Recent post

Search

সোমবার, ২৯ জুলাই, ২০২৪

ডিবি অফিসে সমন্বয়কদের খাবার খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরা: হাইকোর্ট


ডিবি অফিসে সমন্বয়কদের খাবার খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরা: হাইকোর্ট

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের ডিবি অফিসে বসে খাওয়ার একটি ছবি। আর এই ছবি ফেসবুকে পোস্ট করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন-অর রশীদ। এ নিয়ে কথা বলেছেন হাইকোর্ট।

সেখানে বলা হয়েছে, ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন হাইকোর্ট।


সোমবার (২৯ জুলাই)  বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।


গত রবিবার কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন-অর রশীদ। ছবির ক্যাপশনে ডিবি প্রধান লেখেন ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম।’


এর আগে গত ২৬ জুলাই নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরের দিন সারজিস, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও  হেফাজতে নেয়া ডিবি। পরদিন তাদের পরিবারের সদস্যরা দেখা করতে যান। আর শিক্ষকরা দেখা করতে গেলে কথা বলেননি ডিবি প্রধান।

কোন মন্তব্য নেই:

Popular Posts