Recent post

Search

মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

২০২০ এবার হজ্ব করতে পারবে কত জন?

এবার সৌদি আরবে যে হজ্ব অনুষ্ঠিত হবে তাতে সব মিলে এক হাজারেরও কম মানুষ অংশ নেবার সুযোগ পাবে।
মূলতঃ এবারের হজ্ব স্রেফ প্রতীকি হতে যাচ্ছে।
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিলো যে,
করোনাভাইরাস মহামারির কারণে বাইরের দেশ থেকে হজ্ব করতে যাবার সুযোগ বাতিল করা হচ্ছে এবার। হজ্ব করার সুযোগ পাবে শুধু সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশিরা।
বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের পাঠানো এক বিবৃতি থেকে জানা যাচ্ছে, সৌদি আরবের বাসিন্দাদের জন্যও যে হজ্ব করার সুযোগ খুব একটা উম্মুক্ত থাকছে তা নয়।
বিবৃতিটিতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টেলিফোন করে হজ্ব বিষয়ক সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন।
যে এক হাজারেরও কম মানুষের অংশ নেবার সুযোগ হবে মুসলমানদের বার্ষিক এই বৃহত্তম সম্মেলনে, সেখানে বিদেশ থেকে অল্প কয়েকজনকে প্রতীকি হিসেবেও অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।
তবে কিভাবে এই অংশগ্রহনকারীদের বাছাই করা হবে তা নিয়ে এখনো কোন ঘোষণা আসেনি।
সোমবার সন্ধ্যায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন।
যারা নিবন্ধন করেছিলেন তাদের কী হবে?
এই বছর হজ্বের অংশ নেবার জন্য বাংলাদেশ থেকে ৬১ হাজার মানুষ নিবন্ধন করেছিলেন।
সরকারি নিয়ম অনুযায়ী টাকাও জমা দিয়েছিলেন তারা।
এখন তাদের অর্থ কি ফেরত দেয়া হবে, দিলে কোন প্রক্রিয়ায়, 
নাকি আগামী বছর হজ্ব নিবন্ধনে তাদের অগ্রাধিকার দেয়া হবে---এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার ধর্ম মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে।
সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক ঘোষণায় বলা হয়েছে, দেশটিতে বসবাসরত খুবই সীমিত সংখ্যক মানুষ এবার হজ পালনের সুবিধা পাবেন।
প্রতি বছর হজ্ব মৌসুমে আনুমানিক কুড়ি লাখের বেশি মানুষ হজ পালন করেন।
এর আগে আশংকা করা হয়েছিল, করোনাভাইরাস মহামারির কারণে এবার হজ বাতিল করতে পারে দেশটির কর্তৃপক্ষ।
মুসলমানদের জন্য হজ্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র : নিউজ মিডিয়া 

কোন মন্তব্য নেই:

Popular Posts