিশগজ দূর থেকে গোল করলেন সেই মেসিই - এমন এক মুহূর্তে, যখন আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা নির্ভর করছিল নানা সমীকরণ আর নানা 'যদি'ও ওপর।



কিন্তু শেষ পর্যন্ত মেসি আর ফার্নন্দেজের দুই গোলের সুবাদে কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে মেক্সিকোকে ২- ০ গোলে হারিয়ে আর্জেন্টিনা পয়েন্ট তালিকার দুই নম্বরে জায়গা করে নিয়েছে।

সৌদি আরবের কাছে স্মরণকালের সবচেয়ে আলোচিত এক ম্যাচে ২-১ গোলে হারা আর্জেন্টিনা এখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও দ্বিতীয় রাউন্ডে যেতে পারে, যদি তারা পোল্যান্ডকে হারায়।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা ছিল চাপে।

মেক্সিকান ফুটবলাররা গতি আর প্রেসিং ফুটবলের পসরা সাজিয়ে প্রথমার্ধে আর্জেন্টিনার রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে বেশ কয়েকবার।

আর্জেন্টিনার পায়ে বল বেশি ছিল, কিন্তু মেক্সিকান রক্ষণভাগে ঢুকতে বেশ বেগ পেতে হয়েছে লিওনেল মেসি আর আনহেল ডি মারিয়াদের।


বিবিসি রেডিও ফাইভ লাইভের ধারাভাষ্যকার ক্রিস সাটন বলেন, "আর্জেন্টিনাকে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠতেই হবে। এতে কোনও দ্বিধা নেই যে আক্রমণভাগ নিয়ে আর্জেন্টিনা এসেছে বিশ্বকাপে তা দুর্দান্ত - কিন্তু তারা যথাযথ ফল পাচ্ছে না।"

আর্জেন্টিনার চেয়ে মেক্সিকোর আশাই বেশি দেখছিলেন তখনও পর্যন্ত বিশ্লেষকেরা।
অন্তত ম্যাচের ৬৪ মিনিট পর্যন্ত এমনই মনে হচ্ছিল।
ঠিক তখন আসে এমন এক মুহূর্ত, যাকে ধারাভাষ্যকাররা বলছেন 'মেসি মোমেন্ট' - মেসির 'জাদুকরী' বাঁ পা থেকে ২০ গজী এক শট গোলবারের বাঁ দিক দিয়ে জালে জড়ালো, যেন এক গোলে আর্জেন্টিনার গোটা বিশ্বকাপ চাঙ্গা হয়ে উঠলো।

ক্রিস সাটন বলেছেন, গোলকিপার সুযোগই পায়নি এখানে, মেসি যেন অপেক্ষা করেছিলেন কখন তার জায়গা মতো বল পাবেনএবং এমন একটা মুহূর্ত তৈরি করবেন।

বিবিসির চিফ ফুটবল রাইটার ফিল ম্যাকনাল্টি লিখেছেন, "আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে শাসন করছিল - কিন্তু মেসির ওমন একটা মুহূর্ত দরকার হতোই। কী দারুণ গর্জন করে উঠলো গোটা স্টেডিয়াম। মেসির আবেগটাও দেখার মতোন ছিল।"



লিওনেল মেসি এখন ডিয়েগো ম্যারাডোনার সমান বিশ্বকাপে আট গোলের মালিক।
দুজনই সমান ২১ ম্যাচ খেলে ৮ গোল দিয়েছেন।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ দশ গোল দিয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্ততা।



লিওনেল মেসির এই গোলের পরে মেক্সিকোকে আর ম্যাচে পাওয়া যায়নি।
মনে হয়েছে, মেক্সিকো নিজেদের পরিকল্পনার বাইরে খেলছে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দ্রুত কয়েকটি পরিবর্তন করে মেক্সিকোর দলটিকে আরও অস্থিরতায় ফেলে দেন।

ম্যাচ শেষ হওয়ার আগে এঞ্জো ফার্নান্দেজ দারুণ এক বাঁকানো শট থেকে আর্জেন্টিনার দ্বিতীয় গোল এনে দেনএঞ্জো ফার্নান্দেজের ফিনিশিং 'অবিশ্বাস্য' বলছেন ক্রিস সাটন ।

ডান পায়ের শট, একদম জায়গামতো যেখানে তিনি চেয়েছেন সেখানেই জালে জড়িয়েছে।


প্রথমার্ধে পরিসংখানে আর্জেন্টিনার বলার মতো গোলে শটই ছিল না, দ্বিতীয়ার্ধে দুই শটে দুটিই গোল করেছে আর্জেন্টিনা।

লিওনেল মেসি নিজের ঘোষিত শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার আশা টিকিয়ে রাখলেন সমর্থকদের জন্য জাদুকরী এক মুহুর্ত উপহার দিয়ে।




নেইমার-বিহীন ব্রাজিলের প্রতিপক্ষ আজ আরো 'অভিজ্ঞ ও শক্তিশালী' সুইজারল্যান্ড Qatar world cup 2022 Brazil VS Switzerland




কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও সুইজারল্যান্ড।
স্টেডিয়াম ৯৭৪-এ এই ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।
দুই দলের জন্যই এটা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ।


দুই দলই এই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করতে পারে। ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে, সুইজারল্যান্ড ক্যামেরনকে ১-০ গোলে হারিয়েছিল প্রথম ম্যাচে।

এই ম্যাচে নজর থাকবে রিচার্লিসনের ওপর

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে জোড়া গোল করে আলোচনায় আছেন স্ট্রাইকার রিচার্লিসন। গোটা ম্যাচে এই ফুটবলার তেমন পায়ে বল পাচ্ছিলেন না, প্রথমার্ধে একবার ধারাভাষ্যকাররা বলছিলেন রিচার্লিসনকে টেলিভিশন পর্দায় দেখাই যাচ্ছে না।
সেই রিচার্লিসনের করা গোল বারবার দেখালো টিভিতে, পত্রিকায় তার বাইসাইকেল কিকের বড় করে ছবি ছাপানো হলো পরের দিন, সোশাল মিডিয়ায় তার জীবনের গল্প বলে বেড়াচ্ছেন অনেকে।

রিচার্লিসন এখন ব্রাজিলের সেই তারকা যিনি বিশ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনছেন, সেবার ব্রাজিল তো বটেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাম্বার নাইন- রোনালদো জোড়া গোল করেছিলেন- সেটা অবশ্য বিশ্বকাপের ফাইনালে- জার্মানির বিপক্ষে। রিচার্লিসনের কাছে সমর্থকরা এখন এমন আশাই করেন।


ব্রাজিল দলের জন্য প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এসব আসলে উপলক্ষ্য মাত্র, বিশ্বকাপের ফাইনালে জয় ছাড়া ব্রাজিলের কোনও প্রাপ্তিই তৃপ্ত করবে না, পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলের সমর্থকদের।


নেইমারের জায়গায় কে খেলবেন


ব্রাজিলের অধিনায়ক নেইমার থাকছেন না গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে।
এই খবর পুরনো। কিন্তু প্রশ্ন হবে কে খেলবেন নেইমারের জায়গায়?
নেইমারের ইনজুরি ব্রাজিলের জন্য সবসময়ই খারাপ খবর, গত এক দেড় দশকে ব্রাজিলে নেইমারের চেয়ে বড় তারকা কেউ আসেননি।

ব্রাজিলের মাটিতে ২০১৪ সালে নেইমার পিঠে চোট পেয়েছিলেন কোয়ার্টার ফাইনালের ম্যাচে, সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর গোটা ব্রাজিল দল বিমর্ষ হয়ে পড়েন। সেই সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিলের অবস্থা ছিল অবিস্মরণীয়- ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল, তাও ব্রাজিলেরই মাঠে বেলো হরিজন্তে স্টেডিয়ামে।


রাশিয়াতে ২০১৮ সালের ফিফা বিশ্বকাপেও নেইমার পুরোপুরি ফিট ছিলেন না, গোটা বছরই পায়ের পাতার একটি হাড় মেটাটারসালে চোট নিয়ে খেলেছেন।
এই চোটের রেশ প্রায় ২০২০ পর্যন্ত ছিল।
নেইমার আরও একবার বাদ, এবার গোড়ালির চোটে।


কিন্তু এবারের ব্রাজিলের স্কোয়াড আট বছর আগের স্কোয়াড থেকে শক্তিশালী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে খেলা ব্রুনো গুইম্যারেজ দুর্দান্ত ফর্মে ছিলেন, তিনিই সম্ভবত সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারের জায়গায় খেলবেন।

গুইম্যারেজ পুরোদস্তুর মিডফিল্ডার। নেইমারও সার্বিয়ার বিপক্ষে তার ফরোয়ার্ড রোল ছেড়ে খানিকটা নিচে নেমে এসে খেলেছেন।

গুইম্যারেজের জন্য নেইমারের জায়গা নেয়াটা তুলনামূলক সহজ হবে।

তার জন্য এটা একটা চ্যালেঞ্জও, হঠাৎ করে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারলে ব্রাজিলের কোচ তিতে তার ওপর সামনেও ভরসা রাখতে পারেন।

তিতের আরেক পছন্দের মিডফিল্ডার হলেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফ্রেড।

ফ্রেড খানিকটা রক্ষণাত্মক তবে তার আরেকটা প্লাস পয়েন্ট হলো তিনি ক্লাবে ক্যাসেমিরোর সাথে জুটি বেঁধে খেলেন।

সার্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে ফ্রেড খানিকটা ঝলক দেখিয়েছেন।

দূরপাল্লার একটি শট পোস্টে লেগে ফেরত এসেছিল।

ফ্রেড খুব সৃজনশীল ফুটবলার নন, কিন্তু তার কর্মক্ষমতা অনেক।

মাঠের দুই দিকেই ফ্রেডের অংশগ্রহণ থাকে চোখে পড়ার মতো।
রদ্রিগোকেও খেলাতে পারেন তিতে, রদ্রিগো রেয়াল মাদ্রিদের হয় নিজেকে প্রমাণ করেছেন।
বড় ম্যাচে তিনি পারফর্ম করেছেন। তুরিনে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ব্রাজিল।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, ওই তিনটি প্রস্তুতি ম্যাচে নেইমারের জায়গায় রদ্রিগো খেলেছেন।

ব্রাজিলের উইঙ্গার অ্যান্টনি ও মিডফিল্ডার লুকাস পাকোয়েতাও অনিশ্চিত সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে।

সুইজারল্যান্ড ব্রাজিলের জন্য শক্ত প্রতিপক্ষ
ব্রাজিল ২০১৮ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ১৬-তে উঠেছিল ঠিক।
কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাদের হারাতে পারেনি ব্রাজিল, ১-১ গোলে ড্র হয়েছিল সেই ম্যাচটি।
সুইজারল্যান্ডের তারকা ফুটবলার জার্দান শাকিরি বলেছেন, এবার আরও অনেক বেশি অভিজ্ঞতা ও শক্তি নিয়ে হাজির হয়েছে সুইজারল্যান্ড।
শাকিরির জন্য এটা চতুর্থ বিশ্বকাপ।
চার বছর আগের সেই ড্রকে ইতিবাচক হিসেবে দেখছেন শাকিরি।

“আমরা জানি আমরা কী পারি আমরা সে অনুযায়ী উন্নতি করছি। আমাদের এখন দারুণ অভিজ্ঞতা রয়েছে এবং আমরা বড় বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারি।”

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

Watch Live Qatar world cup 2022

 To watch live Qatar football world cup 2022 Please wait Loading website bellow and Choose FIFA Live . Make sure you have stable internet connection. 

সোমবার, ২১ নভেম্বর, ২০২২

আর্জেন্টিনার মেসির জীবনের শেষ ম্যাচ আজ

সকালে সাংবাদিকদের চমকে দিয়ে হঠাৎ করেই সংবাদ সম্মেলনে দেখা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সন্ধ্যায় লিওনেল মেসিও কি আসবেন? মুখে মুখে এ আলোচনা। যদিও কাতারের সময় কাল বিকেল সাড়ে চারটায় এই লেখা শুরু করার সময়ও নিশ্চিত কোনো খবর নেই। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক ও কোচের আসাটা মোটামুটি নিয়মের মধ্যেই পড়ে। তবে অধিনায়কের আসাটা বাধ্যতামূলক কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেল না।


লিওনেল মেসি আসবেন কি আসবেন না, এ ব্যাপারে অনিশ্চয়তা ছিল (শেষ পর্যন্ত অবশ্য এসেছেন)। তবে একটা ব্যাপারে সবাইকে নিশ্চিত দেখলাম। মেসি যদি আসেনও, সেই সংবাদ সম্মেলন সুশীল কথাবার্তাতেই সীমাবদ্ধ থাকবে। মাঠে যতই বিধ্বংসীরূপে দেখা দেন না কেন, মাঠের বাইরে রোনালদোর মতো বিস্ফোরক কিছু বলার স্বভাব তাঁর কখনোই ছিল না। জীবনের শেষ বিশ্বকাপ শুরুর আগে তো আরও বলবেন না।

প্রচারের আলো তাঁকে সব সময়ই খুঁজে ফিরলেও লিওনেল মেসি সারা জীবনই যেন একটু আড়াল খুঁজে এসেছেন। এই বিশ্বে সবচেয়ে বেশি মানুষ চেনে, এমন চার-পাঁচটি নামের তালিকা করতে গেলেও তাঁর নামটা আসবে। কিন্তু এত বছর পাদপ্রদীপের আলোয় থাকার পরও তাতে যেন মেসির একটু অস্বস্তিই লাগে। সুযোগ পেলেই তাই নিভৃতি খোঁজেন। কাল বিকেলে আর্জেন্টিনার প্র্যাকটিস সেশনটাকেও তার আরেকটা প্রমাণ বলে ধরা যায়!

সৌদি আরবের বিপক্ষে এই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আজ, যা শুরু হবে কাতারের সময় বেলা একটায়। গত দুই দিন সন্ধ্যার পর একটু শীত-শীত লাগলেও দুপুরের রোদ এখনো গা পুড়িয়ে দেয়। সেই রোদে পুড়ে খেলতে হবে বলেই হয়তো আর্জেন্টিনার ম্যাচ-পূর্ব অনুশীলনটা শুরু হলো দুপুরে। তবে অকারণ শক্তিক্ষয় করতে না চেয়ে পরদিনের ম্যাচ শুরুর সময়ে নয়, মোটামুটি শেষের সময়ে। বিকেল তিনটায়।

এই বিশ্বকাপে কাতার বিশ্ববিদ্যালয়ে ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা। থাকা-খাওয়ায় পাঁচ তারকা হোটেলের সুযোগ-সুবিধাই মিলছে। বাড়তি পাওয়া যাচ্ছে খোলামেলা পরিবেশ, পাশেই বিশাল মাঠ, হোটেলের শৃঙ্খলার বদলে নিজেদের মতো সময় কাটানোর সুযোগ।

সাংবাদিকেরা অবশ্য ১৫ মিনিটই শুধু আর্জেন্টিনার অনুশীলন দেখার সুযোগ পেলেন। তা দেখতেই এক শর বেশি সাংবাদিকের ভিড়। আর্জেন্টাইনদেরও সংখ্যাধিক্য থাকবে স্বাভাবিক, তবে অন্য দেশেরও খুব কম নয়। যাঁদের অনেকেই পেশাদারত্বের দায় ভুলে দাবি করলেন, এত দূরে ছুটে যাওয়া শুধুই চর্মচক্ষে লিওনেল মেসিকে দেখবেন বলে। মেসি চলে যাওয়ার পরও আর্জেন্টিনা দলের অনুসারী থাকবে। তবে যত দিন তিনি আছেন, তত দিন আর্জেন্টিনা মানেই মেসি।


সাংবাদিকদের ক্যামেরা, সাংবাদিকদের চোখ যে তাঁকেই খুঁজে ফিরছে, মেসির তা জানা না থাকার কোনো কারণ নেই। মেসির চারিত্রিক বৈশিষ্ট্য বোঝাতে যে আড়াল খোঁজার কথা বলছিলাম, হতে পারে তা ঘটনাচক্রেই এখানে মিলে যাচ্ছে। তবে আর্জেন্টিনার খেলোয়াড়েরা গোল হয়ে ‘‌চোর-চোর’ খেলার সময় সাংবাদিকদের ক্যামেরা আর চোখ যে বলতে গেলে একবারও মেসিকে সামনাসামনি দেখতে পেল না, সেটার কারণ তো এটা হতেই পারে। মাঠের যে পাশটা সাংবাদিকদের জন্য নির্ধারিত, মেসি যে সেদিকে পেছন ফিরে দাঁড়িয়েছেন।

প্রথমে বল নিয়ে যে যার মতো একটু খেলার পর গা গরম করার দৌড়। এরপর ওই চোর-চোর খেলা। সাংবাদিকেরা দেখার সুযোগ পেলেন ওটুকুই। নির্ধারিত ১৫ মিনিট যে ওখানেই শেষ।

খেলোয়াড়দের শরীরী ভাষা থেকে তাঁদের মানসিক অবস্থা বুঝে নেওয়ার একটা চেষ্টা থাকে সাংবাদিকদের। ওইটুকু সময় দেখে যা করতে যাওয়া একেবারেই অর্থহীন। সিরিয়াস অনুশীলন শুরুর আগে ওই হালকা মেজাজের সময়টাতেও মেসিকে একবারও হাসতে না দেখাটাকে অবশ্য চাইলে ইঙ্গিতবহ মনে করাই যায়। কেউ তো লিখে (বা বলে) দিতেই পারেন, এবার না হলে আর কোনো দিনই নয়—এই চাপ অনুভব করতে শুরু করেছেন লিওনেল মেসি।

মিনিট ১৫ দেখে এমন কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়া হাস্যকর। তবে এটা অনুমান করতে মেসিকে দেখারই-বা কী দরকার! ফুটবল খেলে যা কিছু জেতা সম্ভব, সবই জিতেছেন। বাকি শুধু বিশ্বকাপ। সর্বকালের সেরা নিয়ে আলোচনায় অবধারিতভাবেই তাঁর নামটা আসে। অনেকের চোখে পেলে আর ম্যারাডোনার সঙ্গে পার্থক্যও গড়ে দেয় এটাই। ওই দুজন বিশ্বকাপ জিতেছেন, মেসি জিততে পারেননি। ক্যারিয়ারের একমাত্র এই অতৃপ্তি ঘোচানোর শেষ সুযোগের চাপ বোধ না করলে বলতে হবে, মেসি রক্ত-মাংসের মানুষ নন।


২০০৬ বিশ্বকাপে তিনি দলের তরুণ এক সদস্য। যে ম্যাচে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার বিদায়, সেই কোয়ার্টার ফাইনালে মাঠে নামারই সুযোগ পাননি। পরের চারটি বিশ্বকাপেই এসেছেন দলের প্রাণভোমরা হয়ে, চোখে স্বপ্ন নিয়ে। যে স্বপ্নের সবচেয়ে কাছ থেকে ফিরে আসার স্মৃতি নিশ্চয়ই অহর্নিশ পোড়ায় তাঁকে। মারাকানার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে স্বপ্নভঙ্গের পর হতাশ-বিষণ্ন-ভেঙে পড়া মেসির বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ নিতে যাওয়ার দৃশ্যটার মতো করুণ কিছু ফুটবল খুব বেশি দেখেনি।

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর এর চেয়েও আবেগময় দৃশ্য অবশ্য দেখা গেছে। ১৯৯০ ফাইনালে বিতর্কিত পেনাল্টিতে হারার পর মাঠে হাপুস নয়নে কেঁদেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। যে ম্যারাডোনার সঙ্গে মেসির নিত্য তুলনা, সেই ম্যারাডোনার মৃত্যুর পর এটা প্রথম বিশ্বকাপ। নিয়তি কি তাহলে কোনো ইঙ্গিত দিচ্ছে?

শুধু মেসির কারণেই আর্জেন্টিনাকে বিশ্বকাপজয়ী দেখতে চান, এই পৃথিবীতে এমন মানুষের সংখ্যা অগণ্য। মেসি তো অবশ্যই সেই স্বপ্ন নিয়ে এসেছেন, যদিও মুখে ফেবারিট হিসেবে আর্জেন্টিনার নামটা বলেনইনি। বলেছেন ব্রাজিল, ফ্রান্স আর ইংল্যান্ডের কথাই। হয়তো নিজেদের ওপর থেকে চাপ কমাতেই। কিন্তু তাতে কি আদৌ তা কমে!

প্রতিটি ম্যাচেই এই বিষম চাপ সঙ্গী করে নামবেন মেসি। ফুটবল দলীয় খেলা হতে পারে, কিন্তু এই বিশ্বকাপে এসে আর্জেন্টিনা যেন আরও বেশি করে মেসিতে বিলীন। জিতলে মেসি জিতবেন, হারলেও মেসি। আর্জেন্টিনা নিমিত্তমাত্র।


শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

শীতের আগে সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়



নভেম্বর আসছে মানে হলো আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। 
এই সময়ে প্রকৃতির সঙ্গে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয়। কারণ একটা সময় অনেক ঠান্ডা অনুভূত হতে পারে আবার কিছুক্ষণ পরেই ভীষণ গরম লাগতে পারে। 
তাপমাত্রার এই ওঠানামা, হঠাৎ বৃষ্টি এসব দেখতে সুন্দর মনে হতেই পারে তবে এখানেই শেষ নয়। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ে নানা রকম অসুখের ভয়ও।
ঋতু পরিবর্তনের এই সময়ে নিজেকে সুস্থ ও নিরাপদ রাখা জরুরি। 
কারণ এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সামান্য দুর্বল হলেও দেখা দিতে পারে সর্দি কাশি। সিজনাল সর্দি-কাশি বছরের এই সময়ে এবং এপ্রিল মাসের দিকে বেশি দেখা দেয়।
 এই দুই সময়ে আবহাওয়ায় বড় পরিবর্তন আসে। এসময়ে জ্বর, মাথা ব্যথা অথবা সর্দি-কাশি দেখা দিতে পারে। 
ঋতু পরিবর্তনের এই সময়ে সর্দি-কাশি হলে তা দূর করার জন্য কিছু ঘরোয়া উপায় জেনে নিন-



গাজরের স্যুপ
গাজর আমাদের চোখের দৃষ্টি বাড়ানোর জন্য পরিচিত। কিন্তু এছাড়াও এর আরও অনেক গুণ রয়েছে। গাজরে থাকা ভিটামিন এ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং শ্বাসযন্ত্রের অসুখ দূরে রাখে। এক বাটি গরম স্যুপ আপনাকে অনেকটাই আরাম দেবে। গাজরের স্যুপ খেলে তা আপনাকে সর্দি-কাশির সঙ্গে লড়াই করতে সাহায্য করবে।



বেসনের সিরা
এটি একটি আয়ুর্বেদিক রেসিপি যা মূলত পাঞ্জাবে তৈরি করা হয়। বেসন, ঘি, দুধ, হলুদ ও গোল মরিচ দিয়ে এটি তৈরি করা হয়। এটি গলা ও নাকের জন্য প্রশান্তিদায়ক গরম পানীয়। বিশেষজ্ঞের মতে, গোল মরিচ, আদা, হলুদ এবং এ অন্যান্য উপাদানগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। তাই এই মৌসুমে সর্দি-কাশি থেকে বাঁচতে এই পানীয় পান করতে পারেন।



হলুদ ও দুধ
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী উপাদান হিসেবে হলুদ সারা বিশ্বেই পরিচিত। 
এতে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ভাইরাল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।
 বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন একগ্লাস দুধ ও এক চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে খেলে সর্দি-কাশিসহ আরও অনেক অসুখ দূরে থাকে।



ঘরোয়া কাশির সিরাপ
আদা, মধু ও লেবুর রস দিয়ে এই ঘরোয়া কাশির সিরাপ তৈরি করা হয়। 
এই তিন উপাদানই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হিসেবে পরিচিত। 
মধুতে বিভিন্ন ধরনের অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান রয়েছে।
 জার্নাল পেডিয়াট্রিক্সে প্রকাশিত ২০১২ সালের একটি গবেষণায় বলা হয়েছে, মধু কাশি দূর করতে সাহায্য করে।

দেউলিয়া হয়ে যেতে পারে বিশ্বের ৫০টিরও বেশি উন্নয়নশীল দেশ




বিশ্বের ৫০টিরও বেশি উন্নয়নশীল দেশ ঋণ খেলাপির ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সংস্থা (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার।
 তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি উন্নত বিশ্বের দেশগুলো সহায়তা না করে তাহলে ঝুঁকিতে থাকা এসব দেশ দেউলিয়া হয়ে যেতে পারে। 
বৃহস্পতিবার মিসরে কপ-২৭ জলবায়ু সম্মেলনে এমন তথ্য জানান আচিম। খবর দ্য গার্ডিয়ানের।



আচিম স্টেইনার জানিয়েছেন, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান সুদ হার এমন পরিস্থিতির সৃষ্টি করছে যেখানে বেশ কয়েকটি দেশ ঋণ খেলাপির ঝুঁকিতে পড়েছে। 
যার মারাত্মক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে।

তিনি বলেন, ‘আমাদের তালিকায় এখন ৫৪টি দেশ রয়েছে যেগুলো ঋণ খেলাপির ঝুঁকিতে পড়তে পারে।
 যদি আমরা আরও ধাক্কা খাই, সুদের হার বাড়ে, ঋণ গ্রহণ আরও ব্যয়বহুল হয়ে যায়, জ্বালানির মূল্য, খাদ্যের মূল্য বাড়ে তাহলে আমরা দেখব এ দেশগুলো আর ঋণ পরিশোধ করতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘এটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে- শ্রীলঙ্কার দিকে তাকান।
যেটি এখন নিজের সঙ্গে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে চলছে।’


কপ-২৭ জলবায়ু সম্মেলনে জাতিসংঘের এ জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ঋণ খেলাপির ঝুঁকির বিষয়টি জলবায়ু মোকাবেলার ওপরও মারাত্মক প্রভাব ফেলবে। 
তিনি বলেছেন, ‘এরকম ঋণ খেলাপির ঝুঁকি জলবায়ু সমস্যা সমাধান আরও জটিল করে তুলবে। 
এটি অবশ্যই জলবায়ু কার্যক্রমকে সহায়তা করবে না।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উন্নত দেশগুলোর সহায়তা ছাড়া অনুন্নত দেশগুলো জলবায়ু সমস্যার সমাধান করতে পারবে না।

জাতিসংঘের ইউএনডিপির প্রধান আরও বলেছেন, জলবায়ুর সমস্যার কারণে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অর্থনৈতিক সমস্যা আরও বাড়ছে।
 তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব দেশ ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশগুলো যে সহায়তার প্রতিশ্রতি দিয়েছিল সেগুলো তারা পূরণ করেনি। 
কিন্তু এরমধ্যে ঝড়, বন্যা, খরা এবং তাপপ্রবাহের মতো সমস্যাগুলোর ঝুঁকি বাড়ছে।



তাছাড়া বৈশ্বিক পরিবর্তিত জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে এবং গ্রিনহাউজ গ্যাসের নির্মগণ মাত্রা কমিয়ে আনতে উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশগুলো বার্ষিক যে ১০০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রতি দিয়েছিল, সেটি যদি তারা না রাখে তাহলে এসব দেশ জাতিসংঘের জলবায়ু কার্যক্রম থেকে দূরে সরে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ




২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২। 
এই পোস্টে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানবেন। এই পোস্টে ফুটবল বিশ্বকাপ ২০২২ এর খেলাগুলোর বাংলাদেশ সময় অনুযায়ী সূচি দেওয়া হয়েছে। 
তাই বিশ্বকাপ ফুটবল ২০২২ এর খুশি পরিবার ও বন্ধুদের সাথে ভাগাভাগি করতে এখনই এই পোস্টটি শেয়ার করুন ও সবাইকে জানিয়ে দিন ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ।



ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ গ্রুপ 
গ্রুপ- এ এর কাতার ও ইকুইডর এর খেলার মাধ্যমে নভেম্বরের ২০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২২ এর আসর। 
ডিসেম্বর মাসের ১৮তারিখ ফাইনাল এর মাধ্যমে সমাপ্তি ঘটবে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর। 
চলুন দেখে নেওয়া যাক কোন কোন গ্রুপে কোন কোন দল রয়েছে।

Click Here Download App To watch Live Match


গ্রুপ এঃ কাতার, সেনেগাল, ইকুয়েডর, নেদারল্যান্ডস
গ্রুপ বিঃ ইংল্যান্ড, ইরান, ইউএসএ, ওয়েলস
গ্রুপ সিঃ আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডিঃ ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, টুনিশিয়া
গ্রুপ ইঃ স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান
গ্রুপ এফঃ বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জিঃ ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচঃ পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া


ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ চলবে একাধিক স্টেজে। 
প্রথম পর্ব অর্থাৎ গ্রুপ পর্বে সকল দল অংশগ্রণ করবে, এরপর রাউন্ড অফ ১৬ তে ১৬টি উত্তীর্ণ দল খেলবে।
এরপর যথাক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তৃতীয়স্থান নির্ধারণী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 
চলুন ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ জেনে নেওয়া যাক। 
এখানে উল্লেখিত সময় “রাত ১টা” বলতে 1AM বুঝানো হয়েছে। অর্থাৎ নভেম্বর ২২তারিখ রাত ১টা এর মানে হলো নভেম্বর ২১ এর রাত ১২টার পর আসা রাত ১টা।



গ্রুপ পর্ব
  • নভেম্বর ২০, কাতার বনাম ইকুইডর, রাত ১০টা
  • নভেম্বর ২১, ইংল্যান্ড বনাম ইরান, সন্ধ্যা ৭টা
  • নভেম্বর ২১, সেনেগাল বনাম নেদারল্যান্ডস, রাত ১০টা
  • নভেম্বর ২২, ইউএসএ বনাম ওয়েলস, রাত ১টা
  • নভেম্বর ২২, আর্জেন্টিনা বনাম সৌদি আরব, বিকাল ৪টা
  • নভেম্বর ২২, ডেনমার্ক বনাম টুনিশিয়া, সন্ধ্যা ৭টা
  • নভেম্বর ২২, মেক্সিকো বনাম পোল্যান্ড, রাত ১০টা
  • নভেম্বর ২৩, ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া, রাত ১টা
  • নভেম্বর ২৩, মরক্কো বনাম ক্রোয়েশিয়া, বিকাল ৪টা
  • নভেম্বর ২৩, জার্মানি বনাম জাপান, সন্ধ্যা ৭টা
  • নভেম্বর ২৩, স্পেন বনাম কোস্টারিকা, রাত ১০টা
  • নভেম্বর ২৪, বেলজিয়াম বনাম কানাডা, রাত ১টা
  • নভেম্বর ২৪, সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন, বিকাল ৪টা
  • নভেম্বর ২৪, উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া, সন্ধ্যা ৭টা
  • নভেম্বর ২৪, পর্তুগাল বনাম ঘানা, রাত ১০টা
  • নভেম্বর ২৫, ব্রাজিল বনাম সার্বিয়া, রাত ১টা
  • নভেম্বর ২৫, ওয়েলস বনাম ইরান, বিকাল ৪টা
  • নভেম্বর ২৫, কাতার বনাম সেনেগাল, সন্ধ্যা ৭টা
  • নভেম্বর ২৫, নেদারল্যান্ডস বনাম ইকুইডর, রাত ১০টা
  • নভেম্বর ২৬, ইংল্যান্ড বনাম ইএসএ, রাত ১টা
  • নভেম্বর ২৬, টুনিশিয়া বনাম অস্ট্রেলিয়া, বিকাল ৪টা
  • নভেম্বর ২৬, পোল্যান্ড বনাম সৌদি আরব, সন্ধ্যা ৭টা
  • নভেম্বর ২৬, ফ্রান্স বনাম ডেনমার্ক, রাত ১০টা
  • নভেম্বর ২৭, আর্জেন্টিনা বনাম মেক্সিকো, রাত ১টা
  • নভেম্বর ২৭, জাপান বনাম কোস্টারিকা, বিকাল ৪টা
  • নভেম্বর ২৭, বেলজিয়াম অনাম মরোক্কো, সন্ধ্যা ৭টা
  • নভেম্বর ২৭, ক্রোয়েশিয়া বনাম কানাডা, রাত ১০টা
  • নভেম্বর ২৮, স্পেন বনাম জার্মানি, রাত ১টা
  • নভেম্বর ২৮, ক্যামেরুন বনাম সার্বিয়া, বিকাল ৪টা
  • নভেম্বর ২৮, দক্ষিণ কোরিয়া বনাম ঘানা, সন্ধ্যা ৭টা
  • নভেম্বর ২৮, ব্রাজিল বনাম সুইজারল্যান্ড, রাত ১০টা
  • নভেম্বর ২৯, পর্তুগাল বনাম উরুগুয়ে, রাত ১টা
  • নভেম্বর ২৯, ইকুইডর বনাম সেনেগাল, রাত ৯টা
  • নভেম্বর ২৯, নেদারল্যান্ডস বনাম কাতার, রাত ৯টা
  • নভেম্বর ৩০, ইরান বনাম ইউএসএ, রাত ১টা
  • নভেম্বর ৩০, ওয়েলস বনাম ইংল্যান্ড, রাত ১টা
  • নভেম্বর ৩০, টুনিশিয়া বনাম ফ্রান্স, রাত ৯টা
  • নভেম্বর ৩০, অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক, রাত ৯টা
  • ডিসেম্বর ১, পোল্যান্ড বনাম আর্জেন্টিনা, রাত ১টা
  • ডিসেম্বর ১, সৌদি আরব বনাম মেক্সিকো, রাত ১টা
  • ডিসেম্বর ১, ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম, রাত ৯টা
  • ডিসেম্বর ১, কানাডা বনাম মরক্কো, রাত ৯টা
  • ডিসেম্বর ২, জাপান বনাম স্পেন, রাত ১টা
  • ডিসেম্বর ২, কোস্টারিকা বনাম জার্মানি, রাত ১টা
  • ডিসেম্বর ২, দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল, রাত ৯টা
  • ডিসেম্বর ২, ঘানা বনাম উরুগুয়ে, রাত ৯টা
  • ডিসেম্বর ৩, সার্বিয়া বনাম সুইজারল্যান্ড, রাত ১টা
  • ডিসেম্বর ৩, ক্যামেরুন বনাম ব্রাজিল, রাত ১টা


গ্রুপ অফ ১৬ 
গ্রুপ অফ ১৬ এর খেলা অনুষ্ঠিত হবে গ্রুপ স্টেজের শীর্ষ ১৬টি দল নিয়ে।
 এখানে আমরা আপাতত শুধুমাত্র খেলার সময় ও তারিখ উল্লেখ করছি, টুর্নামেন্ট চলাকালীন সময়ের উপর ভিত্তি করে স্ট্যান্ডিংস অনুসারে এই পোস্টের তথ্য আপডেট করা হবে। 
তাই চাইলে এই পোস্ট টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন বা ব্রাউজারে বুকমার্কও করে রাখতে পারেন।


  • ডিসেম্বর ৩, রাত ৯টা
  • ডিসেম্বর ৪, রাত ১টা
  • ডিসেম্বর ৪, রাত ৯টা
  • ডিসেম্বর ৫, রাত ১টা
  • ডিসেম্বর ৫, রাত ৯টা
  • ডিসেম্বর ৬, রাত ১টা
  • ডিসেম্বর ৬, রাত ৯টা
  • ডিসেম্বর ৭, রাত ১টা

কোয়ার্টার ফাইনাল
  • ডিসেম্বর ৯, রাত ৯টা
  • ডিসেম্বর ১০, রাত ১টা
  • ডিসেম্বর ১০, রাত ৯টা
  • ডিসেম্বর ১১, রাত ১টা

সেমি ফাইনাল
  • ডিসেম্বর ১৪, রাত ১টা
  • ডিসেম্বর ১৫, রাত ১টা
  • তৃতীয় স্থান নির্ধারনী
  • ডিসেম্বর ১৭, রাত ৯টা


ফাইনাল

ডিসেম্বর ১৮, রাত ৯টা



ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ টিকেট

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ এর টিকেট বিক্রি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
 ফিফা’র অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিশ্বকাপ ফুটবল এর টিকেট কেনা যাবে। টিকেট কিনতে ও বিস্তারিত জানতে FIFA.com/tickets লিংকে ভিজিট করুন।

বুধবার, ৯ নভেম্বর, ২০২২

পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা 2022 - 2023

পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা 2022- 23


আপনারা অনেকেই অনেক দেশে কাজ করার জন্য যেতে চান। 
আপনারা অন্যান্য দেশে যাওয়ার পূর্বে সকলে জানতে আগ্রহী হয়ে থাকেন বেশ কয়েকটি দেশ সম্পর্কে। 
তার মধ্যে একটি হলো পোল্যান্ড। আপনারা যারা পোল্যান্ডে কাজ করার জন্য যদি চান মূলত তাদের জন্যই আজকের আমাদের এই কনটেন্ট টি।


পোল্যান্ড কাজের ভিসা

আপনারা অনেকেই রয়েছেন যারা পোল্যান্ডে কাজ করতে যাবেন বা  যেতে চান। 
যে কারণে আপনারা পোল্যান্ড সম্পর্কে অনেকেই জানতে চান। 
আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব পোল্যান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য।
যেমন, 
  • পোল্যান্ড কাজের ভিসা পাবেন কিভাবে।
  •  পোল্যান্ড যেতে কত টাকা লাগে। 
  • পোল্যান্ডে কাজের বেতন কত।
  • পোল্যান্ড যেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন। 
  • পোল্যান্ডে কোন কাজ গুলোর চাহিদা বেশি। 
  • পোল্যান্ডে গিয়ে বাঙালিরা কি কি কাজ করেন
  •  এবং আরো পোল্যান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। 
আশা করি আপনারা সকলেই পোল্যান্ড কাজের ভিসা বা পোল্যান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ।




পোল্যান্ড যেতে কত টাকা লাগে
আপনারা যারা পোল্যান্ড যেতে চান প্রায় সকলেই জানতে আগ্রহী পোল্যান্ড যেতে কত টাকা লাগে সে সম্পর্কে। 
চলুন জেনে নিই পোল্যান্ড যেতে কত টাকা লাগে সে সম্পর্কে।
আপনারা যদি নিজে নিজে সবকিছু করে থাকেন তাহলে 90 থেকে এক লক্ষ টাকার মধ্যে পোল্যান্ড যেতে পারবেন বিমান খরচ বাদে। 
যদি আপনারা এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে যেতে চান তাহলে আপনাদের খরচ হবে প্রায় 5 লক্ষ টাকার মতো।
 আশা করি আপনারা বুঝতে পারছেন কত টাকা খরচ হতে পারে পোল্যান্ড যেতে সে সম্পর্কে।



পোল্যান্ডে কাজের বেতন কত
আপনারা যারা পোল্যান্ড কাজ করতে যাবেন বলে ভাবছেন তারা সকলেই জানতে চান পোল্যান্ডের কাজের বেতন কতো হতে পারে সে সম্পর্কে। 
আজকে আমরা আপনাদের সঙ্গে পোল্যান্ড এর কাজের বেতন সম্পর্কে আলোচনা করব আশা করি আপনারা সকলে উপকৃত হবেন।
 চলুন জেনে নিই পোল্যান্ড কাজের বেতন কত সে সম্পর্কে।

আপনি যদি পোল্যান্ডে গিয়ে কাজ করে থাকেন তাহলে আপনার মাসিক বেতন বাংলাদেশি মুদ্রায় প্রায় 70 হাজার টাকার মত পাবেন। 
কাজ এর উপর ভিত্তি করে বেতন কম বেশি হতে পারে। 
ওভার টাইম সহ কাজ করলে আপনার মাসিক বেতন সর্বোচ্চ আসতে পারে 90 হাজার টাকা।
 আশা করি আপনারা বুঝতে পেরেছেন পোল্যান্ডে কাজের বেতন কত সে সম্পর্কে।



পোল্যান্ড যাবার উপায় কি
আপনারা অনেকেই জানতে আগ্রহী হয়ে থাকেন পোল্যান্ডের যাবার উপায় কি সে সম্পর্কে জানার জন্য। আজকে আমরা আপনাদের সঙ্গে পোল্যান্ডের যাবার উপায় সম্পর্কে আলোচনা করব। চলুন জেনে নেই পোল্যান্ড যাওয়ার উপায় সম্পর্কে।

পোল্যান্ডে যদি আপনার কোন আত্মীয় থেকে থাকে তাহলে তাদের মাধ্যম দিয়ে আপনারা পোল্যান্ডে যেতে পারবেন। 
আপনি এজেন্সি বা দালালদের মাধ্যমে ও যে কোন দেশে যেতে পারবেন। 
তবে দালালদের থেকে দূরে থাকাই উত্তম।


পোল্যান্ডে কাজ পাবার উপায় কি
আপনারা যারা পোল্যান্ডে কাজ করতে যাবেন তারা অনেক সময় জানতে চান পোল্যান্ডে কাজ পাবার উপায় কি সে সম্পর্কে। পোল্যান্ডে যাওয়ার উপায় সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

আপনারা পোল্যান্ডের জব সাইটে গিয়ে সেখানে আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ের ওপর আবেদন করতে পারেন। 
সেখান থেকে আপনাকে যদি তারা নির্বাচন করে তাহলে আপনি তাদের মাধ্যম দিয়ে খুব সহজে পোল্যান্ডের চাকরি পাবেন এবং তাদের মাধ্যম দিয়ে খুব সহজে পোল্যান্ডে যেতে পারবেন।

অথবা আপনি আপনার কোন আত্মীয় যারা পোল্যান্ডে থাকে তাদের মাধ্যম দিয়ে আপনি কাজ পেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পোল্যান্ডে কাজ পাবার উপায় সম্পর্কে।



পোল্যান্ডে কোন কোন কাজের চাহিদা বেশি

আপনারা যারা পোল্যান্ডে যেতে চান তারা জানতে চান সেখানে কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে। চলুন জেনে নিই পোল্যান্ডে কোন কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে।
কন্সট্রাকশন ওয়ার্কার এর কাজ
  1. ক্লিনারের কাজ
  2. হোটেলের কাজ
  3. হাউস কিপারের কাজ
  4. ড্রাইভিং এর কাজ
  5. ডেলিভারির কাজ
পোল্যান্ডে মূলত উপরে উল্লেখিত কাজগুলোর চাহিদা বেশি হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পোল্যান্ডে কোন কোন কাজের চাহিদা বেশি রয়েছে সে সম্পর্কে।



পোল্যান্ড এর ভিসা খরচ কত
আপনি যদি পোল্যান্ডে যেতে চান তবে আপনার জানা উচিত পোল্যান্ড এর ভিসা খরচ কত সে সম্পর্কে। চলুন জেনে নিই পোল্যান্ড ভিসা খরচ কত সে সম্পর্কে বিস্তারিত তথ্য।

পোল্যান্ডে যেতে হলে আপনার ভিসা খরচ হবে প্রায় 30 থেকে 40 হাজার টাকার মতো। পোল্যান্ডে যেতে কত টাকা খরচ হয় সে সম্পর্কে আমরা উপরে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পোল্যান্ডের ভিসা খরচ কত সে সম্পর্কে।


পোল্যান্ডে বাঙালিরা কি কি কাজ করেন
আপনারা যারা পোল্যান্ডে কাজ করার জন্য যেতে চান তারা অনেক সময় জানতে চান পোল্যান্ডে বাঙালিরা কি কি কাজ করেন সে সম্পর্কে। চলুন জেনে নিই পোল্যান্ডে বাংলাটা কি কি কাজ করেন সে সম্পর্কে।
  • কন্সট্রাকশন ওয়ার্কার এর কাজ
  • ক্লিনারের কাজ
  • হোটেলের কাজ
  • হাউস কিপারের কাজ
  • ড্রাইভিং এর কাজ
  • ডেলিভারির কাজ
এসকল কাজগুলোই পোল্যান্ডে বাঙালিরা করে থাকেন। আরো অন্যান্য কাজ বাঙালিরা পোল্যান্ড এগিয়ে করে থাকেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাঙালিরা পোল্যান্ডে কি কি কাজ করেন সে সম্পর্কে।

পোল্যান্ড যেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন
আপনারা যারা পোল্যান্ড যেতে চান তাদের সকলের জানা প্রয়োজন পোল্যান্ড যেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় সে সম্পর্কে। 
আজকে আমরা আপনাদের সঙ্গে পোল্যান্ড যেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় সে সম্পর্কে আলোচনা করব। চলুন জেনে নিই পোল্যান্ড যেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন সে সম্পর্কে।

  • প্রথমত আপনার একটি পাসপোর্ট এর প্রয়োজন হবে।
  • পাসপোর্ট এর মেয়াদ অবশ্যই সর্বনিম্ন 6 মাস থাকতে হবে।
  • পাসপোর্টে দুইটা বা তার অধিক ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে।
  • সদ্য তোলা ছবির প্রয়োজন হবে।
  • করোনার টিকা কার্ড এর প্রয়োজন হবে।
  • এনআইডি কার্ড এর প্রয়োজন হবে।
  • মেডিকেল রিপোর্ট এর প্রয়োজন হবে।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর প্রয়োজন হবে।
  • আরো অন্যান্য ডকুমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আপনি যে কোম্পানিতে চাকরি করতে যাবেন তারা অথবা আপনি যার মাধ্যমে যাবেন তারা আপনাকে সকল তথ্য জানিয়ে দিবে।


পোল্যান্ড কেন যাবেন

আপনারা অনেকে জানতে চান আরো অনেক দেশ থাকতে কেন আমরা পোল্যান্ড যাব। আজকে আমরা আপনাদের সঙ্গে পোল্যান্ড কেন যাবেন সে সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা সকলে উপকৃত হবেন।

আপনারা সকলেই জানেন পোল্যান্ড ইউরোপের সেনজেন ভুক্ত একটি দেশ।
 এদেশে যদি আপনারা যান তাহলে পরবর্তীতে আপনি ইউরোপের 26 টি দেশের মধ্যে যেকোনো একটি দেশে সেটেল হতে পারবেন।
 আর এই তালিকায় স্পেন, ফান্স, পর্তুগাল, ইতালি ইত্যাদি এসকল দেশগুলো রয়েছে।
 যেহেতু পোল্যান্ডে সিটিজেন পাওয়ার সম্ভাবনা রয়েছে সে কারণে আপনারা সেখানে যেতে পারেন।


পোল্যান্ডে দক্ষ বা অদক্ষ দুই রকম এর কাজে পাওয়া যায়।
 যে কারণে পোল্যান্ডে কাজ পেতে আপনাদের কষ্ট তেমন হবেনা। এ সকল দিক বিবেচনা করে আপনি পোল্যান্ডে যেতে পারেন কাজ করার জন্য। 
আশা করি আমরা আপনাদেরকে বুঝাতে পেরেছি পোল্যান্ডে কেন যাবেন সে সম্পর্কে।




Popular Posts