একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন
সেই ভাবনায়, ভাবি মনে হয়,
দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসেনা ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জালায়,
সৃতির মেলায়, কাটেনা আর দিন
একদিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে সুরু হয় চাওয়া পাওয়া
আজ সুধু পথ চাওয়া, বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে, উজানেতে তরী বাওয়া
সুধু সে গান ভোলে অভিমান,
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
যদি এ পথ ধরে,
আমার এ মনের ঘরে,
চিঠি হয়ে অগোচরে,
আসে কেউ চুপিসারে
চাদের ঐ আলো হয়ে,
আস মোর ভাঙ্গা ঘরে,
দেখা যায়, যায়না ছোঁয়া,
যেন গান চাপা স্বরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন