Recent post

সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

ভারতের জম্মু-কাশ্মীরজুড়ে হাহাকার উঠেছে ওষুধের

ভারতের জম্মু-কাশ্মীরজুড়ে হাহাকার উঠেছে ওষুধের।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাশ্মীরের বিভিন্ন ফার্মেসিতে দেখা গেছে লম্বা লাইন। মিলছে না জীবন রক্ষাকারী ওষুধপত্র ও বাচ্চাদের খাবার।
ফলে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে জীবনযাপন করতে হচ্ছে জম্মু-কাশ্মীরবাসীকে।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি যতই স্বাভাবিক বলে দাবি করা হোক না কেন, বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করার পর ভারতের কেন্দ্রীয় সরকারের দাবি অনুযায়ী, ছন্দে ফিরছে উপত্যকা, সেখানকার পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে। এদিকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বিরোধী দলের নেতাদের। বিমানবন্দরের বাইরে বের হতে দেওয়া হয়নি তাঁদের। কেন? প্রশ্ন উঠতে শুরু করেছে।

জম্মু-কাশ্মীরের স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কাশ্মীর স্বাভাবিক হয়নি।
বেঁচে থাকার জন্য সেখানে প্রয়োজনীয় ওষুধ মিলছে না।
বাচ্চাদের খাবারও পাওয়া যাচ্ছে না। এ নিয়ে হিমালয় উপত্যকায় হাহাকার শুরু হয়েছে। হার্ট, থাইরয়েডের সমস্যায় ভোগা রোগী ও ডায়াবেটিসে আক্রান্তদের প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে দোকানে ঘুরছেন মানুষ। প্রয়োজনীয় ওষুধ না পেয়ে যাঁদের আর্থিক সংগতি রয়েছে, তাঁরা বিমানে করে ভিন্ন রাজ্য থেকে ওষুধ সংগ্রহ করছেন।
সাধারণ মানুষ ওষুধের জোগান না পেয়ে ভিড় করছেন স্থানীয় হাসপাতালগুলোতে।

গত ৫ আগস্ট থেকে অবরুদ্ধ কাশ্মীর উপত্যকা।
শেষ হয়ে আসছে নিত্যপ্রয়োজনীয় ওষুধের সরবরাহ। ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয় ৩৭০ অনুচ্ছেদ। দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয় জম্মু-কাশ্মীর ও লাদাখকে। সে সিদ্ধান্তের পর থেকেই বন্ধ দোকানপাট; নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ ব্যাহত। নেই ওষুধের সরবরাহ।

গত ৫ আগস্ট থেকে নতুন কোনো ওষুধের সরবরাহ আসেনি। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো রোগ নিয়ে দূরদূরান্ত থেকে এসে ফিরে যাচ্ছেন মানুষ। পাওয়া যাচ্ছে না ইনসুলিন; পাওয়া যাচ্ছে না ইনহেলার।

রবিবার, ১১ আগস্ট, ২০১৯

সব চেয়ে আলোচিত বিষয় হচ্ছে কাশ্মির


সম্প্রতি সম্ভবত সব চেয়ে আলোচিত বিষয় হচ্ছে কাশ্মির।
আর সম্প্রতিই বা বলি কেন , সেই ১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় থেকে কাশ্মির নিয়ে চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে টানা পড়েন ।

এরই মধ্যে কাশ্মির বিভক্ত হয়েছে, পাকিস্তানি কাশ্মিরকে পাকিস্তানে বলা হচ্ছে আজাদ কাশ্মির, ভারতের জম্মু ও কাশ্মির রাজ্য কে বলা হচ্ছে ভারত অধিকৃত কাশ্মির ।
ঠিক তেমনি কথিত আজাদ কাশ্মির ভারতের দৃষ্টিতে পাকিস্তান পরিচালিত কাশ্মির ।
এই বাক-বিতন্ডা থেকে কয়েকবার ভারত-পাকিস্তান যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে, কাশ্মিরের এই সমস্যাকে কেন্দ্র করে ।

নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নের্তৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার জম্মু ও কাশ্মিরের বিশেষ অধিকার বাতিল করেছে।
আজ এ বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আলোচনার জন্য যোগ দিয়েছেন দু জন সাংবাদিক ও বিশ্লেষক ।
ভারতের কোলকাতা থেকে রয়েছেন সুমন চট্টোপাধ্যায় আর পাকিস্তানের করাচি থেকে রয়েছেন মাসকাওয়াথ আহসান।
আলোচনাটি সঞ্চালন করেছেন আনিস আহমেদ

কাশ্মীর পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বাংলাদেরশের সাবেক পররাস্ট্র সচিব ভয়েস অব আমেরিকার



কাশ্মীর পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বাংলাদেরশের সাবেক পররাস্ট্র সচিব রাস্ট্রদূত ভাষ্যকার কলাম লেখক শমশের মবিন চৌধুরী।
তাঁর সঙ্গে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন ষ্টুডিও থেকে কথা বলেছেন সরকার কবীরূদ্দীন।

শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যানসার হওয়া থেকে রক্ষা করতে পারে।



১। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। একে অ্যাসকরবিক অ্যাসিডও বলা হয়। লেবুর রস কোলাগেন তৈরিতে সাহায্য করে। চামড়ায় ভাঁজ পড়া থেকে রক্ষা করে এই কোলাগেন। বয়সের ছাপ পড়তে দেয় না এই কোলাগেন।

২। ভিটামিন বি কমপ্লেক্সে থাকা থিয়ামিন ও রিবোফ্লাবিন শরীরে এনার্জি তৈরি করে। শরীরে কোষের বৃদ্ধি ও কোষকে কার্যক্ষম করে তুলতে সাহায্য করে লেবুর রস।


৩। খাবারে থাকা সালমোনেলা জীবাণুকে মারতে সাহায্য করে লেবুর রস। এই লেবুর রসের সঙ্গে অল্প ভিনিগার মিশিয়ে বাথরুমে ঢাললে ১৫ মিনিটে তা পরিষ্কার হয়ে যায়।


৪। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যানসার হওয়া থেকে রক্ষা করতে পারে। লিভার, হাড়, স্টমাক, ব্রেস্ট ও কোলন ক্যানসার থেকে রক্ষা করে লেবুর রসের অ্যান্টিঅক্সিডেন্ট।

৫। হার্টের রোগ সারাতেও কার্যকরী লেবুর রসে থাকা ফ্ল্যাভানয়েডস। শরীরের রক্ত থেকে ফ্যাট ও মিষ্টি দূর করতে সাহায্য করে এটি।












৬। মাড়ি থেকে রক্ত পরা, ফুলে যাওয়া এমন নানা কাজে আসে লেবুর রস। লেবুতে থাকা ভিটামিন সি দাঁতের মাড়িকে রক্ষা করে।

কি‌শোরগ‌ঞ্জে বা‌সের চাপায় অটো‌রিকশার ৩ যাত্রী গুরুতর আহত হ‌য়ে‌ছেন।



কি‌শোরগ‌ঞ্জে বা‌সের চাপায় অটো‌রিকশার ৩ যাত্রী গুরুতর আহত হ‌য়ে‌ছেন। 
আশঙ্কাজনক অবস্থায় তিন জন‌কেই ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার্ড করা হ‌য়ে‌ছে। শুক্রবার (২ জুলাই) রাত সা‌ড়ে ১০ টার দি‌কে কি‌শোরগঞ্জ- ভৈরব সড়‌কে সদর উপ‌জেলার চৌদ্দশত ইউ‌নিয়‌নের নান্দলা এলাকায় এ ঘটনা ঘ‌টে।


আহতরা হ‌চ্ছেন, নান্দলা এলাকার সা‌দেক হো‌সে‌নের ছে‌লে হি‌মেল (২৫), টিকুয়াইর গ্রা‌মের আ: হা‌শি‌মের ছে‌লে র‌ফিক মিয়া (৩৩) ও অ‌টো‌রিকসার চালক নোয়াপাড়া গ্রা‌মের আ: আহাদ (৬৫)। কি‌শোরগঞ্জ ফায়ার সা‌র্ভি‌সের হা‌বিলদার মো. হা‌বিবুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।


এলাকাবাসী জানায়, ঢাকা থে‌কে ময়মন‌সিংহগামী শ্যামলছায়া প‌রিবহ‌নের এক‌টি বাস নান্দলা এলাকায় বিপরীত দিক থে‌কে আসা এক‌টি অটোরিকসা‌কে চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার তিন যাত্রী।

খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের সহ‌যো‌গিতায় স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতালে পাঠায়। তা‌দের অবস্থা গুরুতর হওয়ায় তিনজন‌কেই ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার্ড করা হয়। ঘটনার পর পু‌লিশ বাস‌টি আটক ক‌রে‌ছে। ত‌বে চালক পা‌লি‌য়ে গে‌ছে।

Popular Posts