Recent post

Search

বুধবার, ২৭ জুন, ২০১৮

অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম শুর



অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম শুরু

দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে।

এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd) পাওয়া যাবে। নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদফতরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে।

দাখিলকৃত তথ্যাদি যাচাই-বাছাই সাপেক্ষে তথ্য অধিদফতর অনলাইন পত্রিকাটির রেজিস্ট্রেশন প্রদান করবে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদফতরের প্রটোকল শাখায় (ফোন নম্বর : ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করা যেতে পারে।

বর্তমানে চলমান সকল অনলাইন পত্রিকাসমূহকেও একই প্রক্রিয়ায় নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণপূর্বক ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

শুক্রবার, ৮ জুন, ২০১৮

সিনেমা খাই, সিনেমা পড়ি, সিনেমায় ঘুমাই!



চলছে শব্দ ধারনের প্রশিক্ষণ। ছবি: সংগৃহীত‘আমরা সিনেমা খাই, সিনেমা পড়ি, সিনেমায় ঘুমাই!’ 


ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) যে শিক্ষার্থীদের মূলমন্ত্র এটা—তারাই সিনেমাস্কোপের সদস্য। ক্লাসে কিংবা চায়ের আড্ডায়, লাইব্রেরিতে বসে পড়ার সময় কিংবা ফেসবুক মেসেঞ্জারের আলাপে; এই তরুণদের সবকিছুতেই ঘুরেফিরে প্রাধান্য পায় সিনেমা। তাঁদের আড্ডায় কান পাতলে আপনি শুনতে পাবেন তারেক মাসুদ থেকে তারকোভস্কি, সত্যজিৎ রায় থেকে স্টিভেন স্পিলবার্গের নাম।

শুরুটা হয়েছিল ২০১১ সালে। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের উদ্যোগে এক দল শিক্ষার্থী সিনেমা নিয়ে ‘একটা কিছু’ করার স্বপ্ন দেখেছিল। সিনেমাস্কোপের শুরুর দিকের একজন প্রধান নির্বাহী জাহিদ গগন বলছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটা ফিল্ম ক্লাবে যে ধরনের কার্যক্রম হয়, আমরা তার চেয়ে একটু বেশি কিছু চেয়েছিলাম। সেই চিন্তা থেকেই আমাদের শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেন একটা ফিল্ম অ্যাপ্রেনটিস প্রোগ্রাম চালু করেন। পরে যখন আমাদের কার্যক্রমে এমএসজের বাইরের ছেলেমেয়েরাও যোগ দিতে শুরু করল, তখন আমাদের নাম হলো সিনেমাস্কোপ।’

এখন নানা বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ মিলিয়ে এই সংগঠনের (কিংবা সংগঠনের চেয়ে একটু বেশি কিছু!) সদস্য সংখ্যা ৪১ জন। একেকজন একেক স্বপ্ন কিংবা লক্ষ্য নিয়ে এর সঙ্গে যুক্ত হয়েছেন। এদের মধ্যে একজন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তামান্না বাশারের বক্তব্যটা শোনা যাক।

‘আমি আসলে সিনেমার পেছনের কাজগুলো সম্পর্কে জানতে চেয়েছিলাম। সিনেমা আরও ভালোভাবে বোঝার জন্য, এর নান্দনিক দিকগুলো উপলব্ধি করার জন্যই সিনেমাস্কোপে এসেছি।’

অন্যদিকে এমএসজে বিভাগের ফয়সাল মাহমুদ সিনেমাস্কোপের সদস্য হয়েছেন সিনেমার কারিগরি দিকগুলো শেখার জন্য। সে সুযোগ অবশ্য নিয়মিত হচ্ছে। চলচ্চিত্র প্রদর্শনী, কর্মশালা, সাময়িকীর প্রকাশনা এবং চলচ্চিত্র নির্মান—এই চার বিভাগে পরিচালিত হয় তাদের কার্যক্রম।

প্রতি সেমিষ্টারেই সিনেমাস্কোপের সদস্যরা একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেন। সিনেপিডিয়া নামে একটি সিনেমা বিষয়ক সাময়িকী প্রকাশ করেন তারা। এ ছাড়াও চলচ্চিত্র বিষয়ক আলোচনা, কর্মশালা এবং বিভিন্ন আয়োজন তো থাকেই। দেশের গুণি চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহকেরা নিয়মিতই বিভিন্ন কর্মশালা পরিচালনা করেন। এই তো কিছুদিন আগেও অভিনয়ের ওপর একটি কর্মশালা পরিচালনা করেছেন অভিনয়শিল্পী আফসানা মিমি।

সিনেমাস্কোপের বর্তমান প্রধান নির্বাহী শ্রাবন্তি সুচন্দ্রিমার কাছ থেকে জানা গেল, এ বছরের শুরুর দিকে সিনেমাস্কোপ আয়োজন করেছিল ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে বিশ্বের প্রায় ৩৫ টি দেশের এক শ’টিরও বেশি সিনেমার অংশগ্রহন ছিল। সিনেমাস্কোপ বর্তমানে ‘রায়হান’ নামের একটি ছবি নির্মানের কাজ করছে। জাহিদ গগন জানালেন, শিগগিরই তাঁদের ‘সিনেস্কুল’ নামে একটি ওয়েবসাইট খোলারও ইচ্ছে আছে।

সিনেমাস্কোপ নিয়ে বেশ কিছুক্ষণ আড্ডার পরে যখন ইউল্যাবের ক্যাম্পাস থেকে বিদায় নিচ্ছি, শ্রাবন্তি সুচন্দ্রিমা হাতে ধরিয়ে দিলেন সিনেপিডিয়ার দুটি কপি। দু’একটা পৃষ্ঠা উল্টে পাল্টে মনে হলো, সত্যিই এরা সিনেমা খায়, সিনেমা পড়ে, সিনেমায় ঘুমায়!

সংগীতশিল্পী আসিফ আকবর মগবাজারে তাঁর অফিস থেকে গ্রেপ্তার



সংগীতশিল্পী আসিফ আকবরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো গায়ক আসিফ 
আকবরকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গায়ক আসিফ আকবরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতে গ্রেপ্তার আসিফ দাবি করেন, শফিক তুহিন ফেসবুকে তাঁর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য লিখেছেন। চাইলে তিনি শফিক তুহিনের বিরুদ্ধে মামলা করতে পারতেন। এর আগে আজ বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে আসিফকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত সেই আবেদন নাকচ করেন। 
আবার আসিফের আইনজীবীরাও জামিন চাইলে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসিফের বিরুদ্ধে গীতিকার শফিক তুহিন তাঁর মামলায় অভিযোগ করেন, ১ জুন রাত নয়টার দিকে একটি টিভি চ্যানেলের ‘সার্চ লাইট’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ অনুমতি ছাড়াই তাঁর সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। আসিফ তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। তবে আজ আদালতে আসিফ দাবি করেন, শফিক তুহিন তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। ৫৭ ধারার এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।

আসিফের আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরু প্রথম আলোকে বলেন, ৫৭ ধারায় এ মামলা হতে পারে না। 
একটা ভিত্তিহীন মামলা। যে অভিযোগ, তা কপিরাইট আইনের। গীতিকার শফিক তুহিন মামলায় অভিযোগ আনেন, গত ২ জুন রাতে অনুমোদন ছাড়া গান বিক্রির বিষয়টি উল্লেখ করে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। তাঁর সেই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য ও হুমকি দেন। এ ব্যাপারে আসিফের আইনজীবীরা আদালতকে বলেন, মামলার কোথাও বলা হয়নি গায়ক আসিফ কী হুমকি দিয়েছেন।

আসিফ আদালতের কাছে দাবি করেন, ফেসবুকে শফিক তুহিন তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি নিজে শফিক তুহিনের বিরুদ্ধে মামলা করতে পারতেন। 
আসিফ আরও দাবি করেন, ফেসবুক লাইভে তিনি আগে আসেননি, শফিক তুহিন আগে এসেছেন। মামলায় শফিক দাবি করেছেন, আসিফ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন। 
লাইভে তাঁর (শফিক তুহিন) বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। 
আসিফ লাইভে শফিক তুহিনকে শায়েস্তা করবেন বলে হুমকি দেন। 
পাশাপাশি ভক্তদের উদ্দেশে বলেন, শফিক তুহিনকে যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন। আদালতে আসিফের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহাদি হাসান।

আজ বেলা দুইটার দিকে আসিফকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। 
পুরো সময় আসিফকে হাস্যোজ্জ্বল দেখা যায়। 
আদালতেও বারবার নিজেকে নির্দোষ দাবি করেন।
শুনানির একপর্যায়ে বিচারক বলেন, ‘আমি আসিফকে চিনি। 
আসিফ কেন গান বন্ধ করলেন?’ জবাবে আসিফ বলেন, ‘স্যার, আমি ২০১৪ সাল থেকে আবার গানে ফিরে এসেছি।’

শুনানির সময় আসিফ-ভক্তরাও আদালতে বলতে থাকেন, আসিফের জামিন চান তাঁরা। 
আর তাঁর আইনজীবীরা বলেন, আসিফকে জামিন দিলে তিনি পলাতক হবেন না।

আইসিটি আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। 
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে মগবাজারে তাঁর অফিস থেকে গ্রেপ্তার করে।

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮ - সময়সূচি ও খেলার আপডেট নিউজ

২০১৮ ফুটবল বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হবে রাশিয়ায়।
১৪ জুন থেকে ১৫ জুলাইয়ের এই আসরে অংশ নেবে ৩২টি দেশ। 
১৯৩০ সালে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের এটি ২১তম আসর। 
স্বাগতিক রাশিয়া ছাড়াও এতে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানির মতো ফুটবলের বড় দলগুলো। 
ফুটবল বিশ্বকাপের অন্যতম সেরা দল ইতালি এবার বিশ্বকাপে সুযোগ পায়নি। 
ইউরোপের আরেক পরাশক্তি হল্যান্ডও বিশ্বকাপের বাছাই পর্ব পেরোতে পারেনি। 
দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকায় টানা দুবারের চ্যাম্পিয়ন চিলিও এবার চূড়ান্ত পর্বে নাম লেখাতে ব্যর্থ হয়েছে। 
এতটাই কঠিন হয়ে থাকে বিশ্বকাপের বাছাই পর্ব। আসল আসর তো আরও রোমাঞ্চ ছড়ায়।
আর্জেন্টিনার মতো দুবারের চ্যাম্পিয়নও যেমন বাদ পড়ার শঙ্কার পড়েছিল। 
একেবারে শেষ ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করা আর্জেন্টিনাসহ ৩১টি দল বাছাই পর্বের কঠিন বাধা পেরিয়ে এসেছে। 
স্বাগতিক রাশিয়াকে এই পরীক্ষা দিতে হয়নি। 
গতবারের রানার্স আপ আর্জেন্টিনাকে এবারও অন্যতম ফেবারিট ধরা হচ্ছে। যদিও ২০০২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে হতাশ হওয়া ব্রাজিলই এবার সবচেয়ে বড় ফেবারিট। 
তবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, একঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলারে ভরা ফ্রান্স আর ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনও এবার শিরোপার দৌড়ে বেশ এগিয়ে থাকবে।
আটটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে দলগুলো। 
গ্রুপ পর্ব থেকে সেরা দুই দল যাবে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্ব থেকে শুরু বিশ্বকাপের নকআউট রাউন্ড। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। 
১৪ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে উদ্বোধন। 
১৫ জুলাই একই স্টেডিয়ামে ফাইনাল।

গ্রুপ এ

রাশিয়া
সৌদি আরব
মিসর
উরুগুয়ে

গ্রুপ বি

পর্তুগাল
স্পেন
মরক্কো
ইরান

গ্রুপ সি

ফ্রান্স
অস্ট্রেলিয়া
পেরু
ডেনমার্ক

গ্রুপ ডি

আর্জেন্টিনা
আইসল্যান্ড
ক্রোয়েশিয়া
নাইজেরিয়া

গ্রুপ ই

ব্রাজিল
সুইজারল্যান্ড
কোস্টারিকা
সার্বিয়া

গ্রুপ এফ

জার্মানি
মেক্সিকো
সুইডেন
দক্ষিণ কোরিয়া

গ্রুপ জি

বেলজিয়াম
পানামা
তিউনিসিয়া
ইংল্যান্ড

গ্রুপ এইচ

পোল্যান্ড
সেনেগাল
কলম্বিয়া
জাপান

২০১৮ বিশ্বকাপের সূচি

প্রথম রাউন্ড

১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

রাত ৯টা - মস্কো - গ্রুপ এ
রাশিয়া
বনাম
সৌদি আরব

১৫ জুন ২০১৮ শুক্রবার

সন্ধ্যা ৬টা - ইয়েকাতেরিনবার্গ - গ্রুপ এ
মিসর
বনাম
উরুগুয়ে
রাত ৯টা - সেন্ট পিটার্সবার্গ - গ্রুপ বি
মরক্কো
বনাম
ইরান
রাত ১২টা - সোচি - গ্রুপ বি
পর্তুগাল
বনাম
স্পেন

১৬ জুন ২০১৮ শনিবার

বিকেল ৪টা - কাজান - গ্রুপ সি
ফ্রান্স
বনাম
অস্ট্রেলিয়া
সন্ধ্যা ৭টা - মস্কো - গ্রুপ ডি
আর্জেন্টিনা
বনাম
আইসল্যান্ড
রাত ১০টা - সারানস্ক - গ্রুপ সি
পেরু
বনাম
ডেনমার্ক
রাত ১টা - কালিনিনগ্রাদ - গ্রুপ ডি
ক্রোয়েশিয়া
বনাম
নাইজেরিয়া

১৭ জুন ২০১৮ রবিবার

সন্ধ্যা ৬টা - সামারা - গ্রুপ ই
কোস্টারিকা
বনাম
সার্বিয়া
রাত ৯টা - মস্কো - গ্রুপ এফ
জার্মানি
বনাম
মেক্সিকো
রাত ১২টা - রোস্তভ - গ্রুপ ই
ব্রাজিল
বনাম
সুইজারল্যান্ড

১৮ জুন ২০১৮ সোমবার

সন্ধ্যা ৬টা - নোভগোরদ - গ্রুপ এফ
সুইডেন
বনাম
দ. কোরিয়া
রাত ৯টা - সোচি - গ্রুপ জি
বেলজিয়াম
বনাম
পানামা
রাত ১২টা - ভোলগোগ্রাদ - গ্রুপ জি
তিউনিশিয়া
বনাম
ইংল্যান্ড

১৯ জুন ২০১৮ মঙ্গলবার

সন্ধ্যা ৬টা - সারানস্ক - গ্রুপ এইচ
কলম্বিয়া
বনাম
জাপান
রাত ৯টা - মস্কো - গ্রুপ এইচ
পোল্যান্ড
বনাম
সেনেগাল
রাত ১২টা - সেন্ট পিটার্সবার্গ - গ্রুপ এ
রাশিয়া
বনাম
মিসর

২০ জুন ২০১৮ বুধবার

সন্ধ্যা ৬টা - মস্কো - গ্রুপ বি
পর্তুগাল
বনাম
মরক্কো
রাত ৯টা - রোস্তভ - গ্রুপ এ
উরুগুয়ে
বনাম
সৌদি আরব
রাত ১২টা - কাজান - গ্রুপ বি
ইরান
বনাম
স্পেন

২১ জুন ২০১৮ বৃহস্পতিবার

সন্ধ্যা ৬টা - সামারা - গ্রুপ সি
ডেনমার্ক
বনাম
অস্ট্রেলিয়া
রাত ৯টা - ইয়েকাতেরিনবার্গ - গ্রুপ সি
ফ্রান্স
বনাম
পেরু
রাত ১২টা - নোভগোরদ - গ্রুপ ডি
আর্জেন্টিনা
বনাম
ক্রোয়েশিয়া

২২ জুন ২০১৮ শুক্রবার

সন্ধ্যা ৬টা - সেন্ট পিটার্সবার্গ - গ্রুপ ই
ব্রাজিল
বনাম
কোস্টারিকা
রাত ৯টা - ভোলগোগ্রাদ - গ্রুপ ডি
নাইজেরিয়া
বনাম
আইসল্যান্ড
রাত ১২টা - কালিনিনগ্রাদ - গ্রুপ ই
সার্বিয়া
বনাম
সুইজারল্যান্ড

২৩ জুন ২০১৮ শনিবার

সন্ধ্যা ৬টা - মস্কো - গ্রুপ জি
বেলজিয়াম
বনাম
তিউনিশিয়া
রাত ৯টা - রোস্তভ - গ্রুপ এফ
দ. কোরিয়া
বনাম
মেক্সিকো
রাত ১২টা - সোচি - গ্রুপ এফ
জার্মানি
বনাম
সুইডেন

২৪ জুন ২০১৮ রবিবার

সন্ধ্যা ৬টা - নোভগোরদ - গ্রুপ জি
ইংল্যান্ড
বনাম
পানামা
রাত ৯টা - ইয়েকাতেরিনবার্গ - গ্রুপ এইচ
জাপান
বনাম
সেনেগাল
রাত ১২টা - কাজান - গ্রুপ এইচ
পোল্যান্ড
বনাম
কলম্বিয়া

২৫ জুন ২০১৮ সোমবার

রাত ৮টা - ভোলগোগ্রাদ - গ্রুপ এ
সৌদি আরব
বনাম
মিসর
রাত ৮টা - সামারা - গ্রুপ এ
উরুগুয়ে
বনাম
রাশিয়া
রাত ১২টা - সারানস্ক - গ্রুপ বি
ইরান
বনাম
পর্তুগাল
রাত ১২টা - কালিনিনগ্রাদ - গ্রুপ বি
স্পেন
বনাম
মরক্কো

২৬ জুন ২০১৮ মঙ্গলবার

রাত ৮টা - সোচি - গ্রুপ সি
অস্ট্রেলিয়া
বনাম
পেরু
রাত ৮টা - মস্কো - গ্রুপ সি
ডেনমার্ক
বনাম
ফ্রান্স
রাত ১২টা - রোস্তভ - গ্রুপ ডি
আইসল্যান্ড
বনাম
ক্রোয়েশিয়া
রাত ১২টা - সেন্ট পিটার্সবার্গ - গ্রুপ ডি
নাইজেরিয়া
বনাম
আর্জেন্টিনা

২৭ জুন ২০১৮ বুধবার

রাত ৮টা - কাজান - গ্রুপ এফ
দ. কোরিয়া
বনাম
জার্মানি
রাত ৮টা - ইয়েকাতেরিনবার্গ - গ্রুপ এফ
মেক্সিকো
বনাম
সুইডেন
রাত ১২টা - মস্কো - গ্রুপ ই
সার্বিয়া
বনাম
ব্রাজিল
রাত ১২টা - নোভগোরদ - গ্রুপ ই
সুইজারল্যান্ড
বনাম
কোস্টারিকা

২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার

রাত ৮টা - ভোলগোগ্রাদ - গ্রুপ এইচ
জাপান
বনাম
পোল্যান্ড
রাত ৮টা - সামারা - গ্রুপ এইচ
সেনেগাল
বনাম
কলম্বিয়া
রাত ১২টা - কালিনিনগ্রাদ - গ্রুপ জি
ইংল্যান্ড
বনাম
বেলজিয়াম
রাত ১২টা - সারানস্ক - গ্রুপ জি
পানামা
বনাম
তিউনিশিয়া

দ্বিতীয় রাউন্ড

৩০ জুন ২০১৮ শনিবার

রাত ১২টা - সোচি
১এ
বনাম
২বি
রাত ৮টা - কাজান
১সি
বনাম
২ডি

১ জুলাই ২০১৮ রবিবার

রাত ৮টা - মস্কো
১বি
বনাম
২এ
রাত ১২টা - নোভগোরদ
১ডি
বনাম
২সি

২ জুলাই ২০১৮ সোমবার

রাত ৮টা - সামারা
১ই
বনাম
২এফ
রাত ১২টা - রোস্তভ
১জি
বনাম
২এইচ

৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

রাত ৮টা - সেন্ট পিটার্সবার্গ
১এফ
বনাম
২ই
রাত ১২টা - মস্কো
১এইচ
বনাম
২জি

কোয়ার্টার ফাইনাল

৬ জুলাই ২০১৮ শুক্রবার

রাত ৮টা - নোভগোরদ
জয়ী ৪৯
বনাম
জয়ী ৫০
রাত ১২টা -কাজান
জয়ী ৫৩
বনাম
জয়ী ৫৪

৭ জুলাই ২০১৮ শনিবার

রাত ১২টা - সোচি
জয়ী ৫১
বনাম
জয়ী ৫২
রাত ৮টা - সামারা
জয়ী ৫৫
বনাম
জয়ী ৫৬

সেমিফাইনাল

১০ জুলাই ২০১৮ মঙ্গলবার

রাত ১২টা - সেন্ট পিটার্সবার্গ
জয়ী ৫৭
বনাম
জয়ী ৫৮

১১ জুলাই ২০১৮ বুধবার

রাত ১২টা - মস্কো
জয়ী ৫৯
বনাম
জয়ী ৬০

তৃতীয় স্থান নির্ধারণী

১৪ জুলাই ২০১৮ শনিবার

রাত ৮টা - সেন্ট পিটার্সবার্গ
পরাজিত ৬১
বনাম
পরাজিত ৬২

ফাইনাল

১৫ জুলাই ২০১৮ রবিবার

রাত ৯টা - মস্কো
জয়ী ৬১
বনাম
জয়ী ৬২

* সূচি বাংলাদেশ সময় অনুযায়ী
* রাত ১২টা ও পরবর্তী সময়ের ক্ষেত্রে তারিখে ১ যোগ করে নিতে হবে। 
বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী তারিখ অপরিবর্তিত রেখে দিবাগত রাত ধরা হয়েছে। 
যেমন ১৯ জুন রাত ১২টার ম্যাচ আসলে ১৯ জুন দিন পেরিয়ে রাত ১২টার ম্যাচ। 
আন্তর্জাতিক রীতিতে তারিখ তখন ২০ জুন।

* বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে ৩০ জুন। 
কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ হবে ৬ ও ৭ জুলাই। 
১০ ও ১১ জুলাই দুটি সেমিফাইনাল। 
১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। 

১৫ জুলাই ফাইনাল।

Popular Posts