বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা খুব সহজে ও নিরাপদে, দিনরাত ২৪ ঘণ্টা প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন আনলিমিটেড আর প্রিয়জন তা ক্যাশ আউট করতে পারবেন ৭ টাকা/হাজারে এটিএম থেকে*!
প্রবাসী বাংলাদেশিরা অনুমোদিত এবং তালিকাভুক্ত বিদেশি ব্যাংক, মানি ট্রান্সফার অর্গানাইজেশন (এমটিও) এবং মানি এক্সচেঞ্জ হাউজগুলোর মাধ্যমে বাংলাদেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন অনায়াসে।
প্রবাসী বাংলাদেশিরা এখন প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত, যত খুশি তত বার! সাথে সরকারি ও ব্যাংক প্রণোদনা তো থাকছেই! আর প্রিয়জন বিকাশ অ্যাপ ব্যবহার করে অথবা *২৪৭# ডায়াল করে যেকোনো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং Q-Cash এটিএম বুথ থেকে তা ক্যাশ আউট করতে পারবেন হাজারে মাত্র ৭ টাকা চার্জে!
কীভাবে এটিএম থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে রেমিটেন্স ক্যাশ আউট করবেন
বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের টাকা বিকাশ অ্যাপ ব্যবহার করে অথবা *২৪৭# ডায়াল করে যেকোনো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং নির্দিষ্ট Q-Cash এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন মাত্র হাজারে ৭ টাকা চার্জে* একদম সহজেই।
নিচের ব্যাংকগুলো থেকে ক্যাশ আউট করুনঃ
- সিটি ব্যাংক
- ব্র্যাক ব্যাংক
- Q-Cash পার্টনার ব্যাংক
যমুনা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, রুপালী ব্যাংক, বেসিক ব্যাংক, সীমান্ত ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, সিটিজেন্স ব্যাংক
ক্যাশ আউট করা যাবে এমন ATM বুথ আপনার আশেপাশে কোথায় আছে, তা কীভাবে বিকাশ অ্যাপ থেকে দেখতে পারবেন?
* বিকাশ অ্যাপের বিকাশ মেন্যুতে যান
* বিকাশ ম্যাপ সিলেক্ট করুন
* এটিএম সিলেক্ট করুন
* আপনার আশেপাশে কোন ATM থেকে ক্যাশ আউট করতে পারবেন তা দেখে নিন
বিকাশ অ্যাপ থেকে ATM এর লোকেশন দেখতে এখানে ক্লিক করুন
এটিএম ক্যাশ আউট রিকোয়েস্ট
এটিএম থেকে ক্যাশ আউট করার জন্য আপনার বিকাশ একাউন্টের জন্য একটি সিকিউরিটি কোড প্রয়োজন হবে। সিকিউরিটি কোডের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান অথবা বিকাশ অ্যাপে যান
- ‘Cash Out’ অপশনটি বেছে নিন
- ‘From ATM’ অপশনটি বেছে নিন
- আপনার বিকাশ পিন (PIN) নাম্বারটি দিন
- এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে আপনি একটি সিকিউরিটি কোড (OTP) পাবেন যা পরবর্তী ৫ (পাঁচ) মিনিট সক্রিয় থাকবে এবং ১ (এক) বারই ব্যবহার করা যাবে
এটিএম থেকে ক্যাশ আউটের লিমিট:
লেনদেনের ধরন | সর্বোচ্চ লেনদেন সংখ্যা | প্রতি লেনদেনে পরিমাণ | সর্বোচ্চ পরিমাণ | |||
দৈনিক | মাসিক | ন্যূনতম | সর্বোচ্চ | দৈনিক | মাসিক | |
সিটি ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট | ৫ | ২০ | ৩,০০০ | ১০,০০০ | ২৫,০০০ | ১,৫০,০০০ |
(ব্র্যাক ব্যাংক ও অন্যান্য ব্যাংক) এটিএম থেকে ক্যাশ আউট | ৩,০০০ | ২০,০০০ |
*১৯ মার্চ, ২০২৪ থেকে বিকাশ একাউন্টে গ্রহণ করা রেমিটেন্সের ক্যাশ আউটে এই চার্জ প্রযোজ্য
ব্র্যাক ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট
বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায় এমন যেকোনো ব্র্যাক ব্যাংক এটিএম থেকে টাকা তুলতে প্রথমে আপনার বিকাশ একাউন্টের জন্য একটি সিকিউরিটি কোড প্রয়োজন হবে। সিকিউরিটি কোডের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান অথবা বিকাশ অ্যাপে যান
- ‘Cash Out’ অপশনটি বেছে নিন
- ‘From ATM’ অপশনটি বেছে নিন
- আপনার বিকাশ পিন (PIN) নাম্বারটি দিন
- এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে আপনি একটি সিকিউরিটি কোড (OTP) পাবেন যা পরবর্তী ৫ (পাঁচ) মিনিট সক্রিয় থাকবে এবং ১ (এক) বারই ব্যবহার করা যাবে
এবার এটিএম বুথ ক্যাশ আউট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:-
- এটিএম স্ক্রিনের নিচের দিকে বাম কোনায় থাকা ‘bKash Cash Out’ বাটনে চাপ দিন
- আপনার পছন্দের ভাষা বেছে নিন
- বিকাশ একাউন্ট নাম্বার দিন
- ক্যাশ আউটের পরিমাণ দিন
- এসএমএস এর মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোডটি দিন
- আপনার দেয়া তথ্যাদি যাচাই করে নিশ্চিত করুন
- টাকা এবং রিসিট গ্রহণ করুন
- আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাবেন
সিটি ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট
বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায় এমন যেকোনো সিটি ব্যাংক এটিএম থেকে টাকা তুলতে প্রথমে আপনার বিকাশ একাউন্টের জন্য একটি সিকিউরিটি কোড প্রয়োজন হবে। সিকিউরিটি কোডের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান অথবা বিকাশ অ্যাপে যান
- ‘Cash Out’ অপশনটি বেছে নিন
- ‘From ATM’ অপশনটি বেছে নিন
- আপনার বিকাশ পিন (PIN) নাম্বারটি দিন
- এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে আপনি একটি সিকিউরিটি কোড (OTP) পাবেন যা পরবর্তী ৫ (পাঁচ) মিনিট সক্রিয় থাকবে এবং ১ (এক) বারই ব্যবহার করা যাবে
এবার এটিএম বুথ ক্যাশ আউট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:-
- এটিএম স্ক্রিনের নিচের দিকে বাম কোনায় থাকা ‘bKash Cash Out’ বাটনে চাপ দিন
- বিকাশ একাউন্ট নাম্বার দিন
- ক্যাশ আউটের পরিমাণ দিন
- এসএমএস এর মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোডটি দিন
- আপনার দেয়া তথ্যাদি যাচাই করে নিশ্চিত করুন
- টাকা এবং রিসিট গ্রহণ করুন
- আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাবেন
Q-Cash এটিএম থেকে ক্যাশ আউট
Q-Cash এটিএম থেকে ক্যাশ আউট করার জন্য আপনার বিকাশ একাউন্টের জন্য একটি সিকিউরিটি কোড প্রয়োজন হবে। সিকিউরিটি কোডের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান অথবা বিকাশ অ্যাপে যান
- ‘Cash Out’ অপশনটি বেছে নিন
- ‘From ATM’ অপশনটি বেছে নিন
- আপনার বিকাশ পিন (PIN) নাম্বারটি দিন
- এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে আপনি একটি সিকিউরিটি কোড (OTP) পাবেন যা পরবর্তী ৫ (পাঁচ) মিনিট সক্রিয় থাকবে এবং ১ (এক) বারই ব্যবহার করা যাবে
এবার এটিএম বুথ ক্যাশ আউট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:-
- এটিএম স্ক্রিনের যে বাটনের পাশে ‘bKash Cash Out’ লেখা থাকবে, সেই বাটনটি চাপ দিন
- বিকাশ একাউন্ট নাম্বার দিন
- ক্যাশ আউটের পরিমাণ দিন
- এসএমএস এর মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোডটি দিন
- আপনার দেয়া তথ্যাদি যাচাই করে নিশ্চিত করুন
- টাকা এবং রিসিট গ্রহণ করুন
- আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাবেন
বিদেশ থেকে বাংলাদেশে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে-
- অনুমোদিত এবং পার্টনার ব্যাংক ব্রাঞ্চ/মানি এক্সচেঞ্জ/এমটিও এজেন্টের কাছে যান
- বিকাশ একাউন্ট নাম্বার এবং পুরো নাম প্রদান করুন (বিকাশ একাউন্ট খোলার সময় যে নাম ব্যবহার করা হয়েছে)
- প্রয়োজনীয় টাকা প্রদান করুন এবং ব্যাংক/মানি এক্সচেঞ্জ/এমটিও এজেন্টকে কাজটি শুরু এবং সম্পন্ন করতে অনুরোধ করুন
ব্যাংক/এক্সচেঞ্জ হাউজ/এমটিও এজেন্ট বিদেশ থেকে টাকা পাঠানোর সময় নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করে থাকেন-
- প্রাপকের একটি রেজিস্টার্ড এবং বৈধ বিকাশ একাউন্ট রয়েছে
- প্রাপকের বিকাশ একাউন্ট নাম্বার এবং পুরো নাম সঠিকভাবে প্রদান করা হয়েছে
- পাঠানো রেমিটেন্স (বাংলাদেশি টাকায়) লিমিট অতিক্রম করছে না
- বৈধ উপায়ে বাংলাদেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠালে প্রিয়জন পাবেন পাঠানো টাকার উপর ২.৫% সরকারি ও বিশেষ ক্ষেত্রে ২.৫% ব্যাংক প্রণোদনা।
*১৯ মার্চ, ২০২৪ থেকে বিকাশ একাউন্টে গ্রহণ করা রেমিটেন্সের ক্যাশ আউটে এই চার্জ প্রযোজ্য
তালিকাভুক্ত মানি এক্সচেঞ্জ/ব্যাংকসমূহ এবং যেসব দেশ থেকে রেমিটেন্স বা টাকা পাঠানো যাবে:
Country Name | MTO Name |
Australia | Aussie Forex, Mycash Online, RIA, TransCash International, Wise, WorldRemit Ltd., Remitly, ACE Money Transfer, Taptap Send |
Austria | Wise, Remitly Inc, WorldRemit Ltd., Ria, Taptap Send |
Bahrain | BFC Bank Ltd, , Ria |
Belgium | Wise, Remitly Inc, Ria, WorldRemit Ltd., Taptap Send |
Botswana | Remitix Limited |
Brazil | Wise |
Brunei | KHRS Brunei |
Bulgaria | Wise, WorldRemit Ltd. |
Canada | WorldRemit Ltd., Remitly Inc, Wise, Remit Choice, Remitbee, Taptap Send Limited, Moneygram, ACE Money Transfer |
China | Payermax, Panda Remit, Wise |
Croatia | Wise, WorldRemit Ltd., Taptap Send |
Cyprus | Wise, Ria, WorldRemit Ltd., Taptap Send |
Czech Republic | Wise, WorldRemit Ltd. |
Denmark | Wise, Remitly Inc, Ria, WorldRemit Ltd. |
Estonia | Wise, WorldRemit Ltd. |
Finland | Wise, Remitly Inc, WorldRemit Ltd., Ria, Taptap Send |
France | Wise, Remitly Inc, Ria, WorldRemit Ltd., Taptap Send |
Germany | Wise, WorldRemit Ltd., Remitly Inc, Ria, Taptap Send |
Greece | Ria, Wise, Taptap Send |
Guernsey | Wise |
Hong Kong | Wise, WorldRemit Ltd. |
Hungary | Wise, WorldRemit Ltd. |
Iceland | WorldRemit Ltd. |
Indonesia | Wise |
Ireland | Remitly Inc, Wise, WorldRemit Ltd., Ria, Taptap Send |
Italy | Ria, Remitly Inc, National Exchange, Ria, Placid Express, WorldRemit Ltd., Wise, NEC Money, Taptap Send |
Japan | Japan Remit, N and P Co Ltd, Queen Bee, Wise, WorldRemit Ltd. |
Jersey | Wise |
Kosovo | Wise |
Kuwait | Al Mulla, Al Muzaini Exchange Co., Aman Exchange, ARY Exchange Company, Joyalukkas, Kuwait Bahrain International Exchange, Trans-Fast |
Latvia | Wise |
Lithuania | WorldRemit Ltd., Wise |
Luxembourg | Wise, Ria, Taptap Send |
Malawi | Remitix Limited |
Malaysia | Ria, CBL Money Transfer Sdn. Bhd, Mycash Online, Mobilemoney Ripple, Merchantrade, Al Jadeed Exchange., Wise, Global Money Exchange Co. L.L.C, NBL Money transfer, Aman Exchange Co WLL, PLC, WorldRemit Ltd., Placid Express, Touch 'n Go |
Maldives | NBL Money Transfer Maldives, Commercial Bank of Maldives |
Malta | Wise, WorldRemit Ltd. |
Netherlands | Wise, Remitly Inc, WorldRemit Ltd., Ria, Taptap Send |
New Zealand | Wise, WorldRemit Ltd. |
Northern Mariana Islands | Wise |
Norway | Wise, WorldRemit Ltd., Remitly Inc, Ria |
Oman | Al Jadeed Exchange, Bank Muscat, Global Money Exchange Co. L.L.C, Hamdan Exchange, Mustafa Sultan Exch., Joyalukkas, Purshottam Kanji Exchange, Unimoni Exchange, Oman International Exchange, Gulf Exchange Oman, Mustafa Sultan Exchange |
Palau | Wise |
Philipines | Wise |
Poland | WorldRemit Ltd., Moneygram |
Portugal | Wise, Ria, WorldRemit Ltd., Taptap Send |
Puerto Rico | Wise |
Qatar | Gulf Exchange, Doha Exchange, Commercial Bank of Qatar |
Romania | WorldRemit Ltd., Remitly Inc, Wise |
Saudi Arab | The Saudi British Bank, STC Pay, URpay, Mobily Pay |
Singapore | Agrani Exchange, DBS Bank Limited, NBL Singapore, Nium, Prime Exchange Co. Pte Ltd., SG QuickPay Pte Ltd |
Slovakia | Wise, Remitly Inc, WorldRemit Ltd., Taptap Send |
Slovenia | Wise, WorldRemit Ltd. |
South Africa | WorldRemit Ltd., Ria, Remitix Limited, Hello Paisa |
South Korea | E9Pay Co. Ltd., GME Remittance Bangladesh, Gmoney Trans Co Ltd, Hanpass Co Ltd. |
Spain | Remitly Inc, Wise, Remit Choice, WorldRemit Ltd., NEC Money by NCC, Taptap Send Limited, Moneygram |
Sweden | Wise, Remitly Inc, Remit Choice, WorldRemit Ltd. |
Switzerland | Wise, WorldRemit Ltd., Ria, ACE Money Transfer |
Thailand | Wise |
Turkey | Wise |
Ukraine | Wise |
UAE | Al Ahalia Exchange, Al Ansari, Al Dahab Exchange, Al Fardan Exchange, Al Rostamani, GCC Remit, Index Exchange, RIA, Wise, Worldwide CE |
UK | Sonali Bank Foreign Remittance, Remitly Inc, Wise, WorldRemit Ltd., NEC Money, Remit Choice, KMB, Taptap Send Limited, NEC MONEY, Moneygram, Brac Saajan, ACE Money Transfer |
USA | Remitly Inc, Wise, WorldRemit Ltd., Sunman Global, Prabhu Inc., Sonali Bank Foreign Remittance, Placid Express, Taptap Send Limited, PlacidExpress, NEC Money, Moneygram |
Zambia | Remitix Limited |
উপরিউক্ত তালিকায় আপনার পছন্দের দেশ খুঁজে না পেলে অনুগ্রহ করে
কল করুন +৮৮-০২-৫৫৬৬৩০০১ নাম্বারে,
মেসেজ করুন বিকাশ ফেইসবুক পেইজে https://facebook.com/bkashlimited
ই-মেইল করুন support@bkash.com
অথবা লাইভ চ্যাট করুন https://www.bkash.com/help/livechat
0 মন্তব্যসমূহ