Recent post

বুধবার, ২৪ জুন, ২০২০

প্রচলিত ছয় উসূলী তাবলীগিরা হাদীস শরীফে বর্নিত খারেজী ফির্কা

বর্তমানে সকলের পরিচিত এবং তথাকথিত বড় দল হচ্ছে ইলিয়াস মেওয়াতির স্বপ্নে পাওয়া তাবলীগ।
এ দলের লোকেরা সাধারণ মানুষদের বিভিন্ন মনোমুগ্ধকর কথামালার বেড়াজালে আবদ্ধ করে নিজেদের দল ভারী করার চেস্টা করে ।
এবং সাধারণ মানুষও এদের কথা শুনে এবং ফায়দা ফযিলতের কথা শুনে আকৃষ্ট হয়। 
কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষ এই তাবলিগ জামাতের কুফরী আক্বীদা সম্পর্কে অবগত নয়। 

ঈদের শুভেচ্ছা মেসেজ


হাঁসের ডিম মুরগির ডিম'দেখা হবে ঈদের দিন' ঈদ মানে আনন্দ 'ঈদ মানে খুশি' ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি! ঈদ মোবারক

মন চাইছে কারো সাথে কথা বলি।মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি । - ঈদ মোবারক-

মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

২০২০ এবার হজ্ব করতে পারবে কত জন?

এবার সৌদি আরবে যে হজ্ব অনুষ্ঠিত হবে তাতে সব মিলে এক হাজারেরও কম মানুষ অংশ নেবার সুযোগ পাবে।
মূলতঃ এবারের হজ্ব স্রেফ প্রতীকি হতে যাচ্ছে।
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিলো যে,

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পেছনে কি আর্থিক অসচ্ছলতা দায়ী?

তদন্তে বেরিয়ে আসছে একের পর এক তথ্য।
তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে বান্দ্রা পুলিশ সুশান্তের প্রাক্তন ম্যানেজারদের তলব করে। 
তাদের বয়ান রেকর্ড করা হয়। 
বান্দ্রা পুলিশকে সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী জানান,
 এই আত্মহত্যার পিছনে

Popular Posts