Ways to get rich

*ধনী হবার সহজ উপায় (Ways to get rich)

এগিয়ে যান প্রতিদিন সাফল্য অর্জনে বিকল্প নেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার। কিন্তু সাফল্যে পৌঁছানোর নেই সংক্ষিপ্ত পথ- পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধীর পায়ে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এজন্য চূড়ান্ত লক্ষ্যটিকে ভাগ করে নিন দিন হিসেবে। প্রতিদিনচেষ্টা করুন অন্তত একটি লক্ষ্য পূরণের। দিন শেষে সাফল্য-ব্যর্থতার হিসেব কষে ঠিক করুন পরবর্তী দিনের পরিকল্পনা। এ পদ্ধতিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের চাপ কমবে, বাড়বে সাফল্যের সম্ভাবনা।

*বলুন কম, শুনুন বেশি !

শুনতে নয়, বলতে ব্যাকুল সবাই। এমন প্রবণতা পরিহার করুন। অন্যরা কী বলছে, বলতে চাইছে তা শুনুন। কান পেতে নয়, মন দিয়ে! শুনলে অবগত হতে পারবেন অন্যের প্রত্যাশা সম্পর্কে। পরিকল্পনা বাঁধতে সুবিধা হবে তাতে। ধরুন, একটি ব্যবসা শুরু করলেন। এ বিষয়ে অন্যদের মতামত, পরামর্শ যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে ব্যবসা নিয়ে লোকের প্রত্যাশার জায়গাটি সম্পর্কে পাবেন ধারণা। এতে সুবিধা হবে।

*সাফল্য পেতে স্বাস্থ্যের যত্ন নিন
সাফল্যের চাবিকাঠি পরিশ্রম। পরিশ্রম করতে শরীরিক সামর্থ্য, সুস্থতা অত্যাবশ্যকীয়। সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করুন, গ্রহণ করুন স্বাস্থ্যকর খাবার। দৈনিক শরীরচর্চার অভ্যাস আপনাকে করে তুলবে নিয়মানুবর্তি। শারীরিক সুস্থতা আপনাকে প্রফুল্ল করবে। প্রত্যয় জোগাবে সাবলীলভাবে কঠোর পরিশ্রম করতে।

*রক্ষা করুন যোগাযোগ

কে কবে কী করেছে একা! সাফল্যের প্রতিটি গল্পে পার্শ্ব চরিত্রে যারা থাকেন তাদের অবদানও কম নয়। লক্ষ্যপূরণের পথে পাশে রাখুন বন্ধু ও শুভানুধ্যায়ীদের। নিয়মিত পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখুন।

গুরত্বপূর্ণ কিন্তু অপরিচিত ব্যক্তিদের সঙ্গে নিজ উদ্যোগে পরিচিত হোন।তাদের বিভিন্ন প্রয়োজনে চেষ্টা করুন সাধ্যমতো সহায়তার চেষ্টা করুন। ভবিষ্যতে আপনার প্রয়োজনেও পাশে পাবেন তাদের।

*পড়তে হবে প্রতিদিন

কেবল ছাত্রজীবনে নয়, পড়াশোনার অভ্যাস থাকা জরুরী জীবনের পুরোটা সময় জুড়ে। ব্যবসায়ী হোন বা চাকরিজীবী- দিনে অন্তত আধ ঘণ্টা পড়াশোনা করার সময় বের করুন। পড়ার বিষয় হতে পারে আপনার কর্মসংশ্লিষ্ট ব্যাপার কিংবা দেশ-বিদেশের সংবাদ। বর্তমান ঘটনাপ্রবাহ ও সর্বশেষ তথ্য অবগত থাকলে কাজ করতে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে
 

*বাড়িয়ে তুলুন দক্ষতা

চিন্তাভাবনায় ইতিবাচক হলে শুধু কাজকর্মে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে বিরাজ করবে শান্তিময়তা। মসৃণ হবে আপনার সাফল্যের পথ। নেতিবাচক ভাবনা ও হীনমন্যতাকে ঝেড়ে ফেলার অভ্যাস তৈরি করুন। এর মাধ্যমে যেকোন পরিস্থিতি ও প্রয়োজন সামাল দেয়ার এবং সিদ্ধান্ত নেয়ার আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন।

*সঞ্চয়ী হোন

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অর্থব্যয়ে কৌশলীদের সফল ও ধনী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আয় বুঝে ব্যয়ের সঙ্গতি তো থাকতেই হবে, থাকা চাই চাই সঞ্চয়ী মনোভাবও। হিসেব কষে অকারণ ব্যয়ের খাত কমিয়ে সঞ্চয় বাড়াতে পারলে দিন শেষে আপনারই লাভ। হটাত প্রয়োজনে কাজে লাগবে সঞ্চিত অর্থ। আর তাছাড়া হাতে কিছু নিজস্ব অর্থ জমা থাকলে ঝুঁকি নেয়ার সাহসও বাড়বে।

 *সমমনাদের সঙ্গে থাকুন

আদর্শ বা চেতনাগত অবস্থান থেকে যাদের সঙ্গে নিজের ভাবনার মিল খুঁজে পান, সময় কাটান তাদের সঙ্গে। সময় কাটান তাদের সঙ্গে। এতে ভাবনা বিনিময়ে স্বস্তি তো পাবেনই, সঙ্গে সাফল্যের পথ পাড়ি দেয়ার বিভিন্ন কৌশল, কায়দা এবং গ্রহণযোগ্য পরামর্শও পাবেন সহজে।

জীবন চলার সময় এসব চোট খাট বিষয় মাথাই নিয়ে চললে কিছুটা হলেও সুখ পাওয়া যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার উপায়
$৩০৬ মিলিয়ন বিটকয়েন চুরির অভিযোগে অভিযুক্ত সিঙ্গাপুরের নাগরিক, ক্লাবে এক রাতে খরচ করতেন $৬৬৫,০০০, কিনেছেন ৩০টির বেশি বিলাসবহুল গাড়ি
বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ইতিহাস
কোমরে মৃদু ব্যথা এবং দুর্বলতা থাকলে কি করবেন
Lifting and Rigging Safety: Toolbox Meeting Guide for Singapore
Toolbox talk topic relevant to the Singapore construction sector:
নারী নির্যাতন প্রতিরোধে ২৪ ঘণ্টার হটলাইন চালু করলো পুলিশ
সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটধারীদের জন্য নতুন নিয়ম: চাকরির মেয়াদ সীমা বাতিল, সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর
Workplace Literacy and Numeracy (WPLN) কিভাবে করবেন
কখন বুঝবেন আপনাকে কৃমির ওষুধ খেতে হবে?
Complete Guide to Checking Training Records and Certificates in Singapore
Best Fragrances to Attract Women: Scents That Draw Her Closer
শিশুদের কী খাওয়ালে সহজে সর্দি-জ্বর হবে না?
পরিচিতদের দ্বারাই শিশুরা বেশি নিপীড়নের শিকার
রয়্যাল এনফিল্ড: এক শতাব্দীর ঐতিহ্য ও বাইকপ্রেমীদের ভালোবাসার নাম
Complete Guide to Submitting an iReport for an Accident in Singapore
ধর্ষণের তদন্ত ১৫ দিনে ও বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে
সিঙ্গাপুরে ট্রেইনিং রেকর্ড এবং সার্টিফিকেট চেক করার বিস্তারিত গাইড
বাংলাদেশে নারী নিপীড়ন ও হয়রানির শাস্তি: কী বলছে আইন?
HONOR Magic7 Pro 5G – Full Specifications and Features
বিদেশ থেকে বাংলাদেশে বিকাশ একাউন্টে টাকা পাঠানোর সহজ উপায় | ৭ টাকা/হাজারে এটিএম থেকে এবং সরকারি ও ব্যাংক প্রণোদনা।
some common interview questions and answers for a Safety Coordinator position in Singapore
Guideline for Muslim Workers in Singapore on Observing Ramadan at the Workplace
সিঙ্গাপুরে জেব্রা ক্রসিং লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
সিঙ্গাপুরে অভিবাসন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে চীনা নাগরিকের তিন সপ্তাহের কারাদণ্ড
সালমান খান এর "সিকান্দার" ব্লকবাস্টার ঈদ ২০২৫ মুক্তির জন্য প্রস্তুত: এখন পর্যন্ত যা জানা গেছে
How to add page post with photo and title in blogspot
Eid Mubarak 31-3-2025 Singapore
Singapore Zakat Fitrah Rates for Ramadan 1446H/2025 Announced by MUIS
বসে থাকলেই কোমরে ব্যথা হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে
প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং: মোবাইল অ্যাপের মাধ্যমে নমিনি নির্ধারণ
টনসিল কেন হয়? চিকিৎসা ও প্রতিকার
শরীরে হঠাৎ মৃত্যু কেন ঘটে? Suddenly death
Construction Sector: Common English Words and Their Bangla Translations
পেট কমানোর উপায়
ফিতরার হার ও প্রবাসীদের ফিতরা আদায়ের সঠিক নিয়ম
Understanding the New Demerit Point System for Construction and Manufacturing Sectors
২৯ মার্চ ২০২৫ তারিখে একটি আংশিক সূর্যগ্রহণ ঘটবে।
সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
Effective Toolbox Talk: 6 Key Steps for Workplace Safety