প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে সখি কি দিয়ে জুড়াই।
পিরিত করিয়া, সে গেল ছাড়িয়া,
তার সঙ্গে দেখা শুনা নাই।
আমার গেল কুল মান, বাকি মাত্র আছে প্রাণ
তার আশায় জীবন কাটাই ।।
আশায় বান্ধিয়া বুক, দেখিতে বন্ধুর মুখ,
সর্ব দুঃখ পশরিয়ে যাই ।
দিবা নিশি ভাবি তারে, সে’ত ভাবেনা আমারে
বুঝি বন্ধুর দয়া মায়া নাই ।।
বন্ধু কি মোহিনী জানে, পরাণ ধরিয়ে টানে,নয়নের ভঙ্গিমা দেখাই।আমি যার জন্য সর্বত্যাগী, সেই করে দোষের ভাগী,মুই অভাগির হবে কি উপায় ।।
নরূপে রূপ ধরি, আমারে পাগল করি,
এখন কোথায় রয়েছে লুকাই ।
রমেশ বলে ফল হবে, কলবেতে তলবে,
ধরা দিবে নাগর কানাই ।।
রচয়িতাঃ কবিয়াল রমেশ শীল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন