সম্প্রতি সম্ভবত সব চেয়ে আলোচিত বিষয় হচ্ছে কাশ্মির।
আর সম্প্রতিই বা বলি কেন , সেই ১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় থেকে কাশ্মির নিয়ে চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে টানা পড়েন ।
এরই মধ্যে কাশ্মির বিভক্ত হয়েছে, পাকিস্তানি কাশ্মিরকে পাকিস্তানে বলা হচ্ছে আজাদ কাশ্মির, ভারতের জম্মু ও কাশ্মির রাজ্য কে বলা হচ্ছে ভারত অধিকৃত কাশ্মির ।
ঠিক তেমনি কথিত আজাদ কাশ্মির ভারতের দৃষ্টিতে পাকিস্তান পরিচালিত কাশ্মির ।
এই বাক-বিতন্ডা থেকে কয়েকবার ভারত-পাকিস্তান যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে, কাশ্মিরের এই সমস্যাকে কেন্দ্র করে ।
নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নের্তৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার জম্মু ও কাশ্মিরের বিশেষ অধিকার বাতিল করেছে।
আজ এ বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আলোচনার জন্য যোগ দিয়েছেন দু জন সাংবাদিক ও বিশ্লেষক ।
ভারতের কোলকাতা থেকে রয়েছেন সুমন চট্টোপাধ্যায় আর পাকিস্তানের করাচি থেকে রয়েছেন মাসকাওয়াথ আহসান।
আলোচনাটি সঞ্চালন করেছেন আনিস আহমেদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন