Recent post

Search

শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

কি‌শোরগ‌ঞ্জে বা‌সের চাপায় অটো‌রিকশার ৩ যাত্রী গুরুতর আহত হ‌য়ে‌ছেন।



কি‌শোরগ‌ঞ্জে বা‌সের চাপায় অটো‌রিকশার ৩ যাত্রী গুরুতর আহত হ‌য়ে‌ছেন। 
আশঙ্কাজনক অবস্থায় তিন জন‌কেই ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার্ড করা হ‌য়ে‌ছে। শুক্রবার (২ জুলাই) রাত সা‌ড়ে ১০ টার দি‌কে কি‌শোরগঞ্জ- ভৈরব সড়‌কে সদর উপ‌জেলার চৌদ্দশত ইউ‌নিয়‌নের নান্দলা এলাকায় এ ঘটনা ঘ‌টে।


আহতরা হ‌চ্ছেন, নান্দলা এলাকার সা‌দেক হো‌সে‌নের ছে‌লে হি‌মেল (২৫), টিকুয়াইর গ্রা‌মের আ: হা‌শি‌মের ছে‌লে র‌ফিক মিয়া (৩৩) ও অ‌টো‌রিকসার চালক নোয়াপাড়া গ্রা‌মের আ: আহাদ (৬৫)। কি‌শোরগঞ্জ ফায়ার সা‌র্ভি‌সের হা‌বিলদার মো. হা‌বিবুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।


এলাকাবাসী জানায়, ঢাকা থে‌কে ময়মন‌সিংহগামী শ্যামলছায়া প‌রিবহ‌নের এক‌টি বাস নান্দলা এলাকায় বিপরীত দিক থে‌কে আসা এক‌টি অটোরিকসা‌কে চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার তিন যাত্রী।

খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের সহ‌যো‌গিতায় স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতালে পাঠায়। তা‌দের অবস্থা গুরুতর হওয়ায় তিনজন‌কেই ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার্ড করা হয়। ঘটনার পর পু‌লিশ বাস‌টি আটক ক‌রে‌ছে। ত‌বে চালক পা‌লি‌য়ে গে‌ছে।

কোন মন্তব্য নেই:

Popular Posts